গোলপার্কের দক্ষিণাপণে মৃগনয়নী আর উল্টোডাঙার কাছে উত্তরাপনে অবন্তীতে এম পি হ্যান্ডলুমের দুর্দান্ত শাড়ির ভান্ডার ছাড়াও আছে আইকনিক ডোকরা,টেরাকোটা হ্যান্ডিক্র্যাফ্টস এবং অক্সিডাইজড সিলভার জুয়েলারির নজরকাড়া কালেকশন।মধ্যপ্রদেশ সরকারের ঐতিহ্যশালী এম পি হ্যান্ডলুম প্রতিষ্ঠান হোলকার,সিন্ধিয়া ,মারাঠা এবং মুঘল রাজবংশের মনোমুগ্ধকর শিল্পকলার সঙ্গে স্থানীয় সুদক্ষ কারুশিল্পীদের হস্তশিল্প আর সংস্কৃতিকে সারা ভারতে প্রচার ও প্রসারে অভূতপূর্ব সাফল্য অর্জন করে চলেছে।
৪৫০০ বছরের প্রাচীন তাম্রযুগে সিন্ধুতীরে মহেঞ্জোদারোতে নাচের ভঙ্গিমায় একটি মেয়ের মূর্তি ডোকরা শিল্পের প্রাচীনতম নিদর্শন যার অন্যতম পীঠস্থান মধ্যপ্রদেশ।লাল সাদা মাটিকে মোম আর ধুনো দিয়ে তৈরি বিশেষ ধরণের সুতো দিয়ে তৈরি অন্দরসাজের জন্য অতুলনীয় অভিজাত নান্দনিক কিছু ডোকরার হদিশ রইল-
এখানে হাতির ওপরে বসা সঙ্গীতশিল্পীদের ডোকরা আর্ট। সাইজ -৫.৫ ইঞ্চি ওজন – ৯৬৫ গ্রাম।মূল্য- মূল্য-২৪৬৪ টাকা।
ব্রাশ মেটালের বুদ্ধ।সাইজ-৫.৫ ইঞ্চি,ওজন – ৮২০ গ্রাম।মূল্য-২৪০৮ টাকা।
দন্ডায়মান সিদ্ধিদাতা গণেশ।সাইজ -৭.৫ ইঞ্চি,ওজন ৫১০ গ্রাম।মূল্য-১৫৭২ টাকা।
এমন অতুলনীয় অপূর্ব অনুপম ডোকরা,টেরাকোটা হ্যান্ডিক্র্যাফ্টস,কাঁথা স্টিচ বেডকভার, চান্দেরি,মাহেশ্বরী,কটন সিল্কের বর্ণিল বৈচিত্রের মনোহারী এথনো কনটেম্পোরারি কালেকশন সংগ্রহ করতে চলে আসুন মৃগনয়নী দক্ষিণাপণ ও অবন্তী উত্তরাপনে।
বিশদে জানতে ক্লিক করুন – https://www.mrignayanikolkata.com/
শেয়ার করুন :