ব্রেকিং নিউজ :ভিনিয়ের্স সলিড উডের থেকে অনেক ভালো -

ব্রেকিং নিউজ :ভিনিয়ের্স সলিড উডের থেকে অনেক ভালো

আপনার রুচিস্নিগ্ধ অন্দরসাজে অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার পরামর্শ।

ভূমিকা

যদি আপনাকে  বলা হয় যে ভিনিয়ের আর সলিড উড এদের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে তবে আপনি কী করবেন ?আমাদের মনে হয় আপনার শ্রেষ্ঠ মানের ভিনিয়েরের পক্ষ নেওয়া উচিত। এই ব্লগে আপনার হোম ডেকরের জন্য সলিড উড না ভিনিয়ের কোনটায় খরচ করবেন তার একটা তুলামূলক পরামর্শ দেওয়া হল।

এছাড়া আমরা জানাচ্ছি কি করে সেঞ্চুরি ভিনিয়ের্স ভিনিয়ের ডিজাইনে শ্রেষ্ঠ মানের ভিনিয়ের প্রস্তুত করে।তাহলে শুরু করা যাক।

প্রথমেই স্বীকার করা উচিত যে সলিড উডের আভিজাত্যের গুণগ্রাহীরা সহজেই অন্যান্য কাঠের কাজের সঙ্গে এর পার্থক্য ধরে ফেলবেন। এর কারণ ইঞ্জিনিয়ার্ড উড কখনোই সলিড উডের সৌন্দর্য্যকে ছাপিয়ে যেতে পারে না।এটা প্রমাণিত যে উডের টেকশ্চার,গ্রেন শেডসের অনুপম সৌন্দর্য্য কেবল ন্যাচারাল উডেই পাওয়া যায়।   

এটি একটি প্রধান কারণ যার জন্য আজকের দিনে আসল কাঠ অত্যন্ত দামি।এছাড়া কোনো দুটো লগ একের সঙ্গে অন্যটা একরকম হয় না।সেইজন্য যদিও আপনি এত বেশি দাম দিয়ে আপনার সাধের হোম ডেকর করতে গেলেন, আপনি দেখবেন যে বড় জায়গা সাজাতে উডের শেডস আলাদা হয়ে যাচ্ছে।যেমন ডাইনিং টেবল সেট।কারণ শুধু একটা লগ উড দিয়ে চেয়ার টেবলের সেট তৈরি করা সম্ভব নয়।     

এছাড়া অন্যান্য নানান অসুবিধে হল :

  • অত্যন্ত বেশি দামে কাঠ সংগ্রহ করা
  • বেশি দামে জিনিস তৈরি করা
  • বড় ফার্ণিচার সেট তৈরিতে সমস্যা
  • এর দেখাশোনা আর মেন্টেনেন্স খরচ

এই সব সমস্যার সমাধানে হাজির  সেঞ্চুরি ভিনিয়ের্সের সেরা মানের ভিনিয়ের্স।জেনে নিন কিভাবে উৎকৃষ্ট মানের ভিনিয়ের সলিড উডের বিকল্প হতে পারে।    

ভিনিয়ের এত স্পেশাল কেন ?

ভিনিয়ের আক্ষরিক অর্থে  একমাত্র খাঁটি আর প্রকৃত উড মেটেরিয়াল।এই বিশেষত্বর কারণ বুঝতে  গেলে জানতে হবে কি করে এই ভিনিয়ের তৈরি হয়।ভিনিয়ের উচ্চ মানের আসল হার্ডউড যেমন পাইন, সেডার, ওক, ম্যাপল, টিক,ওয়ালনাট থেকে তৈরি করা হয়।এদেরকে অনেকক্ষণ জলে ভিজিয়ে নরম করা হয়।এর পর একটি শার্প  অ্যাঙ্গেল স্লাইসার দিয়ে উডের লগ স্পিন করে একটা একটানা  লম্বা লেয়ার বের করে আনা হয়। 

এই কারণে ভিনিয়ের এত স্পেশাল :

  • দেখতে হুবহু সলিড  উডের মতন আকর্ষণীয়
  • অনেক বড় জায়গাতে ব্যবহারের জন্য আদর্শ
  • অপূর্ব অসাধারণ গ্রেন টেকশ্চার

সেঞ্চুরি ভিনিয়ের্সই  বেস্ট কোয়ালিটি কেন ?

সেঞ্চুরি ভিনিয়ের্স ভারতের ভিনিয়ের প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তাই এর নির্বাচন নির্ভুল।শুধু সেরা মান নয় সঙ্গে আছে দুর্দান্ত ডিজাইন বৈচিত্র।এদের টপ সেলিং প্রোডাক্ট রেঞ্জে অত্যন্ত  জনপ্রিয়  ন্যাটজুরা উডস,সেনজুরা স্টাইলস,প্রজেত্ত উড আর ডার্ক ফরেস্ট।        

ভিনিয়ের রেঞ্জে একইসঙ্গে ন্যাচারাল আর রিকন্সটিউটেড দু ধরণের ভিনিয়ের পাওয়া যায়:

১) ন্যাচারাল ভিনিয়ের্স – এই ভিনিয়ের সম্পূর্ণ প্রাকৃতিক আর একটি উডের লগ থেকে তৈরি যাতে অনন্য গ্রেন টেকশ্চার ,ডিজাইন আর শেডস থাকে।এই কারণে একই গাছের হলেও এই ভিনিয়ের ডিজাইন একটি লগের সঙ্গে অন্যের কিছুটা আলাদা হয়।

২) রিকনস্টিউটেড ভিনিয়ের্স – এরাও ন্যাচারাল লগ উড থেকে উৎকৃষ্ট মানের ভিনিয়ের কিন্তু আরো আলাদা ভাবে  তৈরি করা হয়। লেসার টেকনোলজি আর রিচ ডাইং টেকনিক দিয়ে এর টেকশ্চার আর ডিজাইন সৃষ্টি হয়।এই কারণে একটার সঙ্গে অন্য ফ্লিচের ডিজাইন অবিকল একরকম হয়ে থাকে, যেমন সেনজুরা স্টাইলস।    

ভিনিয়ের খুব দামি না কমদামি ? ভিনিয়েরের সুবিধে আর সেরা গুণমান সত্ত্বেও অনেকে এর দাম শুনে পিছে যান।সেরা কাঠের মান ও ধরণের জন্য ভিনিয়ের কিছুটা দামি।তাহলে প্রশ্ন আসতে পারে এর জন্য খরচ করা কি আবশ্যিক ? হ্যাঁ,কারণ ডেকরের জন্য আসল প্রাকৃতিক সলিড কাঠের খরচ আকাশছোঁয়া। 

ভিনিয়েরকে দেখতে অবিকল আসল প্রাকৃতিক কাঠের মতন এবং হোল উডের তুলনায় অনেক কম দামে পাওয়া যায়।যদিও আপনি কিছুটা ভিনিয়ের শিট একটি লগ থেকে পেতে পারেন যা একটি পুরো ব্লকের সলিড উডের থেকে ভাল।সেরা মানের ভিনিয়ের্ড সারফেসের প্রধান সুবিধা হল:   

  • অনেক বড় সারফেস এরিয়ায় ব্যবহার করা যায়
  • কাঠের থেকে অনেক কমদামি
  • সহজ রক্ষণাবেক্ষণ

পরিশেষে

ভিনিয়ের আপনার বাড়িতে প্রাকৃতিক কাঠের মাধুর্য আর সৌন্দর্য্যবৃদ্ধি করে।যদি আপনি নিখাদ  প্রাকৃতিক কাঠের মনোহর শোভার ছোঁয়া পেতে চান তাহলে আমাদের পছন্দ আপনার বাড়ির অন্দরসাজে প্রিমিয়াম ভিনিয়েরের বাহার যাতে আপনি মুগ্ধ হয়ে যাবেন।ভারতের শ্রেষ্ঠ ভিনিয়ের প্রস্তুতকারক সেঞ্চুরি ভিনিয়ের্স কিনতে এখানে ক্লিক করুন: https://www.centuryply.com/eshop/

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *