ইন্টেরিয়র ডিজাইনে লুসিডা লাবণ্য -

ইন্টেরিয়র ডিজাইনে লুসিডা লাবণ্য

স্টেন,হিট ,ইম্প্যাক্ট,স্কাফ রেসিস্টেন্ট।সঙ্গে ভাইরোকিল টেকনোলজি।

সেঞ্চুরি ল্যামিনেটসের বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার টিপস।

কিচেনের জন্য স্পেশাল ডিজাইন করা লুসিডা ল্যামিনেটস ডিজাইনার কিচেন ক্যাবিনেটস তৈরিতে ব্যবহার করা হয় এর অটুট নিখুঁত গুণমান আর ঐশ্বর্যশালী সৌন্দর্য্যের কারণে।লুসিডা কিচেনকে শক্তিশালী আর আড়ম্বরপূর্ণ করে তুলে উচ্চমানের স্ফটিক সদৃশ রূপমাধুর্য আনে।এটি দাগ,ঘষা থেকে প্রতিরোধী।তাই এটি ইন্টেরিয়র ডিজাইনের অন্যতম শ্রেষ্ঠ মেটেরিয়াল। 

 এই গ্লসি ল্যামিনেট আপনার বাড়িকে সতেজ ও প্রাণোচ্ছল রাখে। সেঞ্চুরি ল্যামিনেটসের হাই গ্লস লুসিডা ল্যামিনেটসের বিশেষ বৈশিষ্ট এর ভাইরাকিল টেকনোলজি,হিট রেসিস্টেন্স,স্কাফ রেসিস্টেন্স, কালার ফাস্টনেস, ইম্প্যাক্ট রেসিস্টেন্স আর অ্যাব্র্যাশন রেসিস্টেন্স।  

লুসিডার বিশেষ বৈশিষ্ট :

  • স্টেন রেসিস্টেন্ট
  • হিট রেসিস্টেন্ট
  • ইম্প্যাক্ট রেসিস্টেন্ট
  • হাইলি স্কাফ রেসিস্টেন্ট
  • মার্স রেসিস্টেন্ট
  • অ্যাব্র্যাশন রেসিস্টেন্ট
  • অবিশ্বাস্য কালার ফাস্টনেস
  • ভাইরোকিল টেকনোলজি
  • লুসিডা ল্যামিনেটসের ধরণ আর  বিপুল বৈচিত্র্য

লুসিডা ল্যামিনেটস অনেক ধরণের হয় আর সেঞ্চুরি ল্যামিনেটসের বিশাল সম্ভার প্রত্যেক ক্রেতাদের পছন্দ আর রুচি অনুযায়ী সবাইকে পরিতৃপ্তি দিতে সক্ষম।এছাড়া বাড়ির বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন শেডস আর প্যাটার্ন থাকায় এর ব্যবহার অপরিহার্য ।সেঞ্চুরি ল্যামিনেটসের ৪ ধরণের লুসিডা ল্যামিনেটসের ওপর দৃষ্টি আকর্ষণ করা যাক:

১) লুসিডা সলিড্স :এই ধরণের লুসিডা ল্যামিনেটস সলিড কালার্সে পাওয়া যায় যা ইন্টেরিয়রে একটা ভিস্যুয়াল টোনালিটি আনতে সাহায্য করে।এটি ঘরের প্রতিটি কোণের গুরুত্ব বাড়ায় এবং প্রখর তাপ প্রতিরোধী। সেই কারণে কিচেন কাউন্টারটপসের জন্য ভালো আর মানানসই।

ইন্টেরিয়র ডিজাইনে হেভি কন্ট্রাস্টের জন্য এটি অত্যন্ত উপযোগী কারণ এই ল্যামিনেটসে কোনো ডিজাইন না থাকার কারণে সলিড কালার্সের প্রাবল্য থাকে। লুসিডা ল্যামিনেটসের কিছু জনপ্রিয় ডিজাইন হল ব্লাড রেড,গ্লেজ ইয়েলো ,প্যাস্টেল ব্লু,সান ব্লুম,আর ড্রিম গ্রিন।

২) লুসিডা গ্লিটারস :এই স্পার্কলিং ল্যামিনেটস কিচেন সারফেস,ওয়াল প্যানেল অথবা এক্সটেরিওরে ব্যবহার করা হয়।এতে আর চারপাশের প্রতিবিম্বের মতন প্রতিফলন হয় একটি প্রিজমের মতন দেখতে লাগে। এটি আলোতে দুর্দান্ত ঝকমকে দেখায়।এর কিছু জনপ্রিয় ডিজাইন হল স্নো গ্লেসিয়ার,গোল্ডেন গ্লেসিয়ার,সিলভার গ্লেসিয়ার আর সানরাইজ গ্লেসিয়ার। 

৩) লুসিডা স্টোনস : এই ল্যামিনেটসের প্যাটার্ন স্ল্যাবস আর স্টোনসের যার টেকশ্চার সারা পৃথিবী থেকে আহরিত। বিভিন্ন শেডস আর টেকশ্চার সমৃদ্ধ যা আপনার ইন্টেরিয়রকে একটা রুক্ষ ,কঠিন অনুভূতি এনে দেবে।

এর চেহারা প্রকৃতির খুব কাছাকাছি তাই এই ল্যামিনেটসের ছোঁয়ায় আপনি প্রকৃতির সতেজ প্রফুল্লতা আপনার লিভিং রুমে, কিচেনে বা আপনার পছন্দের যে কোনো জায়গায় অনুভব করবেন।এর কিছু বিখ্যাত ডিজাইন হল এলমন মেহগনি,মায়াপিস মেহগনি,এস্পেরান্তো,লাপিস লাজুলাই আর গ্রাভা মার্স।   

 ৪) লুসিডা উডগ্রেন :এটি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য যারা ইন্টেরিয়রে উডেন টাচ পছন্দ করেন।এই ল্যামিনেটস আপনাকে রেনফরেস্টের সতেজতা আনবে আর এর প্যাটার্ন আন্তর্জাতিক কারণ  পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে।

এই ল্যামিনেটস নিবিড় সবুজ সতেজ প্রকৃতি থেকে অনুপ্রাণিত যেমন লুসিডা স্টোনস যা আপনাকে বিশ্বপ্রকৃতির কাছে আনে।জনপ্রিয় কিছু লুসিডা উডগ্রেনস হল শিনেই,বাড়তি এল্ম,রিসাইক্লড টিক,থর ডেসার্ট আর কিলকেনি ওক।         

কোথায় ব্যাবহার করবেন?

আপনি যেখানে লুসিডা ল্যামিনেটস লাগাবেন :

ওয়ার্ডরোবস:ইন্টেরিয়র রিডিকোরেশনের সময়ে ওয়ার্ডরোব ডিজাইনের প্রতি বেশি মনোযোগ দেওয়া হয় না। যেহেতু লুসিডা ল্যামিনেটস নানান ধরণের টেকশ্চার ,কালার্স আর ফিনিশে পাওয়া যায় তাই ওয়ার্ডরোবসকে নিজের পছন্দই করে তোলা একটি অত্যন্ত সুরুচির পরিচয়।

এটি সাশ্রয়ী,অনায়াসে পরিষ্কার করা যায়,টেকসই আর সহজেই মেন্টেন করা যায়।এছাড়া এদের সারফেস রিফ্লেক্টিভ হওয়ার কারণে ওয়ার্ডরোবকে আসলের তুলনায় বড় দেখায়।

১)কিচেন টপস :কিচেন কাউন্টারে লুসিয়া ল্যামিনেটস লাগানো একটি দারুণ ভাবনা।এই হাই গ্লস কিচেন ল্যামিনেটস খুব সহজে পরিষ্কার করা যায়,স্টেন রেসিস্টেন্ট আর স্ক্রাব রেসিস্টেন্ট।যদি আপনার  কিচেন ছোট হয় তাতে লুসিডা ল্যামিনেটস লাগালে বড় দেখতে লাগে।

২)ওয়ালপ্যানেলিং :লুসিডা ল্যামিনেটস আপনার ওয়াল প্যানেলকে প্রাণোচ্ছল আর সুন্দর করে তোলে।সেই জায়গাকে দেখতে বড় আর অন্দরসাজের আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দেয়।ল্যামিনেটসের সঠিক প্যাটার্ন,রং আর স্টাইল পছন্দ আপনার ইন্টেরিয়রের আবহ আর সৌন্দর্য্য কম খরচে অনেক উন্নত করে তোলে। 

পরিশেষে

ডিজাইনার কিচেন ক্যাবিনেটসে লুসিডা ল্যামিনেটসই শেষ কথা। অত্যন্ত মসৃণ আর ঝকমকে হওয়ার কারণে প্রচলিত অফিস বা কাজের জায়গার জন্য একটু বেশি উজ্বল।

লুসিডা ল্যামিনেটস আপনার ইন্টেরিয়রকে উজ্বল ঝকঝকে অপরূপ সৌন্দর্য্যসৃষ্টি করে এবং টেকশ্চার আর কালার্সের বিশাল সম্ভারে উপলব্ধ।সেঞ্চুরি ল্যামিনেটস ভারতের অন্যতম বৃহৎ ল্যামিনেট প্রস্তুতকারক আর এত গুণপনা স্বত্তেও এই ল্যামিনেট অত্যন্ত সাশ্রয়ী।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *