‘অনুভূতি’,’জাগরণ’ বই পর্যালোচনা -

‘অনুভূতি’,’জাগরণ’ বই পর্যালোচনা

স্বামী বিবেকানন্দের বাণী আর বিশ্বখ্যাত ইংরেজি কবিতার বঙ্গানুবাদ।

রৌরকেল্লা স্টিল প্ল্যান্টের ভূতপূর্ব জেনারেল ম্যানেজার শ্রী উৎপল কুমার সরকারের সদ্য প্রকাশিত দুটি বই ‘অনুভূতি’ এবং ‘জাগরণ’।

শিবপুর বি ই ইঞ্জিনিয়ারিং কলেজে (৭২-৭৭) পড়াশোনার সময় থেকেই লিমেরিক আর কবিতা লেখার শখ ছিল।কার্যসূত্রে সে সব থেকে অনেক দূরের কঠিন বাস্তব জগতে ব্লাস্ট ফার্নেস আর কোক ওভেন সেই সৃষ্টিশীলতা থেকে দূরে রাখলেও মনের গভীরে লেখালেখির উৎসাহ,উদ্যম প্রোথিত ছিল।ভয়ঙ্কর অতিমারীতে লকডাউনের সময় উৎপলবাবু ‘অনুভূতি’ ও ‘জাগরণ’ দুটি বই লিখে  অসামান্য তাৎপর্যপূর্ণ কাজ করেছেন।

‘জাগরণ’ স্বামী বিবেকানন্দের ইংরেজি বাণীর বাংলা অনুবাদ।এতে শিকাগোর বিশ্বখ্যাত বক্তৃতা,থটস অফ পাওয়ার,লিবার্টি অফ আমেরিকা,পাওয়ার অফ মাইন্ডের মতন সারাজীবন পাথেয় করে চলার বাণীর বঙ্গানুবাদ যা সব প্রজন্মের বাঙালির জন্য আজকের সময়ে খুব জরুরি।বেলুড় মঠের লাইব্রেরিতে এই বইটির ঠাঁই পাওয়া তার অপরিসীম গুরুত্বের স্বাক্ষর।স্বামী বিবেকানন্দের বাণীর অমোঘ প্রভাব আপামর বাঙালির জীবনে যে চেতনা,কর্তব্যপরায়ণতা এবং চারিত্রিক দৃঢ়তা জারিত করে চলেছে সেই বিষয়ে এই বইটির অবদান অনস্বীকার্য। আজকের হিংসায় উন্মত্ত পৃথিবীতে এই   একটি  বঙ্গানুবাদ কতটা প্রাসঙ্গিক তা সহজেই অনুমেয় –

Do not hate anybody,because that hatred which comes out from you must,in the long run,come back to you.If you love,that love will come back to you,completing the circle.

ঘৃণা দ্বেষ তার নেই অশেষ,করো না কারে অপমান

একদিন নিশ্চই প্রতিঘাতে আসবে ফিরে হবে হতে ম্রিয়মান

আর যদি ভালোবাসো,জেন দুর্জয় রথে ভালোবাসা বিলিয়ে সবে

সম্পৃক্তির বৃত্তে তোমার কাছে উপনীত হবে।

অ্যামাজন  থেকে বইটি অনলাইনে সংগ্রহ করার লিঙ্ক –

‘অনুভূতি‘ বিশ্বের শ্রেষ্ঠ কবিদের কিছু অবিস্মরণীয় কবিতা আর গানের বঙ্গানুবাদ।এখানে লেখক নিজের কোথায় বলেছেন কবিতার অনুবাদ অত্যন্ত দুরহ একটি কাজ কারণে এখানে ভাষার অনুবাদের সঙ্গে মূল ভাব অক্ষুণ্ণ রাখা আবশ্যিক তাই কাজটি কঠিন।বিশ্বখ্যাত অনুপম অনন্য এই কবিতা সংকলনের বঙ্গানুবাদ একটি অত্যন্ত উল্লেখযোগ্য সৃষ্টি । আমেরিকার সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ও প্রতিবাদী কবি মায়া অ্যান্জেল্যুর বিখ্যাত কবিতা ‘স্টিল আই রাইজ’ অনুবাদের অংশ-

…You may write me down in history

   With your bitter twisted lies,

   You may trod me in the very dirt

   But still,like dust,I’ll rise..

..তোমার নির্মম ক্রূরতা নিয়ে

অসত্য ভাষণে পারো লিখতে

আমার বিকৃত প্রতিলিপি

ইতিহাসের পাতায়

পুতিময় দুর্গন্ধ পরিবেশে

ঠেলে দিলেও,দাঁড়াব উঠে

যেমন ধুলো ওড়ে

উচ্চতা ছোঁয়ার আশায়..

অ্যামাজন  থেকে বইটি অনলাইনে সংগ্রহ করার লিঙ্ক –

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *