স্বাদের বাহার হোম ডেলিভারি | |

স্বাদের বাহার হোম ডেলিভারি

কাৎলা কালিয়া, ভেটকি, পার্শে, ট্যাংরা, পাবদা,পমফ্রেট, মুরগি,মাটন,ধোকা,পনির,মোচা,লুচি আলুর দম,মটন চপ,ফিশ ফ্রাই আর কি চাই?

আজকের ব্যস্ত জীবনে রোজকার বাড়ির রান্না যদি হোম ডেলিভারিতে পাওয়া যায় তবে রান্নার পরিচারিকা না আসা,মা ঠাকুমার স্বাদু হাতের রান্না সুলভ মূল্যে পেলে বেশ ভালই হয়।গড়িয়াহাট, কর্নফিল্ড রোড,বালিগঞ্জের এমনই এক অত্যন্ত সুস্বাদু ও সুলভ দামে হোম ডেলিভারির ঠিকানা ‘স্বাদের বাহার’।লকডাউনে সুপারহিট স্বাদের বাহার  হোম ডেলিভারি এরই মধ্যে দারুণ সাড়া ফেলে দিয়েছে।এদের নানান সুস্বাদু পদের মধ্যে আছে:

ফিশ মিল (ভাত, ডাল,সব্জী,চাটনি) সহ কাটাপোনা(৯০/১১০),কাৎলা কালিয়া(১২০), চারাপোনা(৮০),পার্শে/ ট্যাংরা(১৮০),পাবদা,পমফ্রেট, ভেটকি(২০০),বাটা মাছের পদ।

ডিম মিল :(২/১ পিস) ভাত, ডাল,সব্জী,চাটনি সহ (৭০/৬০)

চিকেন মিল:৪/২ পিস ভাত, ডাল,সব্জী,চাটনিসহ(১৫০/১২০)

মাটন মিল:৪/২ পিস ভাত, ডাল,সব্জী,চাটনি সহ (২৮০/১৮০)

নিরামিষ মিল: পনীর/ধোকা,ভাত, ডাল, সব্জী, চাটনিসহ।(৯০)

গোবিন্দভোগ খিচুড়ি, দু রকম ভাজা আর চাটনি।

স্ন্যাক্স:

ফিশ ফ্রাই (৬০),ফিশ চপ(২০),ফিশ ফিঙ্গার ৬পিস (১০০),চিকেন চপ(২০), মাটন চপ(২৫),চিকেন পকোড়া ৬পিস(৬০),ভেজিটেবল চপ(১০), ভেজ পকোড়া(২০)।

কচুরী -পরোটা:

ফুলকপির কচুরী৪ পিস (৫০),আলুর পরোটা ২ পিস(৪০),লুচি আলুর দম,কচুরী আলুর দম (৪০)।

নিরামিষ পদে :

শুক্তো(৮০),ধোকার ডালনা(৬০),কাঁচকলার কোপ্তা(৬০),মোচার ঘন্ট(৮০),আলু ফুলকপি রসা (৫০),বাঁধাকপি(৫০),আলুর দম(৪০)।

এইসব জিভে জল আনা এত কম দামে সুস্বাদু মুখরোচক তাজা আর ফ্রেশ খাবারের জন্য আগের দিন অর্ডার দিতে হবে।যোগাযোগ :

8910669903 /6291760499/7998463792 9,Cornfield Road.Kolkata :700019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *