৫ ভাবে ভিনিয়ের শিটস ব্যবহারে অন্দরসাজে লাবণ্যের দ্যুতি -

৫ ভাবে ভিনিয়ের শিটস ব্যবহারে অন্দরসাজে লাবণ্যের দ্যুতি

আপাত সাধারণ ফার্ণিচারে স্বতন্ত্র সম্ভ্রান্ত ব্যক্তিত্বের প্রকাশ।

আপনার জীবনকে সুরুচিপন্ন,অভিজাত করে তুলতে ইন্টেরিয়রে ভিনিয়ের শিটসের নানা রকম প্রয়োগ আর তাৎপর্যকে অস্বীকার করা যায় না।আপনার ফার্ণিচার,ক্যাবিনেট ,কাউন্টারটারটপ্স মুড়ে রাখতে ভিনিয়ের অব্যর্থ।এর প্রয়োগের সীমাহীন সম্ভাবনা যার ফলে আপনার বাড়ির অভাবনীয় সৌন্দর্য আপনাকে অবাক করবে।কেউ নিজের ডেস্ককে নতুন সাজে সাজাতে আবার কেউ বাড়ির ভোল বদলে দিতে ইন্টেরিয়রে ভিনিয়ের ব্যবহার করেন।বিভিন্ন ধরণের ভিনিয়ের শিটস উপলব্ধের  কারণে সবার নিজস্ব রুচি ও প্রয়োজনমতো ব্যবহার করা যায়।    

অন্দরসাজে জৌলুশ,চমৎকার মনোহর শোভা বাড়িয়ে তুলতে এই ভিনিয়ের শিটসের জবাব নেই।কেউ এই দিয়ে আশ্চর্য চমৎকার, অনন্য ফার্ণিচার পিস সাজিয়ে তোলেন।অন্যভাবে জিনিসপত্র মেরামতি ও অন্যান্য আসবাবকে আরো দীপ্তিমান সুন্দর করে তুলতে ব্যবহার করেন।     

ভিনিয়ের শিটস বলতে কী বোঝায় ?

ভিনিয়ের শিটস একধরণের শিট মেটেরিয়াল যা মূলত নির্মাণ শিল্পে ব্যবহার করা হয়।এটি কাঠের পাতলা আস্তরণ কেটে একের ওপর এক গ্লু দিয়ে জুড়ে একটা সলিড সারফেস তৈরি করা হয়।ভিনিয়ের শিটসের প্রয়োগ মূলত ওয়াল কভারিং এবং অন্যান্য ফার্ণিচারে ব্যবহার হয় ।  

ভিনিয়ের শিটসের প্রধান সুবিধে এর নানা রকম ব্যবহারের কারণে।বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে এবং নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী ব্যবহারের উপযোগী বলে এর চাহিদা তুঙ্গস্পর্শী।এছাড়া ভিনিয়ের খুব সহজে ইন্সটল করা যায়।এই কারণে যে প্রজেক্ট বা বাড়িতে কম মেন্টেনেন্স আর মেরামতির প্রয়োজন সেখানে ভিনিয়ের ব্যবহার শ্রেয়।

মোটকথা বাড়ি বানাতে এবং ইন্টেরিয়র ডেকরে ভিনিয়ের একটি বহুগুণ সম্পন্ন বিশ্বস্ত মেটেরিয়াল একথা নির্দ্বিধায় বলা চলে।   

৫টি উপায়ে ভিনিয়ের শিটস ব্যবহারে নান্দনিক সুদৃশ্য অন্দরসাজ:

  • ডেকরেটিভ ভিনিয়ের দিয়ে নিজের রুচিসম্মত বাড়ি অথবা অফিস সাজানো খুব মজার আর সহজ কাজ কারণ এর বহুবিধ ব্যবহার আর প্রয়োগ যেমন সৃষ্টিশীল শিল্পকলা অথবা আপাত সাধারণ  ফার্ণিচারে স্বতন্ত্র সম্ভ্রান্ত ব্যক্তিত্বের প্রকাশ।
  • আপনার বাড়িকে মনোহর করে সাজিয়ে তুলতে ভিনিয়ের সাহায্য করে।এর দৌলতে যে কোনো ঘরে পরিশীলিত সৌন্দর্যসৃষ্টি করে,এবং ছোটোখাটো মেরামত করে দেওয়াল এবং অন্যান্য আসবাবকে উন্নত করে তোলে।
  • খুব সহজে ইন্সটল করা যাওয়া ছাড়াও অনেক ভ্যারাইটির ফিনিশে পাওয়া যায় যা থেকে আপনি পছন্দ করতে পারেন।ভিনিয়ের শিটস নানান রেঞ্জের ,মাপের ও আকারে পাওয়া যায় যার থেকে বাড়ির জন্য একদম মানানসই ভিনিয়ের দিয়ে বাড়ি সাজাতে পারেন।  
  • এই ভিনিয়ের শিট বিভিন্ন দামে পাওয়া যাওয়ার কারণে আপনার অর্থের যথার্থ মূল্য পাবেন।সেই কারণে যদি আপনি বাড়ির অন্দরসাজ কম খরচে বদলে সুদৃশ্য করে তুলতে চান সেক্ষেত্রে ভিনিয়ের শিটসের কোনো বিকল্প নেই।
  • সবচেয়ে বড় কথা এর ব্যবহার, এই ভিনিয়ের আপনার সাধের মূল্যবান ফার্ণিচারকে স্ক্র্যাচ ,দাগ,ঘষা  লাগা থেকে সুরক্ষা দেয়।ভিনিয়ের শিটসের দৌলতে আপনার ফার্ণিচার দীর্ঘদিন সুন্দর ,সমুজ্জ্বল থাকে। 

ভিনিয়ের শিটসের সঠিক ব্যবহার

ইন্টেরিয়রে ভিনিয়েরকে সঠিক ভাবে ব্যবহার করতে এই সহজ পদ্ধতিগুলি মেনে চলুন :

  • যেখানে ব্যবহার করবেন সেটা মেপে নিতে হবে সঠিক সাইজের শিট লাগানোর জন্য।
  • একটি ধারালো ছুরি দিয়ে সঠিক মাপে কেটে নিতে হবে। 
  • লাগানোর জন্য উড গ্লু এবং ক্ল্যাম্প ব্যবহার করতে হবে।
  • পেন্টিং আর ফিনিশিংয়ের জন্য আঠা শুকোতে সময় দিতে হবে। 

আপনার বাড়ির যে জিনিসপত্র পলকা তার জন্য যেমন ছবি,ওয়ালপেপার,কাউন্টারটপসের যত্নে  ভিনিয়ের শিটস Veneer sheets অত্যন্ত কার্যকরী।অনেক বৈচিত্রে,টেকশ্চারে ফিনিশে পাওয়া যায় যা আপনার ডেকরের সঙ্গে সদৃশ হবে এবং দামে কম হওয়ায় আপনি বহু জায়গায় ব্যবহার করতে পারেন।কিচেন কাউন্টারটপ্সে ভিনিয়ের দারুন উপযোগী তবে লাগাবার সময় কভারেজের বিষয়ে গুরুত্ব দেবেন বিশেষত পেন্টিং আর স্টেইনিংএর আগে।    

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *