বইমেলার বাছাই বই -

ছবি- শুভেন্দু সরকার

 বইমেলার বাছাই বই 

পছন্দের কিছু বইয়ের হদিশ।

গত ১৮ই জানুয়ারি থেকে সল্ট লেকের সেন্ট্রাল পার্কার মেলা গ্রাউন্ডে শুরু হয়েছে ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবছরের থিম কান্ট্রি ব্রিটেন।এবছর ২০ দেশ অংশগ্রহণ করেছে এই বইমেলায়। অসংখ্য নামি অনামি প্রকাশনার মধ্যে থেকে আমাদের পছন্দের বাছাই করা কিছু বইয়ের হদিশ রইল:        

 ধ্যানবিন্দু স্টল নম্বর ৫৯৪ যোগাযোগ ৯৪৩৩৭ ৪৯৪৯৪

বাংলার শিশুসাহিত্য :নারী নির্মাণে (১৮০১ -১৯৪৭) ১২৫০ টাকা দেবাংকৃতা সরদার

উনিশ শতকের সূচনা থেকে পরবর্তী প্রায় দেড়শো বছর ধরে বাংলা শিশুসাহিত্য যেভাবে কন্যাশিশুকে পরিবার ,সমাজ ও রাষ্ট্রের ইপ্সিত নারীর ভূমিকায় নির্মাণ করতে চেয়েছে ,এ গ্রন্থ সেই বিষয়ে আলোকপাতে প্রয়াসী হয়েছে।   

প্রোগ্রেসিভ পাবলিশার্স স্টল নম্বর ২৮৭

নারীবাদী তত্ব একটি সংক্ষিপ্ত পরিচয় মলয় মন্ডল ১৩০ টাকা

নারীচেতনা ও সংগঠন ঔপনিবেশিক বাংলা ১৮২৯- ১৯২৫ সারদা ঘোষ ৩০০ টাকা

নারীবাদ- ইতিহাস তত্ব দর্শন ও আর্থ সামাজিক বিশ্লেষণ শুক্লা চট্টোপাধ্যায় ও সংঘমিত্রা দাসগুপ্ত ২২০ টাকা 

নিমাই ঘোষের গল্প   বইমেলায় প্রাপ্তিস্থান :বিজল্প (৫০৩),ধ্যানবিন্দু (৫৯৪)  ২৫০ টাকা

ডজন ডজন বই, শত শত লেখক, এই ভিড়ের মাঝে একজন আড়ালপ্রিয়, অনাড়ম্বর লেখক।নিমাই ঘোষ। কিংবদন্তি অভিনেতা, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, মৃণাল সেনের অভিনেতা। আড়ালপ্রিয় গল্পকার।  ৮৩ বছর বয়সে তাঁর প্রথম গল্পের বই প্রকাশিত হলো। প্রকাশ করল-ব্ল্যাকলেটার্স।

 ধানসিঁড়ি প্রকাশন । স্টল নম্বর -৩২০ । (৫ নং গেট) সন্মাত্রানন্দের গল্প সংকলনের নাম পুনর্যাপী ফিনিক্স। কল্পনার মধ্য দিয়ে এক মহাপ্রাণকে ধরার আপ্রাণ চেষ্টা।

বর্ষীয়ান সাংবাদিক সমর মিত্রের ‘খবর নিয়ে খবরদারি’। বইমেলায় পাওয়া যাচ্ছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব (স্টল ৩৮৬) ও রূপালীতে (স্টল ১৯৯)।

দে’জ পাবলিশিং  ,স্টল নম্বর ৩২২

গৌর কিশোর ঘোষের গৌড়ানন্দ সমগ্র -৬০০ টাকা

ষাটের দশকে আত্মপ্রকাশ গৌড়ানন্দের।৮৪ সাল পর্যন্ত নিয়মিত জনপ্রিয় কলমের সঙ্কলন।       

পূর্ণেন্দু পত্রীকলকাতা সমগ্র -৫০০ টাকা

সে কলকাতা আর নেই,হারিয়ে গেছে ইতিহাসের কুয়াশার আড়ালে,এ বই ছোটদের জন্যে সেই নেই-কলকাতার একটা রূপকথা।    

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় -আত্মকথা (দুই খন্ডে একত্রে) ১৪৯৯ টাকা

‘…যার কাছে দুঃখ পেয়েছি বা দুঃখ দিতে চেষ্টা করেছে তারা সে সব কথা লিখবে না,সে আমি সঙ্গে করেই নিয়ে যাব।লিখব যে আনন্দ দিয়েছে ,সুখ দিয়েছে তার কথা।’

ভাস্কর চক্রবর্তী- কবিতা সমগ্র ১ ও ২ (প্রতিটি ৪৫০ টাকা )

গত শতকের ষাট দশকে কবিতা লিখতে শুরু করেন।প্রথম কবিতার বই ‘শীতকাল কবে আসবে সুপর্ণা/'(১৯৭১)/সেই কবিতার বই ১০টি।দুই খন্ডে।

পরশুরাম গল্প সমগ্র (১ম ০ ২য় ) একত্রে ৬৫০ টাকা

বাংলা সাহিত্যে পরশুরাম ছদ্মনামে রাজশেখর বসু স্মরণীয় হয়ে আছেন।পুরাণ এবং হাস্যরস গল্প নবনির্মাণ করেছেন।

প্রতিক্ষণ ৩৩৫ নম্বর ষ্টল নম্বর গেট

জীবনানন্দ দাশ

প্রবন্ধ নিবন্ধ এবং টুকরো গদ্য  -৮০০ টাকা

পুস্তানি পেরিয়ে সুস্নাত চৌধুরী ৪৫০ টাকা

কাকে বলে উইডো,কেই বা অরফ্যান ?ছাপার ভূতের ভবিষ্যৎ কী ?হরফ সভ্যতা আজ কোথায় দাঁড়িয়ে ?পাণ্ডুলিপি থেকে পুস্তানি ..বই নিয়ে একটা  আস্ত বই।

পুনশ্চ ৫৬৫ নম্বর ষ্টল গেটের কাছে

গল্প সমগ্র  সতীনাথ ভাদুড়ী ৭২৫ টাকা

বাংলার রূপকথা -নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সুধীর সরকার সংকলিত ও সম্পাদিত ৩২৫ টাকা 

অনিন্দিতাপাত্র

পত্রভারতী স্টল নম্বর ২২৫

নানারঙের নবনীতা ৪৬৪ টাকা
উপন্যাস ,গল্প,প্রবন্ধ.ভ্রমণ ,স্মৃতিকথা,সাক্ষাৎকার,নাটক

গল্প সমগ্র -প্রমথ চৌধুরী ৩৫০ টাকা

সেরা দশ গল্প -হুমায়ুন আহমেদ ১৫০ টাকা

কিশোরভারতী সুবর্ণজয়ন্তী কমিকস সমগ্র ৩০০ টাকা

লেখা যখন হয়না শঙ্খ ঘোষ ২৪৯ টাকা

রাজা রামমোহন রাজা ভট্টাচার্য্য

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *