মাছের কচুরি -

মাছের কচুরি

উপকরণ – ( ১০ টা কচুরির জন্য)  

১ কাপ ময়দা, ১৫০ গ্রাম মাছের পুর ,হলুদ -১ চামচ ,পেঁয়াজ কুচি- হাফ কাপ,অদা বাটা -১ চামচ,লঙ্কা কুচি -৪/৫ টা ,মশলা (লঙ্কাগুঁড়ো ১ চামচ,জিরে গুঁড়ো -১ চামচ ,গরমমশলা -১ চামচ,আমচুর -১ চামচ বেসন /ময়দা- ১/২ চামচ, সর্ষের তেল -২ চামচ ,রিফাইন্ড তেল -১৫০/২০০ গ্রাম, গরম জল 

প্রণালী –

ময়দায় নুন আর একটু তেল দিয়ে মাখুন। একটু করে জল,ময়দা দিয়ে মাখতে থাকুন । ভালো করে মাখার পর সরিয়ে ঢাকা দিয়ে রাখুন টো মিনিট ।

এর পর মাছ সেদ্ধ করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখুন ।  

ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে  আগে আদা সতে করে নিন, তারপর পেঁয়াজকুচি ছেড়ে দিয়ে ট্রান্সুলেন্ট থাকা অবধি ৩/৪ মিনিট ভেজে তাতে সেদ্ধমাছ দিয়ে ২/৩ মিনিট ভাজার পর সব বাকি মশলা এতে দিয়ে একটু বেসন ছড়িয়ে তুলে নিন ।  

ঠান্ডা হওয়ার পর  এবার ময়দা নিয়ে একটা পাতিলেবুর সাইজের লেচি বানিয়ে তার মধ্যে এই মাছের মশলা মাখানো পুর দিয়ে তাকে গোল করে আবার খুব হাল্কা করে বেলুন ।  

এর পর  ফ্রাইপ্যান বা কড়ায় তেল গরম করে ভেজে ফেলুন। টিস্যু পেপারের ওপর রেখে তেল ঝরিয়ে ফেলুন.। ব্যাস ,গরম গরম মাছের কচুরি রেডি।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *