ইন্টেরিয়রে সেরা গ্লসি ওয়ার্ডরোব ল্যামিনেটসের মুগ্ধতা -

ইন্টেরিয়রে সেরা গ্লসি ওয়ার্ডরোব ল্যামিনেটসের মুগ্ধতা  

সুরুচিপূর্ণ ,সাশ্রয়ী, দৃষ্টিনন্দন অন্দর সাজ।

সুরুচিপূর্ণ স্বাচ্ছন্দ্যের বাড়ি সাজানোর অর্ধেক কাজ হয়ে যায় যদি ওয়ার্ডরোবের মতন স্টোরেজ স্পেসকে দুর্দান্ত আকর্ষণীয় দেখতে সুন্দর করে তোলা যায়।সাধারণত বাড়ির অন্দরসাজে আমরা অতিরিক্ত যত্নবান হয়ে দেওয়াল,দরজা,জানলা আর অন্যান্য ফার্ণিচারের মনোযোগী হয়ে পড়ি কিন্তু এতে স্টোরেজ স্পেসের রুপটান উপেক্ষিত থেকে যায়।একটি বাড়ি অথবা অফিসের ইন্টেরিয়র ডেকর সব দিকে থেকে আড়ম্বরপূর্ণ চমৎকার না থাকলে তা অসম্পূর্ণ থেকে যায়।        

আসলে স্বপ্নের,সাধের বাড়িতো বার বার বানানো যায়না।প্রচলিত ঐতিহ্যশালী সলিড উডে বাড়ি সাজাতে অনেক অসুবিধে আছে।সময়কালে জীর্ণ,দীর্ণ দেখতে হয়ে যায়,উই,ঘুণ ধরে,তরলের সংস্পর্শে এলে ক্ষতি হয় এবং জৌলুশ আর ঔজ্জ্বল্য হারায়।এর যত্নে ঘন ঘন মেরামতি ,সংস্কার করতে হয় যার জন্য বৃথা অর্থব্যয় হয়।সেক্ষেত্রে সলিড উডের পরিবর্তে ল্যামিনেট ব্যবহার এই সব বিষয় থেকে ফার্ণিচারকে সুরক্ষিত ও সুগঠিত রাখে।   

ইন্টেরিয়রে ল্যামিনেটস কী কাজে লাগে ?

সহজ কথায় ল্যামিনেটস একটি বাড়তি মোড়ক যা বিল্ডিং মেটেরিয়ালস অথবা প্লাইউডকে সুন্দর,শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সুরক্ষার চাদরে মুড়ে রাখে।এটি বিভিন্ন সারফেসে ব্যবহার হয় এবং আজকের আধুনিক বাড়ির জন্য নয়া পছন্দ।দেওয়াল,ফার্ণিচার,স্টোরেজ স্পেস যেমন ওয়ার্ডরোব এবং ক্লোসেটস এর ব্যবহার সর্বাঙ্গীন। 

 ওয়ার্ডরোবে ল্যামিনেটসের কী প্রয়োজন ?

 বাড়িতে ওয়ার্ডরোবের অপরিসীম গুরুত্বের কথা নতুন করে বলার প্রয়োজন নেই,সেটা স্টোরেজ,জামা কাপড় ,বইয়ের,জুতোর ক্যাবিনেট এবং অন্যান্য জিনিসপত্র রাখতে সবেতে প্রয়োজনীয়।আজকাল নানান মাপের, আকারের ও রঙের ওয়ার্ডরোব পাওয়া যায় যা যে কোনো  বাড়ির ইন্টেরিয়রের সৌন্দর্যের সঙ্গে মানিয়ে যায়।এছাড়া নিজস্ব রুচি অনুযায়ী ওয়ার্ডরোব বানিয়েও নেওয়া যায়। 

বাড়ি হোক অথবা অফিস স্পেস ,ওয়ার্ডরোব অনেকটা জায়গা অধিকার করে থাকে।এর কার্যকারিতা ছাড়াও অন্দরসাজের আবহ বদলে দিতে পারে।এই কারণে ইন্টেরিয়রে ডেকরে স্টোরেজ স্পেসের জন্য ওয়ার্ডরোবের প্রতি আমাদের বিশেষ মনোযোগ দাবি করে।  

ওয়ার্ডরোবের জন্য ল্যামিনেট এমন একটা সুরাহা ও সমাধান যা ওয়ার্ডরোবকে শুধু সুদৃশ্য করে তোলেনা তার সঙ্গে শক্তিশালী ও টেকসই রাখে।আজকাল অনেক প্রতিষ্ঠান ল্যামিনেটস প্রস্তুত করে যার থেকে সহজে এবং নির্ঝঞ্ঝাটে পছন্দসই ল্যামিনেট কিনে নিতে পারেন। 

ল্যামিনেটসের উপযোগিতা

এমন কিছু মানুষ আছেন যারা ওয়ার্ডরোব সারফেসের ওপরে কিছু জুড়ে দেওয়াকে বাহুল্য মনে করে এই বিষয়কে অতিরিক্ত অর্থব্যয় এবং অর্থহীন মনে করে এড়িয়ে যান।কিন্তু সুবিবেচনা হল এই অ্যাডিশনাল লেয়ারের বিষয়ে মনোযোগ দেওয়া উচিত অনেক উপকারিতার কারণে।এই ল্যামিনেটস ওয়াটার এবং করোশন রেসিস্টেন্ট। 

এই ল্যামিনেটসের সুরক্ষার চাদরের সৌজন্যে দৈনন্দিনতায় ব্যবহারের কারণে আসবাবে আকৃতির অবাঞ্ছিত বিকৃতি এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে।এটি খুব সুবিধেজনক পরিস্থিতি নয় যেখানে আপনাকে ফার্নিশিংসের বিষয়ে এবং তার যখন তখন মেরামতির জন্য  সবসময় দুর্ভাবনায় থাকতে হবে।এর নিরাময়ে ল্যামিনেটস অব্যর্থ্য।

আজকাল সুরুচিপূর্ণ অন্দরসাজ সৃষ্টি করতে গৃহকর্তারা বাজারে কনস্ট্রাকশন সেক্টরের  নতুন ডেকর মেটেরিয়াল  এবং প্রযুক্তিকে ইন্টেরিয়রে অন্তর্ভুক্ত করে নিচ্ছেন যার দৌলতে বাড়ি হয়ে উঠছে দৃষ্টিনন্দন। বাড়ির বিভিন্ন স্টোরেজ স্পেস যেমন ক্লোসেট এবং কিচেন ক্যাবিনেটের প্রতি বাড়িতে প্রথম আসা সবার সহজেই নজর চলে যায়, সেই কারণে এইসব ফার্নিশিংয়ের  সৌন্দর্যায়ন এবং সুরক্ষা অত্যন্ত জরুরি।         

হাই গ্লস ল্যামিনেটস ওয়ার্ডরোবে ঝকমকে জেল্লা ও দীপ্তি আনে।এটি ইন্টেরিয়রে কোনো আলাদা স্টোরেজ স্পেস নয় বঙ্গ ইন্টেরিয়রের সৌন্দর্যয়ায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।এর জৌলুসে বাইরে থেকে আসা অতিথি মন্ত্রমুগ্ধ হয়ে উঠেন।     

ওয়ার্ডরোবের মতন একটি প্রয়োজনীয় কিন্তু সাধারণ আসবাব ল্যামিনেটসের ছোঁয়ায় দুর্দান্ত দৃষ্টিনন্দন হয়ে ওঠে।একটি বাড়ি অথবা ফ্ল্যাট কেনা সারাজীবনের বিনিয়োগ।বাড়ির প্রত্যেকটি ফার্ণিচার,দেওয়াল,দরজা এবং ওয়ার্ডরোব আপনার নান্দনিক,মার্জিত সুরুচির প্রতিফলন রূপে চিহ্নিত হয়ে থাকে।এগুলি গৃহকর্তার সৃষ্টিশীল অভিজাত ব্যক্তিত্বের প্রকাশমাধ্যম।বাড়ির প্রত্যেকটি জায়গার অনন্য বৈশিষ্ট সৃষ্টি করার উদ্যোগ ফার্নিশিংয়ের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেয়।   

পরিশেষে

বাড়ির অন্দরসাজ অত্যন্ত গভীর মনোযোগ দাবি করে কারণ এর দৌলতে আপনার মন- মেজাজ,রুচিশীলতা আর প্রশান্তি নির্ভর করে।এর উপযোগিতা ছাড়াও জায়গার নান্দনিক সুদৃশ্যতা এখানে অধিবাসীর পরিশীলিত মার্জিত রুচির পরিচয়।এইজন্য ওয়ার্ডরোবে গ্লসি ল্যামিনেটসের সংযুক্তি পরিতাপের বিষয় নয়, বরং পরম প্রশংসনীয়।       

          

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *