কিচেন ইন্টেরিয়র ডেকরে লুসিডা সবচাইতে ভালো কেন জানেন? -

কিচেন ইন্টেরিয়র ডেকরে লুসিডা সবচাইতে ভালো কেন জানেন?

থিকনেস.গ্লসি ফিনিশ, স্টাইলিশ, টেকসই , শক্তিশালী আরো বহুগুণ সমৃদ্ধ।

ভূমিকা

আমাদের জীবনের সঙ্গে বাড়ির যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক ঠিক তেমনি খাবারের সঙ্গে কিচেনের সম্বন্ধ।কিন্তু আপনি কি এখনও কিচেন ডেকোরে বিনিয়োগ করেছেন ?সাম্প্রতিক চর্চা অনুসারে ব্যয়বহুল রিনোভেশনের চেয়ে কিচেন রিমডেল করা অনেক সাশ্রয়ী।কিন্তু মুশকিল হল অনেকে  এই বিষয়কে কোনো গুরুত্ব দেয় না কারণ মনে করা হয় এতে অনেক খরচ হবে কিন্তু আসলে কিন্তু এই ধারণা ঠিক নয়।

এই নিবন্ধে আমরা বুঝিয়ে বলব কত সহজ বদলে আপনার কিচেন প্রাণোচ্ছল হয়ে উঠতে পারে যার একটি হল সেঞ্চুরি ল্যামিনেটসের লুসিডা কিচেন ল্যামিনেট ব্যবহার করা।

কিচেন: আপনার বাড়ির হৃদয়

একজন ভারতীয় হিসেবে আপনি নিশ্চয়ই একমত যে আমাদের রান্না কত বিচিত্র ও বিভিন্ন রকম আর বাড়িতে হোক বা বাইরের যে কোনো ছোট,বড় অনুষ্ঠানে খাবার একটি প্রধান অঙ্গ।ঠিক বলছি তো?  

সেইজন্য নিঃসন্দেহে এই কারণে কিচেনকে আমাদের বাড়ির হৃদয় বলা হয়।কিন্তু আপনি কি কিচেনে সঠিক ইনভেস্ট করেছেন? খুব সম্ভবত না।মডিউলার কিচেন একটা নতুন ধারণা যা আজকের দিনে স্বীকৃত কিন্তু এটা আজ থেকে এক যুগ আগেও তেমন প্রচলিত ছিল না।

কিচেনের স্বাদ বাড়ান

ঠিক যেমন আপনার কিচেন খাবারের স্বাদ বাড়ায় ঠিক তেমনভাবে আপনি লুসিডা ল্যামিনেটস দিয়ে আপনার কিচেনের রুচিমাধুর্য বাড়িয়ে তুলতে পারেন যা মুহূর্তের মধ্যে আপনার কিচেন স্পেসকে  অনেক বেশি সাজিয়ে সুন্দর করে তুলবে।

আবার সঠিক জায়গায় কিচেন ল্যামিনেটস প্লেস করলে পুরো জায়গাটাকে আরো বড় দেখতে লাগে।সেদিক থেকে দেখলে ল্যামিনেটস পছন্দ করার জন্য কিচেনের স্পেস খুব বড় হওয়াও জরুরি নয়।

কেন লুসিডা ল্যামিনেট ?কেন নয় ?

সেঞ্চুরি ল্যামিনেট ক্যাটাগরিতে অনেক দুর্দান্ত অসামান্য আছে।তাই সেঞ্চুরি ল্যামিনেটসের লুসিডা রেঞ্জের ল্যামিনেটস কেন ভাবছেন ?তাহলে লুসিডা ল্যামিনেটস শিটের বৈশিষ্টের দিকে নজর দেওয়া যাক।

➔ ১ এম এম থিকনেস ল্যামিনেটস

এই ১ এম এম ল্যামিনেটস কিচেনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়।নিখুঁত সমৃদ্ধশালী ইন্টেরিয়রের জন্য একে খুব যত্নে বাছাই করা হয়।

➔ গ্লসি ফিনিশ ল্যামিনেটস

এই ল্যামিনেটসের বৈশিষ্ট এর মিরর ফিনিশ যা একে একটা প্রিমিয়াম রুপটান দেয় যা অনন্য। কিচেনের জন্য আদর্শ এই গ্লসি লুসিডা ল্যামিনেটস:

  • স্টাইলিশ
  • টেকসই 

➔ অত্যন্ত শক্তিশালী প্রতিরোধী ল্যামিনেটস

লুসিডা ল্যামিনেটস আপনার সমস্ত ইন্টেরিয়রের ডেকোরেশনের জন্য আদর্শ সঙ্গী।এরা অত্যন্ত প্রতিরোধী:

  • জল 
  • ঘষা
  • দাগ
  • ছড়ে যাওয়া   
  • তাপ

লুসিডার অদ্বিতীয় বৈশিষ্ট

লুসিডা ল্যামিনেটস আজকাল বাজারে উপলব্ধ অন্যান্য ল্যামিনেটসের চেয়ে অনেক বেশি গুণমান     অফার করে।এই ল্যামিনেটসের বেস্ট ফিচারগুলো দেখে নেওয়া যাক :

➔ অতিমাত্রায় হিট রেসিস্টেন্স

কিচেন ল্যামিনেটের সবচেয়ে প্রধান বৈশিষ্ট হওয়া উচিত হিট রেসিস্টেন্স।কিচেনে বেশিরভাগ সময় সবাইকে তাপের সংস্পর্শে আসতে হবে এটা অনস্বীকার্য।তাই লুসিডা ল্যামিনেটস BIS মান অনুযায়ী ১৮০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহজেই প্রতিরোধ করতে পারে।

➔ কালার ফাস্টনেস :

কিছু সময়ের পর আমাদের কিচেন ক্যাবিনেট নিস্তেজ আর মলিন হয়ে যায়।এটা ড্রয়ার আর শেল্ফের বেশি ব্যবহারের কারণে হয়ে থাকে।রোজকারের ব্যবহারের ধকলে রং ফ্যাকাশে হয়ে যায়।কিন্তু লুসিডা ল্যামিনেটসে হয়না কারণ আপনার কিচেনে এর অবিশ্বাস্য রঙের উজ্বলতা বজায়  রাখার দৃঢ়তা আর সেইজন্য বহুদিন ধরে এক্দম নতুনের মতন ঝকমকে রাখে।

➔ ওয়াটার রেসিস্টেন্স :

আমরা জানি যে কিচেন এমন একটা জায়গা যেখানে বাসনপত্র পরিষ্কার করা এবং রান্না করা হয়।তাই হাই গ্লস লুসিডা ল্যামিনেটস ওয়াটার রেসিস্টেন্ট আর জলের ঝাপটাতে কোনো ক্ষতি হয়না।পরিষ্কারের পরে আবার  গ্লসি শাইন ফিরে আসে যাতে কিচেন একদম ঝকঝকে পরিষ্কার থাকে।

➔স্কাফ রেসিস্টেন্স :

এই সেঞ্চুরি হাই গ্লস লুসিডা ল্যামিনেটস স্কাফ রেসিস্টেন্ট।সেই কারণে দাগ,ঘষা থেকে আপনার ইন্টেরিয়র রক্ষা পেয়ে দীর্ঘদিন নতুনের মতন দেখতে থাকে।

এবারে কিচেন নিয়ে চিন্তা ভাবনা শুরু করলেন?

তাহলে কিচেনের ডেকর নিয়ে কিছু করার কথা ভাবছেন।ঠিক আছে তাহলে পাকাপাকি কথা হয়ে যাক।আপনি সেঞ্চুরি প্লাইয়ের ই – শপে চলে গিয়ে নিজে সব প্রোডাক্ট চেক করে নিন।বিভিন্ন দামের ল্যামিনেটের কারণ থিকনেস আর অন্য অনেক ধরণের পছন্দমতোন বেছে নেওয়ার সুবিধে আছে। এছাড়া আমাদের সাইটে ‘কম্পেয়ার নাউ’ ফিচারের সাহায্যে আপনি বিভিন্ন ল্যামিনেট পাশাপাশি রেখে তুলনা করে নিতে পারেন।এছাড়া আরো একটা বিশাল সুবিধে হল অন্য অনলাইন শপিংয়ের মতন আপনি এর ডেলিভারিও আপনার বাড়িতেই পেয়ে যাবেন।সত্যিই দারুণ তাই না ?

আসল কথা হল

যখন আপনি আপনার বাড়ির ইন্টেরিয়রের জন্য সবচেয়ে ভালো স্টাইল পছন্দ করছেন সেখানে সেই একই ডিসিশন কিচেনের বেলায় নিচ্ছেন না কেন?আরে এটাও তো বাড়ির একটা গুরুত্বপূর্ণ জায়গা।লুসিডা ল্যামিনেটসের সৌজন্যে আপনি শুধু একটা নয় অনেক অনেক কারণ পাবেন আপনার কিচেনকে রাঙিয়ে তুলে প্রাণচঞ্চল করে তুলতে, তাহলে আর দেরি কিসের ?

এই লিঙ্কে ক্লিক করুন –https://www.centuryply.com/eshop/

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *