শ্যাম সুন্দর জুয়েলার্সের ‘গ্লিটেরিয়া’ -

শ্যাম সুন্দর জুয়েলার্সের ‘গ্লিটেরিয়া’

এক্সক্লুসিভ ডায়মন্ড ফেস্টিভ্যাল।

 ১৮ থেকে ২৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজন করছে ডিজাইনার হিরের গয়নার  এক অনন্য প্রদর্শনী, ‘গ্লিটেরিয়া’ ।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর এই হিরের গয়নার চোখ ধাঁধানো প্রদর্শনীটি এবার দ্বিতীয় সংস্করণ।  গত বছরই হিরের গয়নার বার্ষিক প্রদর্শনী হিসেবে ‘গ্লিটেরিয়া’ উৎসবের সূচনা হয়।

এবছরও ক্রেতাদের জন্য প্রদর্শিত হতে চলেছে সাশ্রয়ী মূল্যের মধ্যে ডিজাইনার হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশন। দাম রাখা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যেই।

এছাড়া গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় আর উপহার।

থাকবে হিরের গয়না তৈরির মজুরিতে ১০০% ছাড় ৷

প্রতিটি হিরের গয়না কেনাকাটার সঙ্গে থাকবে নিশ্চিত সোনার মুদ্রা।

সোনার গয়না তৈরির মজুরিতে থাকছে ১০% ছাড়।

সব মিলিয়ে, হিরের গয়নার দুত্যির মতো নানান অফারের চমকে পুরো আউটলেট ঝলমল করে উঠবে।

‘জুয়েলারি এক্সচেঞ্জে ১০০% ডায়মন্ড ভ্যালু’ ফেরতযোগ্য । এছাড়াও  অন্যান্য সমস্ত পরিষেবা এবং সুবিধা থাকছে।

এই উপলক্ষে এক বিশেষ প্রেস প্রিভিউয়ের আয়োজন করা হয়েছিল।  শুরুতেই হিরের গয়নার সঙ্গে যে আদি অনন্তকাল ধরে মিষ্টি মধুর রোমান্স আর ভালোবাসা জড়িত তা এক অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করা হয়। এছাড়া যে পাঁচটি কারণের জন্য যেমন, গুণমানের নিশ্চয়তা, ওয়ারেন্টি, রক্ষণাবেক্ষণ, সাধ্যের মধ্যে দাম আর লগ্নির কারণেই যে একমাত্র শ্যাম সুন্দর  কোং জুয়েলার্স থেকে প্রাকৃতিক হিরে কেনা যায় সেটিও সকলের সামনে তুলে ধরা হয়।

 এরপরই হয় ফ্যাশন শো। কলকাতা এবং আগরতলার  মডেলরা ‘গ্লিটিরিয়া’য় হিরের গয়নার যে সব অনবদ্য কালেকশন প্রদর্শিত হতে চলেছে সেই সব চোখ ধাঁধানো গয়না পড়ে ফ্যাশন শো করেন।

গ্রাহকদের জন্যও বিশেষভাবে আরও একটি ফ্যাশন শো ছিল। যেখানে মডেলদের পরা হিরের গয়না খুব কাছ থেকে দেখে গ্রাহকরা কেনাকাটা করতে পারে। একইসঙ্গে চলছিল লাইভ মিউজিক। সেই সুর আর গান ওই পরিবেশে এক অন্য মাত্রা যোগ করেছিল। I

এই দুটি অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ‘গ্লিটিরিয়া’ য় প্রদর্শিত হিরের গয়না খুব কাছ থেকে দেখা আর অনুভব করা। ‘

“গ্লিটিরিয়া হল এমন এক হিরের প্রদর্শনী যা আগে সেভাবে কখনও হয়নি। আর যেভাবে একসঙ্গে সব এক্সক্লুসিভ ডিজাইনার হিরের গয়না প্রদর্শিত হয়েছে তাতে এই উদ্দেশ্য ভীষণভাবে সফল হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনেও এইভাবে খুব কাছ থেকে গয়না দেখা আর অনুভব করার অভিজ্ঞতার ওপরই জোর দেব।’ জানালেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা। তিনি আরো বলেন, ‘ এই ধরনের প্রদর্শনীর উদ্দেশ্য হল লোকে যাতে হিরের দিকে একবার নজর দেয়। কারণ  হিরের নিজস্ব যে দ্যুতি রয়েছে তা তাঁদের চেহারাতেও প্রতিফলিত হয়ে ঝলমল করে উঠবে।’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের অন্যতম ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘গ্লিটিরিয়া হল  শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের  আরেকটি সিগনেচার প্রেসেন্টেশন। এটা সংস্থার দ্বিতীয় সংস্করণ। এই সবকিছু করতে অনেক যত্ন আর পরিশ্রম রয়েছে। ‘লুক অ্যান্ড ফিল’ শোকেসিং, হিরের গয়নার নকশা এবং কারুকাজ এবং অফার, সব কিছুই  স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া যে পাঁচটি কারণের জন্য গ্রাহকরা প্রাকৃতিক হিরে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স থেকে কিনবেন তার ওপরেও ফোকাস করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘গ্লিটিরিয়া উৎসবে লুক অ্যান্ড ফিল শো টি সবচেয়ে বেশি সফল হয়েছে ও লোকের মনে ধরেছে।’

‘গ্লিটিরিয়া’ ডায়মন্ড ফেস্টিভ্যালটি ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সব শোরুমে (গড়িয়াহাট, বেহালা ও বারাসাত), ত্রিপুরার (আগরতলা, খোয়াই, ধর্মনগর ও উদয়পুর) ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। আসুন, আপনার জীবনে হিরের চমক যোগ করুন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *