৫টি উপায়ে আপনার কিচেন আপগ্রেড করুন -

৫টি উপায়ে আপনার কিচেন আপগ্রেড করুন

অ্যান্টি ব্যাকটেরিয়াল, স্ক্র্যাচ ফ্রি,)লাইট রিফ্লেক্টিং টেকনোলজি।

ভূমিকা

আপনি কি বাড়ির কেন্দ্রবিন্দুর যত্ন ও রক্ষণাবেক্ষণ নিয়ে চিন্তিত ?অথবা কিভাবে আপনার কিচেন ইন্টেরিয়রে আপগ্রেড করবেন যাতে কিচেনের সৌন্দর্য্য আর স্থায়িত্ব বজায় রাখবেন।সেঞ্চুরি লামিনেটসের লুসিডা ল্যামিনেটস আপনার জন্য বিপুল ধরণের ডিজাইন হাজির করেছে।এই ল্যামিনেটস শুধু কিচেনের সৌন্দর্য্যবৃদ্ধি করে না আবার আপনার আর পুরো পরিবারের যত্নে সাহায্য করে।

আপনার কিচেনের স্থায়িত্ব আর রিমডেলিংয়ের জন্য এই ব্লগে দারুণ পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়া আপনি জেনে খুশি হবেন কিভাবে সেঞ্চুরি ল্যামিনেটস-লুসিডা ল্যামিনেটস আপনার কিচেনের জন্য কতটা উপকারী কিন্তু তার জন্য পুরোটা পড়তে হবে।

কিচেন রিস্টাইলিং আর আপগ্রেডের ৫টি উপায়

১) লো রিফ্লেকশন সারফেস বেছে নিন: অ্যান্টি -ফিঙ্গার প্রিন্ট ল্যামিনেটস আপনার কিচেন ক্যাবিনেট আর কাউন্টারের জন্য খুব ভালো।জেনে রাখুন, সেঞ্চুরি ল্যামিনেটসের লুসিডা ল্যামিনেটস ফিঙ্গারপ্রিন্ট,স্ক্র্যাচ,ডার্ট রেসিস্টেন্ট।এর লো রিফ্লেকশন সারফেসের কল্যাণে  গ্রিজ,নোংরা দাগ ইত্যাদি আপনি সহজে নজর করতে পারেন।এই কারণে এই সব দাগ,ময়লাকে সহজে পরিষ্কার করা যায়।  

 ২)স্বাস্থ্যবিধি বজায় রাখা খুব জরুরি :শুধু স্বাস্থ্যকর খাবার রান্নাই আপনাকে সুস্থ রাখার একমাত্র পদ্ধতি নয়।কিচেনে স্বাস্থ্যবিধির মাত্রা মেনে চলা জরুরি।এই জন্য সেঞ্চুরি ল্যামিনেটস অ্যান্টি ব্যাকটেরিয়াল ল্যামিনেটস তৈরি করেছে।এই ল্যামিনেটসে ভাইরোকিল টেকনোলজির কল্যাণে কিচেন কাউন্টার আর ক্যাবিনেটসে রোগ জীবাণু বৃদ্ধি প্রতিরোধ করে যা স্পেশাল ম্যাক্রোবিয়াল অ্যাডিটিভস দিয়ে তৈরি।এই অ্যাডিটিভস আপনার কিচেনকে ঘুণ,উইপোকা আর অন্যান্য রোগবালাই থেকে মুক্ত রাখে।    

৩) স্ক্র্যাচ ফ্রি সারফেসের সুবিধে : কিচেন কাউন্টারে হামেশা দাগ,স্ক্র্যাচ পড়ে।তাই এখানে এমন ল্যামিনেটস ব্যবহার করা দরকার যা স্ক্র্যাচ ফ্রি আর আপনার কিচেন থাকে চিরকালীন চমৎকার।এই প্রয়োজনের কথা ভেবে সেঞ্চুরি প্লাই ম্যাট ফিনিশ ল্যামিনেটস তৈরি করেছে। এই ল্যামিনেটস সাধারণ আলো রিফ্লেক্ট করে এবং স্ক্র্যাচ রেসিস্টেন্ট।ম্যাট ফিনিশ ল্যামিনেটসের সুবিধে এতে দাগ আর স্ক্র্যাচ সহজে নজরে পড়েনা। তার ফলে আপনার কিচেনে ভারী জিনিসপত্র ব্যবহার আর টেকসই বলে সুবিধে হয় ।  

