৩টি বেস্ট বেডরুম ফার্ণিচার কালার আর টেকশ্চার ডিজাইন টিপস -

৩টি বেস্ট বেডরুম ফার্ণিচার কালার আর টেকশ্চার ডিজাইন টিপস 

ইন্টেরিয়রের সৌন্দর্য্য ১০ গুণ বাড়িয়ে তুলতে পারে।

শুরুতে

বাড়ি এমন একটি জায়গা যেখানে আপনি নিশ্চিন্ত আর আরামে থাকেন।আর বাড়ির সব জায়গার মধ্যে একমাত্র আপনার বেডরুমেই আপনি সবচাইতে আয়েশে থাকেন।তাই সবাই চায় একটা স্বপ্নের বেডরুম ডেকর আবহ যা আরামের ,স্বাভাবিক আর শান্তির।

আপনার বেডরুমকে মধুর ও নান্দনিক করে তুলতে এখানে ফার্ণিচার ডিজাইনের কিছু দুর্দান্ত টিপস নিয়ে হাজির হয়েছি আমরা। এছাড়া আমরা আলোচনা করব সেঞ্চুরি ল্যামিনেটসের দুর্দান্ত মানের ল্যামিনেটসের আর ইন্টেরিয়র ডিজাইনে  রং আর টেকশ্চারের গুরুত্বের কথা। তাহলে শুরু করা যাক।

৩টি অসাধারণ বেডরুম ফার্ণিচার ডিজাইন টিপস

আপনি কি জানেন রং আর সুন্দর টেকশ্চারের শক্তি এমন যে একটি ইন্টেরিয়রের সৌন্দর্য্য ১০ গুণ বাড়িয়ে তুলতে পারে ! এর মধ্যে কোনো বাস্তুশাস্ত্র নেই শুধু এমন কিছু সাজানোর কৌশল যাতে বেডরুম ডেকরে শান্তি আর সম্প্রীতির আবহ এনে দেয়।আপনার জন্য এমন কিছু কিছু আশ্চর্য সুন্দর বেডরুম ফার্ণিচার ডিজাইন:  

১) পরিপাটি বেডসাইড চেয়ার টেবল-এমন একটা ডিজাইনের চেয়ার টেবল পছন্দ করুন যার সঙ্গে আপনার ব্যক্তিত্ব মেলে।এর সৌন্দর্য্য বাড়িয়ে তুলতে টেকশ্চার্ড ল্যামিনেটস ব্যবহার করুন।এই মেটেরিয়ালের নান্দনিক অনুপম বাহার  টেবলটপস আর চেয়ার ব্যাকরেস্টে জাদুর ছোঁয়া লাগায়। আপনার পছন্দের রঙের এই টেবিলে  সকালের কফি খাওয়ার মজাই আলাদা।   

২) মনোরম বেড ডিজাইন– বেডরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিছানা সেটা বলার অপেক্ষা রাখে না।দুর্দান্ত ডেকোরেটিভ বেড প্যানেলের কল্যাণে আপনি বেডরুম ডেকরের সব জিনিস ম্যাচ করে নানা রঙে রাঙিয়ে তুলতে পারেন।এছাড়া বেডের উডওয়ার্কের সৌন্দর্য্যবৃদ্ধির  জন্য ল্যামিনেটসের ওপর আস্থা রাখতে পারেন। আপনি জেনে খুশি হবেন যে সেঞ্চুরি ল্যামিনেটসে ৫০ এর ওপর দুর্দান্ত শেডস আছে যা থেকে আপনি পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।  

৩) ড্রেসিং এরিয়া আর কাবার্ড – ভারতের বাড়িগুলিতে বেডরুমে ড্রেসিং টেবল থাকেই এটা জানা কথা।কিন্তু যদি আপনি সবার মধ্যে  না পড়েন তাহলেও আপনার বেডরুমে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র রাখার জন্য কাবার্ড তো নিশ্চয়ই থাকে তাই না ? আসল বিষয় হল এই সব বেডরুম ফার্ণিচারের ওপরে একটি দারুণ নান্দনিক ল্যামিনেট লেয়ার লাগালে আপনার স্পেসকে চমৎকার জমকালো দেখাবে তাই এটা করে দেখতেই হয়।     

বিস্ময়কর ডেকোরেটিভ ল্যামিনেটস

আপনি আশ্চর্য হয়ে যাবেন জেনে যে বছরে কতটা সময় আপনি শুধু বেডরুমে কাটান।আপনার ঘুমের শিডিউল যাই হোক না কেন, যখন আপনি বাড়িতে থাকেন আর কাজ করছেন না এই সময়ের একটা বড় অংশ আপনি বেডরুমেই কাটান।গবেষণায় দেখা গেছে সময়টা দিনে ৬.৮ ঘন্টা অর্থাৎ বছরে ২৪৮২ ঘন্টা।  

সেক্ষেত্রে সেঞ্চুরি ল্যামিনেটসের মতন বেস্ট ল্যামিনেটসে খরচ করাটাই বুদ্ধিমানের কাজ।বিছানা পরিপাটি আর সুন্দর হলে ঘুম শান্তির আর নিবিড় হয় এটা প্রমাণিত।তাই ডেকোরেটিভ ল্যামিনেটসে খরচ না করার কোনো কারণ আছে কি ?সেঞ্চুরি ল্যামিনেটসের অভিনব নতুন ডিজাইনের উপকারিতা আর বৈশিষ্টগুলি হল :

ভাইরোকিল প্রটেকশন –এই সেলফ ডক্টরিং সারফেসে আছে  অ্যান্টি মাইক্রোবাল,অ্যান্টি ভাইরাল,অ্যান্টি ফাঙ্গাল উপাদান। এই কারণে আপনার স্পেস পরিষ্কার আর সুন্দর দেখতে লাগে।

বয়েলিং ওয়াটার রেসিস্টেন্স -ভারতের মতন আদ্র আবহাওয়াতে এই ল্যামিনেটস তাদের হাই টেম্পারেচার আর হিউমিডিটি রেসিটেন্স করার ক্ষমতাশালী বলে অত্যন্ত উপযুক্ত।   

বোরার ও টার্মাইট রেসিস্টেন্স -সেঞ্চুরি ল্যামিনেটসে একটা স্পেশাল রেজিন কোটিং সুরক্ষা থাকায় যা বোরার আর টার্মাইট অর্থাৎ ঘুণ আর উইপোকা প্রতিরোধী যা এই লেয়ার ভেদ করতে পারে না।

কালার ফাস্টনেস- সেঞ্চুরি ল্যামিনেটসে অনন্য ওভারলে টিস্যু লেয়ার থাকায় ল্যামিনেটস সারফেসে আশ্চর্য কালার পিগমেন্ট আর উৎকর্ষ আনে।

৭ বছরের ওয়ারেন্টি –সেঞ্চুরি ল্যামিনেটসের গুনমানে আছে ৭ বছরের ওয়ারেন্টি তাই আপনি বহু বছর ধরে এই দুর্দান্ত সুন্দর ইন্টেরিয়রে নিশ্চিন্ত থাকতে পারেন।

সংক্ষেপে

এই চমৎকার জমকালো বেডরুম ডেকর মেটেরিয়ালে আপনি পাবেন প্রাণপ্রাচুর্য,শান্তি আর আরাম। তাই দেরি করছেন কেন? সেঞ্চুরি প্লাই ই- শপে গিয়ে পছন্দের মেটেরিয়াল ডোরস্টেপ ডেলিভারির জন্য ক্লিক করুন :  https://www.centuryply.com/eshop

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *