গরমে চুল ঠিক রাখার ৮ টি অবর্থ্য উপায় জানেন ? -

গরমে চুল ঠিক রাখার ৮ টি অবর্থ্য উপায় জানেন ?

এই লকডাউন /আনলকডাউনে  বাইরে বেরিয়ে হেয়ার কেয়ার হচ্ছে না ?চুলের যত্নের জন্য প্রয়োজনীয় টিপস –

) পাতলা  স্কার্ফ ব্যবহার করুন :তাতে এক্সট্রা ইউ ভি প্রটেকশন পাবেন আর স্ক্যাল্পে ময়শ্চার থাকতে সাহায্য করবে । 

) হেয়ার স্টাইল খোলা  নীট প্লেন  রাখুন কারণ এই সময় টাইট হেয়ারস্টাইলে চুলের ক্ষতি হয় লক্ষ্য রাখুন যেন চুল কমফর্টেবল থাকে । 

) হেয়ার ড্রায়ার কম ব্যবহার করুন :এমনিতেই আপনার চুল গরম আবহাওয়ায় আছে এর ওপর হেয়ার ড্রায়ার চুলের অনিষ্ট করবে । 

) চুলের পুষ্টিবাড়িতে জল,এলোভেরা রস  আর আভাকাডোর  একটা মিশ্রণ করে রাখুন আর মাঝে মাঝে চুলে লাগান ,এই সময় খুব কাজে দেবে । 

) ইউ ভি প্রটেকশন শ্যাম্পু : সাধারণ শ্যাম্পু ব্যবহার না করে ইউ ভি প্রটেকশন শ্যাম্পু ব্যবহার করুন তাতে চুলের ডবল সুরক্ষা হবে

) কন্ডিশন : সপ্তাহে একবার ন্যাচারাল ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট করতে পারেন অথবা আপেল সিডার ভিনিগার জলে মিশিয়ে শ্যাম্পু করতে পারেন এতে চুলের স্বাভাবিক জেল্লা বজায় থাকবে । 

শ্যাম্পুর পর তেল : এই ওয়েদারে শ্যাম্পু করার পর নারকোল /অলিভ/আভাকাডো গরম তেল চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লাগালে স্বাভাবিক ময়েশ্চারাইসড লুক ফিরে আসবে আর চুল তেলতেলে হবে না । 

) রাঙা মাথায় চিরুনি : মোটা দাড়ার চিরুনি ব্যবহার করুন আর ভিজে চুলে কখনো চিরুনি ব্যবহার করবেন না কারণ তাতে চুল ভেঙে  যায় । 

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *