৫টি কিচেন ল্যামিনেটস ডিজাইন -

৫টি কিচেন ল্যামিনেটস ডিজাইন

গর্জাস গ্লস,প্যাস্টেল পারফেকশন, মনোক্রোম ম্যাডনেসের অভিজাত নান্দনিকতা।

কিচেনের সৌন্দর্য্য বাড়াতে চাইছেন ? তাহলে সেইজন্য একটাই মেটেরিয়াল আছে সেটা হল ডেকোরেটিভ ল্যামিনেটস। এর বিপুল সম্ভারের বিভিন্ন শেডস,টেক্সচার্স, ডিজাইন আর এতোরকমের দুর্দান্ত ফিনিশের জন্য ডেকোরেটিক ল্যামিনেটস হল আপনার সেই বন্ধু যে কিচেন ইন্টেরিয়র ডিজাইনকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে।

এখানে এমন ৫টি অভিনব ডেকোরেটিভ ল্যামিনেটস ডিজাইনের হদিশ রইল যা আপনার কিচেনকে নতুন আর  অপূর্ব সুন্দর করে সাজিয়ে তুলতে উৎসাহী ও উদ্বুদ্ধ করে তুলবে –

১) মনোক্রোম ম্যাডনেস-এটি তাদের জন্য যাদের পছন্দের স্টাইল পরিপাটি  এবং মার্জিত। একটি সাফ সুতরো কিন্তু আকর্ষণীয় চেহারার জন্য,আপনার কিচেনের কোণে মনোক্রম এফেক্ট তৈরি করতে একরঙের  শেডগুলির ডেকোরেটিভ  ল্যামিনেটস বেছে নিন।এরজন্য সবচেয়ে পছন্দসই হল সাদা কিচেন যা বজায় রাখা আর পরিষ্কার করা ঝামেলা আর সময়সাপেক্ষ মনে হলেও আপনি যখন সেঞ্চুরি ল্যামিনেটসের ডেকোরেটিভ ল্যামিনেটস বেছে নেন, তখন আপনাকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। এই ল্যামিনেটের স্কাফ রেজিস্টেন্স গুণের সৌজন্যে আপনার রান্নাঘরটি দীর্ঘ সময়ের জন্য নতুন আর নিস্কলঙ্ক থাকে।

২)প্যাস্টেল পারফেকশন-পিন্টারেস্ট বোর্ডসে আজকের নতুন ট্রেন্ড কটেজকোর ফ্লাডিং অর্থাৎ রূপকথার গ্রাম্য নিসর্গের নস্টালজিয়ায় আমাদের পছন্দ প্যাস্টেল লুকস যা অভিজাত নান্দনিকতায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।আপনার কিচেন ডেকরে একটি প্রচ্ছন্ন অথচ মার্জিত রূপমাধুর্যে প্যাস্টেল ল্যামিনেটস আদর্শ বিশেষত যখন সাদা এবং বেইজের সমাহার হয়। এর বাড়তি আকর্ষণ হল আপনার কিচেন কোণে এক অপার প্রশান্তি এনে আপনার রান্নার সময়কে উপভোগ্য করে তোলে।

৩ )ইন এবং ইয়াং-আজকের অত্যাধুনিক ডিজাইনের জন্য প্রাচ্যের ইন ইয়াং স্টাইল সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে।আপনার কিচেনের ইন্টেরিয়রের জন্য কন্ট্রাস্টিং কালার নবীন এবং উৎকর্ষের  নান্দনিকতা তৈরি করে অনন্য করে তুলবে।মিনিমালিস্টিক ওভারহেড লাইটিং যুক্ত ইন এবং ইয়াং নান্দনিকতা আপনার রান্নাঘরকে এমন রূপলাবণ্য আনবে যে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবেন।প্রাণোচ্ছল ডেকোরেটিভ ল্যামিনেটসের আশ্চর্য্য কালার ফাস্টনেস গুণাবলীর জন্য সেঞ্চুরি ল্যামিনেটস রেঞ্জের বর্ণিল বিভা কিচেনকে শো স্টপার করে তুলবে।

৪)উডেন ওয়ান্ডার-প্রকৃতিপ্রেমীদের সঠিক পছন্দের কারণ এই ডেকোরেটিভ ল্যামিনেটসের উডেন টেক্সচার।এর অভিজাত নান্দনিকতা আপনার কিচেন কোণে আশ্চর্য চমক আনে যা আবহমান এবং আপনার কিচেন প্রাণোচ্ছল করে তোলে। অ্যাকসেন্টেড ডেকোরেটিভ ল্যামিনেটস যুক্ত,কাঠের আশ্চর্য নান্দনিকতা আপনার রান্নাঘরে শুধুমাত্র তার অত্যাশ্চর্য সৌন্দর্য দেখার জন্য যেতে চাইবে আর এইজন্য আমরা আপনাকে নিষেধ করব না,কারণ আমরাও সম্ভবত তাই করব। তবে সাধারণ কাঠের মতো সেঞ্চুরি ল্যামিনেটসের ডেকরেটিভ ল্যামিনেটস আপনার লিভিং স্পেসে কোনও কীটপতঙ্গকে ধারে কাছে  ঘেঁষতে দেবে না কারণ সেগুলি বোরর এবং টারমাইট-প্রুফ এবং এছাড়াও ভাইরোকিল প্রযুক্তির সাথে আসে যা আপনার ইন্টেরিয়রকে স্বাস্থ্যকর রাখে।

৫) গর্জাস গ্লস- যারা তাদের লিভিং স্পেস অতুলনীয় চনমনে ও আকর্ষণীয় করে তুলতে চাইছেন তাদের জন্য হাই গ্লস ল্যামিনেটস তা সলিড কালার হোক বা টেক্সচার্ড হল সঠিক বাছাই।এর মিরর ফিনিশ মসৃণতার জন্য বাড়ির অন্য সব জায়গা ছেড়ে এই কিচেনের সৌন্দর্য্যের অমোঘ আকর্ষণ অতিথি অভ্যাগতদের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কিচেন ইন্টেরিয়রের ক্ষেত্রে হাই-গ্লস ল্যামিনেট সবচেয়ে পছন্দসই  এবং আপনি যখন সেঞ্চুরি ল্যামিনেটসের লুসিডা ল্যামিনেটসের মতো প্রিমিয়াম ল্যামিনেটস বেছে নেন তখন তার ফিনিশিং যে অনুপম অনন্য হবে তা বলাই বাহুল্য।

তাই দেরি না করে আপনার স্বপ্নের কিচেন ডেকরের জন্য সৃজনশীল হয়ে এমন করে সাজিয়ে তুলুন যা আপনার মার্জিত রুচির পরিচয় হয়ে ওঠে।লেটেস্ট টেকনোলজি সমৃদ্ধ শ্রেষ্ঠমানের ডেকোরেটিভ ল্যামিনেটসের জন্য সেঞ্চুরি ল্যামিনেটস বেছে নিন।

বিশদে জানতে ক্লিক করুন –  : https://www.centuryply.com/centurylaminates/


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *