১) দু চা চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন । সকালে মিহি করে বেটে নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে আধঘন্টা রেখে দিন ।খুব ভালো হয় যদি রিঠা ভেজানো জলে চুল ধুতে পারেন ।যে জলেতে মেথি ভিজিয়ে রেখেছিলেন সেটা আফটার শাওয়ার টনিক হিসেবে ব্যবহার করুন। প্রথম দু উইকে দু দিন করে ও পরের দু উইকে একদিন করে এই ট্রিটমেন্ট করে দেখুন/ দারুন ফল পাবেন ।
২) চুল ধোয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে,১ চা চামচ পাতি লেবুর রস চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন ।
৩) সপ্তাহে একদিন করে লেবুর রস আর মুলতানি মাটির একটা প্যাক বানিয়ে চুলে লাগান
৪)ফ্রিজের বাইরে একবাটি টকদই তিন দিন রেখে দিন।শ্যাম্পু করার আগে আধঘন্টা ধরে এটি চুলে ম্যাসাজ করুন
৫)সপ্তাহে অন্তত চুলে চারদিন একটু উষ্ণ নারকেল তেল ব্যবহার করে দেখুন।ড্যান্ড্র্যাফের যম নারকোল তেল ।
শেয়ার করুন :