)লাইট রিফ্লেক্টিং :সলিড কালার আর টেকশ্চারের কল্যাণে ছোট কিচেনকে আসলের চেয়ে বড় দেখতে লাগে।উজ্বল রঙে অনেক বেশি আলো প্রতিফলিত হয় যাতে কিচেন আলোকিত দৃষ্টিনন্দন হয়ে ওঠে।সেঞ্চুরি ল্যামিনেটসের লুসিডা ল্যামিনেটস এসে গেছে ,তাই দিয়ে কিচেন সাজিয়ে তাকে আরো ঝকমকে জমকালো করে তুলুন।

৫)একটি কোণ হয়ে উঠুক প্রাকৃতিক নিসর্গ শোভা: যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তাহলে কিচেনের একটি কোণ উডেন টেকশ্চার দিয়ে সাজিয়ে তুলুন।কিচেন কর্নারের একদিক উডেন মেটেরিয়ালস দিয়ে সাজালে নিজেকে প্রকৃতির কাছাকাছি আছেন বলে মনে হবে।এই রুচি অনুযায়ী সেঞ্চুরি প্লাইয়ের উডেন ল্যামিনেটস ব্যবহার করুন।এতে আপনার রান্নার শৈলী ঈর্ষণীয় উন্নত হয়ে উঠবে।এই উডেন ল্যামিনেটসে আপনার কিচেন পার্থিব আর নান্দনিক শোভায় সেজে উঠবে ।        

কিচেন ব্যবহারে স্পেশাল টিপস

যদিও সেঞ্চুরি ল্যামিনেটসের ডিজাইনে নানা টেকনোলজির কল্যাণে আপনার কিচেনকে আগুন এবং অন্যান্য দুর্ঘটনার সম্ভাবনা থেকে সুরক্ষিত রাখে,এর উপকারি দক্ষতা সঠিক ভাবে কার্যকরী রাখতে যত্ন করতে হয়।কিচেন ল্যামিনেটস ব্যবহারের স্পেশাল টিপস :

  • ক্যাবিনেট আর কাউন্টার নিয়মিত ঝাড়পোঁছ করুন।রোজ ডাস্টিংয়ের ফলে ল্যামিনেটস তার দীপ্তি হারাবে না।খুব সহজে একটি ভিজে কাপড় দিয়েই সেঞ্চুরি ল্যামিনেটস ঝাড়পোঁছ করা যায়।
  • ল্যামিনেটসে স্ক্র্যাচ থেকে গেলে নন – স্ক্র্যাচ ক্রিম অথবা লিকুইড ব্যবহার করে মুছে নিন। 
  • ল্যামিনেটস মোছার সময় মনে রাখবেন যেন সারফেস এবং ক্যাবিনেটসে মোছার পর কিছু লেগে না থাকে।
  • সেঞ্চুরি ল্যামিনেটস কাঠের পাতলা স্তর দিয়ে তৈরি বলে এতে স্বাভাবিক জেল্লা থাকে তাই দাগ তোলার জন্য  স্টিম ক্লিনার ব্যবহার করবেন না।
  • আপনি অ্যাক্রেলিক ফিনিশ ল্যামিনেটস ব্যবহার করতে পারেন যা ময়েশ্চার রেসিস্টেন্ট এবং আপনার কিচেন ফার্ণিচারের  সৌন্দর্য্য অক্ষুণ্ণ রাখে এবং সহজে মলিন হয় না। 
  • যদি আপনি কিচেনে মধুর ,প্রীতিকর সাজে সাজাতে চান তাহলে সেঞ্চুরি ল্যামিনেটসের প্যাস্টেল শেডস ব্যবহার করুন ।

সংক্ষেপে

পাশাপাশি খুব সহজে তার মনোহর শোভা বজায় রাখতে পারেন।সেঞ্চুরি ল্যামিনেটসের অদ্বিতীয়  আশ্চর্য্য বৈশিষ্টের কারণে আপনার কিচেনকে অভিনব রূপটানের  পাশাপাশি সুরক্ষার আশ্বাস দেয় ।তাহলে আর দেরি না করে আগে যেমন পরামর্শ দেওয়া হয়েছে সেইমতো আজ থেকেই আপনার কিচেনকে ব্যবহার করুন।  

সেঞ্চুরি ল্যামিনেটসের এই ই -শপ লিঙ্কে ক্লিক করে আপনার পছন্দের ল্যামিনেটস ডোরস্টেপ ডেলিভারি নিয়ে নিন:

https://www.centuryply.com/eshop

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *