Sabyasachiসব্যসাচীর ওয়েডিং ফ্যাশন -

ছবি-প্রিয়া খান্না ইন্সটা

Sabyasachiসব্যসাচীর ওয়েডিং ফ্যাশন

শুরুর দিনগুলো,সেলেব ওয়েডিং ,ঐতিহ্য আর আধুনিক ফ্যাশন নিয়ে অকপটে…

ইন্ডিয়ান ফ্যাশন ইন্ডাস্ট্রির’রেট্রো রিভাইটালিস্ট’ শিরোপায় একমেবাদ্বিতীয়ম সব্যসাচী মুখার্জি,যিনি যে বিয়ের ফ্যাশনের ভার নেন তাকে Sabya Wedding ‘সব্য ওয়েডিং’ বলা হয়ে থাকে এমনই তার মহিমা।গত ২০ বছর ধরে তার ফ্যাশনের রূপরেখার টার্নওভার ২৭১ কোটি।ইন্ডিয়ান ওয়েডিং ইন্ডাস্ট্রিতে তার বিয়ের ফ্যাশনকে Gold Standard Wedding ‘গোল্ড স্ট্যান্ডার্ড ওয়েডিং’ আখ্যা দেওয়া হয়।    

ছবি-এরিকোস অ্যানড্রিও

 সব্যসাচীর ট্র্যাডিশনাল আর মডার্ন ফ্যাশনের স্বকীয় মেলবন্ধনের বিষয় নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে  বলেছেন,’আমি যখন প্রথমে এই ওয়েডিং ডিজাইনে আসি তখন লক্ষ্য করেছিলাম সবই কেমন আলাদা আর খাপছাড়া।শুধু বর কনের সাজ ছাড়াও বাকি সমস্ত বিষয়ের সঙ্গে যেখানেও সৌন্দর্যের রুচির স্বকীয়তা থাকার কথা সেটা ছিলনা।আমি চেষ্টা করেছি যে পুরো বিয়ের বিউটিফিকেশন,ফ্যাশন আর স্টাইলিংয়ের একটা ৩৬০ ডিগ্রি মেলবন্ধন।বর,বধূ,তাদের আত্মীয়স্বজন,বিয়ের ভেন্যু ডেকোরেশন,ফুল এমন সব আনুসাঙ্গিক বিষয়।তখন থেকেই তাঁতিদের,ফুলসজ্জা, ডেকোরেশন,এমনকি পরিবেশনের দায়িত্বে যারা তাদের সাজ পোশাককে একসূত্রে গেঁথে নেওয়ার পরিকল্পনা করি’।

ছবি-এরিকোস অ্যানড্রিও

এখন এই প্রবল জনপ্রিয়তার খেসারত হিসেবে প্রচুর সব্যসাচী কপি অর্থাৎ নকল কমদামি সব্যসাচী প্রভাবে আশঙ্কিত কিনা তার প্রত্যুত্তরে দৃপ্ত কণ্ঠে জানান যে  ‘এটা না হলেই খারাপ লাগত কারণ আমি এই ওয়েডিং ফ্যাশন স্টাইলিংয়ে ট্র্যাডিশনাল আর মডার্নের মেলবন্ধনের একটা আলাদা ভাষা সৃষ্টি করতে পেরেছি যেটা বিশাল জনপ্রিয় হয়েছে আর সেটা কপি মার্কেটে যে জনপ্রিয় হবে এটা তো স্বাভাবিক।’

ছবি-জোসেফ রাধিক

সব্যসাচীর সঙ্গে কথোপকথনে Big Bollywood Wedding বিগ বলিউড ওয়েডিং প্রসঙ্গ উঠবেনা এটা হতেই পারেনা। Priyanka-Nickপ্রিয়াঙ্কা -নিক,Deepika-Ranveer দীপিকা-রণবীর,অধুনা Vicky-Katrina ক্যাটরিনা-ভিকির বিয়ের ফ্যাশন নিয়ে বললেন.’আমার ধারণা এরা সবাই সনাতনী ভারতীয় ঐতিহ্য অনুযায়ী বিয়েতে উৎসাহী আর আমার ‘ইন্ডিয়ান অথেন্টিসিটি’ নিয়ে অভিজ্ঞতার কারণে এনারা আমার সঙ্গে স্বচ্ছন্দ থাকেন।আমার লক্ষ্য থাকে অতীত আর আধুনিকতার সমন্বয়ের।আর একটা বিষয় মাথায় রাখি তা হল আপনি কত বড় সেলেব্রিটি তার চেয়েও অনেক বড় ভারতীয় সনাতনী সংস্কৃতির রূপরেখা।                      

ভবিষ্যৎ এক্সপ্যানশান পরিকল্পনা নিয়ে বললেন,’নিশ্চয়ই ইচ্ছে আছে বিভিন্ন দেশে আমার ফ্যাশন ব্রান্ডকে নিয়ে যাওয়ার কিন্তু শর্ত হল নিজের ফ্যাশন সেন্সকে অবিকৃত রেখে .অর্থাৎ স্বকীয়তা বজায় রেখে কারণ আলাদা আলাদা দেশের রুচি অনুযায়ী স্বকীয়তা বিসর্জন দিতে পারব না’।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *