এখনও ৮ থেকে ৮০ ওনার ফ্যান ফলোইং।মুম্বাইয়ে লকডাউনে কদিন বিশ্রামের পর এই ফ্যাব ফ্যাশনেবল ব্লু হুডি ব্লু আর রেড স্ট্রাইপ স্মার্ট ট্র্যাক আর ব্লু বিয়ানি আউটফিটে বেরোনোর ছবি পোস্ট করতেই কমেন্টে উচ্ছাসের বন্যা।আর তাতে যোগ দিলেন দাদা সৌরভ গাঙ্গুলি।কিছুদিন আগে সৌরভের কোভিডের খবরে হসপিটালে খোঁজ নিয়েছিলেন উনি।এই পোস্টের কমেন্টে সৌরভ লিখেছেন,’The Boss is out …age is just a number for him .’ প্রত্যুত্তরে উনি কমেন্ট করেছেন,’Got to get going, idle for too long,সঙ্গে হাসির ইমোজি।
বিগ বির আগামী প্রজেক্টগুলোর মধ্যে আছে ,অজয় দেবগনের প্রযোজনা ও পরিচালনায় ‘রানওয়ে থার্টি ফোর’,রণবীর আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’,দীপিকা পাডুকোনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’,নাগরাজ মনজুলের নির্দেশনায় ‘ঝুন্ড’,বরুন ধাওয়ান,জাহ্নবী কাপুরের ‘রণভূমি’,সুরাজ বারজাতিয়ার ‘উঁচাই’ যার জন্য সাগ্রহে অপেক্ষা দর্শককূলের।
শেয়ার করুন :