উড ভিনিয়ের্স এত দামি কেন আর কিভাবে বেছে নেবেন ? -

উড ভিনিয়ের্স এত দামি কেন আর কিভাবে বেছে নেবেন ?

শ্রেষ্ঠ মান,অনন্য ডিজাইন,অভিজাত অন্দরসাজ।

ভূমিকা

বাড়ির ইন্টেরিয়র নতুন করে সাজিয়ে তোলা অথবা কোনো নতুন জিনিস কেনার সময় আমরা সাধারণত কিছুটা দামি জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে থাকি।এর কারণ একটা প্রোডাক্টের দামের সঙ্গে তার গুণমানের মূল্য নির্ভর করে।এই দামের মূল্যের নানা ধরণ থাকে।

যখন আমরা শ্রেষ্ঠ মানের ভিনিয়ের্স বিষয়ে আলোচনা করি যেমন সেঞ্চুরি ভিনিয়ের্স,তখন তার মূল্য নিধারণ হয় কোন মানের উড ব্যবহার করা হয় তার গুণমানের ওপর।এছাড়া অন্যান্য কারণ রয়েছে ।সেই কারণে এই প্রবন্ধে ভিনিয়ের্স কেন প্লাইউডের থেকে দামি সেই প্রশ্নের সদুত্তর দেবে।আমরা এই পরামর্শও দেব যে বাড়ির অন্দরসাজের জন্য কি করে বেস্ট ভিনিয়ের্স পছন্দ করবেন।

সারফেসের জন্য ভিনিয়ের্ড উড সবচেয়ে ভালো ?

আজ্ঞে হ্যাঁ। সবচেয়ে বড় কারণ পিওর সলিড উডের থেকে কম দাম। ন্যাচারাল ভিনিয়ের্স শুধু সুন্দর নয় বরং অত্যন্ত টেকসই আর এতে হার্ডউডের সমস্ত সুবিধে আছে যা দামে সাশ্রয়ী তুলনায় এত  দামি কাঠের তৈরি পুরো ফার্ণিচারের থেকে। সঠিক জায়গার জন্য  অভিজাত গুণমানের কাঠের শ্রেষ্ঠ বিকল্প এই উড ভিনিয়ের্স।

জরুরি প্রশ্নের উত্তর

শ্রেষ্ঠ মানের ভিনিয়ের্স দামি হওয়ার কারণ আশ্চর্য্য অনন্য ডিজাইন,উডের বিপুল শেডস আর খাঁটি ডেন্স উডের গুণমান। উড ভিনিয়ের্সের হাই ভ্যালু কস্টিংয়ের প্রধান কারণ গুলি হল :

১) এটি রোজকার সাধারণ ব্যবহারের উড নয় –

উড ভিনিয়ের্স হল একটা গাছের লগ বা গুঁড়ি থেকে সরু উড স্লাইস কেটে নেওয়া,কিন্তু যে কোনো গাছের লগ নয়। শুধু হার্ডউড গাছ থেকে তৈরি। যার মানে এই ভিনিয়ের্স শুধু ডেসিডিউয়াস বা পর্ণমোচী গাছ যেমন মেপল,ওক,ইন্ডিয়ান রোজউড (শীষম) থেকে সংগ্রহ করা হয়।এর উন্নত,সমৃদ্ধ টেকশ্চার, উড গ্রেনস আর অথেন্টিক হার্ডউড বাজারে সীমাবদ্ধতার কারণে সুলভে পাওয়া যায় না।

২ ) বেশি দাম আর পারমিটস –

একটি গাছ কাটার জন্য ব্যাক্তিগত হলে ৩৪,৫০০ টাকার ,আর বাণিজ্যিক হলে ৫৭,৫০০ টাকার বেশি সিকিউরিটি ডিপোজিট এবং ২৫,০০০ টাকা রিফান্ডেবল কম্পোনেন্ট থাকে ক্ষতিপূরণমূলক গাছ লাগানোর জন্য।সেইজন্য সেঞ্চুরি প্লাইয়ের মতন অনুমোদিত আর বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের পক্ষেই এই মানের কাঠ সংগ্রহ করতে পারে।

৩) সৌন্দর্য্যের আকর্ষণ –

ডেকোরেটিভ চেহারা আর ফিনিশিংয়ের জন্য ভিনিয়ের্সকে গ্লু দিয়ে অনেক ধরণের ইঞ্জিনিয়ার্ড উড যেমন প্লাইউড,MDF বোর্ড,পার্টিকল বোর্ড জোড়া হয়।এটি ইন্টেরিয়র মেটেরিয়ালে জনপ্রিয় যা দিয়ে চেয়ার,টেবল,ক্যাবিনেট,ওয়ার্ডরোব আর অন্যান্য আসবাব তৈরি হয়।মডিউলার কিচেন ক্যাবিনেটের মেকওভারের ক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইনাররা বেশি ব্যবহার করে থাকেন।

সেঞ্চুরি ভিনিয়ের্সের উড ভিনিয়ের্সের সম্ভারে উড স্পেসিস,গ্রেনস,কাট আর অন্যান্য বিপুল বৈচিত্র আছে।দেখে নেওয়া যাক এর বিশাল প্রোডাক্ট রেঞ্জ।

সেঞ্চুরি ভিনিয়ের্সের প্রোডাক্ট রেঞ্জ

আপনার ইন্টেরিয়রের ডিজাইনের জন্য  : 

  • ন্যাটজুরা উডস
  • সেনজুরা স্টাইলস
  • প্রজেত্ত উড
  • ডার্ক ফরেস্ট

সেঞ্চুরি প্লাই ভিনিয়েরের ভিসুয়ালাইজার টুল

সেঞ্চুরি প্লাইয়ের ওয়েবসাইটে সেঞ্চুরি ভিনিয়ের্স ভিসুয়ালাইজার টুলে গিয়ে বিনামূল্যে আপনি আপনার বাড়ির জন্য বেস্ট ইন্টেরিয়র ডিজাইন পছন্দ করতে পারেন।এটি একটি অত্যন্ত দারুণ সুযোগ যেখানে আপনি আপনার বাড়ির ইন্টেরিয়রে একটা মেকওভার চাইছেন। ভালো করে দেখে শুনে সবচাইতে পছন্দের ডিজাইন ঠিক করে কিনে ফেলুন।সেঞ্চুরি ভিনিয়ের্সের এত সুন্দর ভিনিয়ের্সের মধ্যে আপনি ঠিক আপনার পছন্দের ডিজাইন পেয়ে যাবেন।

ইন্টেরিয়রকে নতুন সাজে লাবণ্যময় করা

পৃথিবীর শ্রেষ্ঠ হার্ডউড লগ থেকে ভিনিয়ের্স তৈরি হয় যা উচ্চমানের ন্যাচারাল ভিনিয়ের্স নির্মাণে ব্যবহার হয় যাতে অন্দরসাজের স্টাইলের বৈচিত্র আর লাবণ্য আনে।

যেহেতু এখন শ্রেষ্ঠ মানের ভিনিয়ের্স সম্পর্কে এবং তা কোথায় পাওয়া যায় এই সব  আপনি জেনে ফেলেছেন,তাই এখনই নতুন করে আপনার বাড়ি সাজিয়ে ফেলুন। সেঞ্চুরি প্লাই ই -শপে এসে সহজেই কেনাকাটা করে নিন। এখানে ক্লিক করুন :

https://centuryply.com/eshop

   

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *