ছোট জায়গা ভালো ভিনিয়ের ডিজাইনে কত দুর্দান্ত দেখায় জানেন ? -

ছোট জায়গা ভালো ভিনিয়ের ডিজাইনে কত দুর্দান্ত দেখায় জানেন ? 

রং,স্টাইল ,টেকশ্চার আর ডিজাইনের বিপুল বৈচিত্রে পূর্ণ।

ভারতশ্রেষ্ঠ সেঞ্চুরি প্লাইয়ের অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার টিপস-

অল্প কথায় সম্পূর্ণ ব্যাখ্যা করা ,এই আপাত দুই আলাদা জগৎ যদি একসঙ্গে কোনো মেটেরিয়ালে মিশে যায় সেটা হল ভিনিয়ের্স। এর চমৎকার ফিনিশ আর ডিজাইন যা নজড়কাড়া,ভিনিয়ের্স আপনার বাড়ির ইন্টেরিয়রে ছোট্ট জায়গাকেও অন্যন্য সৌন্দর্য্যের উচ্চতায় সমৃদ্ধ করে তোলে।

আপনি যদি অবাক হয়ে জানতে জানতে চান এই ভিনিয়ের্স জিনিসটি কি,তাহলে অস্থির হবেন না,বিষয়টি বুঝিয়ে বলছি। ভিনিয়ের্স হল একটা শিট যা আলট্রা থিন স্লাইস উড থেকে তৈরি করা হয়।এই শিটসগুলি প্লাইউড অথবা সেই একই ধরণের মেটিরিয়ালের সঙ্গে গ্লু দিয়ে জোড়া হয়।

যেহেতু এই শিটস প্রাকৃতিক উপাদান দিয়ে সৃষ্টি করা হয় সেই কারণে কখনো দুটো ভিনিয়ের বোর্ড একদম একরকম দেখতে হয় না আর কাঠের ন্যাচারাল গ্রেনস অর্থাৎ স্বাভাবিক আঁশ -বিন্যাস লক্ষ্য করা যায়।এর পর ভিনিয়েরকে পালিশ করে সলিড উডের চেহারায় আনা হয়।

মোটের ওপর দু ধরণের ভিনিয়ের্স পাওয়া যায়।যেমন :

১) ন্যাচারাল ভিনিয়ের্স :নামেই বোঝা যাচ্ছে ন্যাচারাল ভিনিয়ের্স একটা পাতলা কাঠের স্লাইস থেকে তৈরি করা হয় যেখানে ডিজাইন প্রাকৃতিক ভাবেই হয়ে থাকে।সেই কারণে ভিনিয়েরের ডিজাইনের গড়ন কিছুটা একরকম হলেও একেবারে একে অন্যের মতন হুবহু এক হয় না।এই ভিনিয়ের একটুকরো প্রকৃতিকে আপনার লিভিং স্পেসে আনার পক্ষে আদর্শ,একটা উচ্চশ্রেণীর আবহ যা একসঙ্গে রুচি মাধুর্য এবং চমকপ্রদ।

২) রিকনস্টিটিউটেড ভিনিয়ের্স :এই ভিনিয়ের্সও পাতলা কাঠের স্লাইস থেকে তৈরি ,তবে এর উডেন স্লাইসে ডিজাইন আর প্যাটার্ন তৈরিতে নানা টেকনিকের সাহায্য নেওয়া হয় যেমন ডাইং,লেসার টেকনোলজি প্রভৃতি।সেই কারণে একটি  রিকন্সটি টিউটেড ভিনিয়ের্সের ডিজাইনের সঙ্গে অন্যটির হুবহু মিল পাওয়া যায়।আজকের মডার্ন আর ট্রেন্ডসেটিং ইন্টেরিয়র ডিজাইনের জন্য রিকনস্টিটিউটেড ভিনিয়ের্স শ্রেয়।

আপনার যেমন মনের মতন পছন্দ,ভিনিয়ের্সের সাহায্যে আপনি আপনার স্বপ্নের ইন্টেরিয়রে  সাজিয়ে বাড়ির নান্দনিক আভিজাত্য ও মাধুর্য অনন্য মাত্রায় নিয়ে যাবেন।প্রিমিয়াম কোয়ালিটি ভিনিয়ের্সের জন্য দেশের সবচেয়ে নির্ভরযোগ্য সেঞ্চুরি ভিনিয়ের্সের ওপরই আস্থা রাখুন।বিস্ময়কর এবং প্রশংসনীয় দুর্দান্ত টেকশ্চার ,আশ্চর্য সুন্দর প্যাটার্নের রেঞ্জ,সেঞ্চুরি ভিনিয়ের্স দৃষ্টিনন্দন, হৃদয়স্পর্শী এবং একইসঙ্গে যুগান্তকারী টেকনোলজি সমৃদ্ধ।

এই ভিনিয়ের্সের উল্লেখযোগ্য বৈশিষ্টগুলি :
বয়েলিং ওয়াটার রেসিস্টেন্ট :ভারতে বয়েলিং ওয়াটারপ্রুফ ভিনিয়ের্সে সেঞ্চুরি ভিনিয়ের্স পথিকৃৎ এবং অগ্রণী। বাজারে অন্যান্য ভিনিয়ের্সের তুলনায় এই ভিনিয়ের্স ওয়াটার আর ময়েশ্চার রেসিস্টেন্ট তাই আপনার ইন্টেরিয়রে জলের সংস্পর্শে এসে ফুলে ওঠে না বা দুমড়ে মুচড়ে যায় না।এটি ছোট ঘর অথবা ঘরের কোণের জন্য আদর্শ আর অন্যান্য কাঠের ফার্ণিচার যা ময়েশ্চারের কারণে ফুলে ওঠে সেই তুলনায়  ঘরের স্ট্রাকচারাল ইন্টেগ্রিটি বজায় রাখে।

বোরার অ্যান্ড টার্মাইট প্রুফ :বোরার অ্যান্ড টার্মাইট প্রুফ ভিনিয়ের্সে অগ্রণী,সেঞ্চুরি ভিনিয়ের্সে নির্মিত সব ভিনিয়ের্স শুধু লিভিং স্পেসের সৌন্দর্যবৃদ্ধি করে না,ইন্টেরিয়রের ভেতরের বিরক্তিকর পোকামাকড়ের সঙ্গে যুদ্ধ করে তাদের নিকেশ করে। সেই কারণে সেঞ্চুরি ভিনিয়ের্স ব্যবহার করলে ইন্টেরিয়রের  সুরক্ষা আর স্বাস্থ্যবিধি সম্পর্কে নিশ্চিন্ত হতে পারেন।

বিপুল বৈচিত্র :রং,স্টাইল ,টেকশ্চার আর ডিজাইনের বিপুল বৈচিত্রে পূর্ণ,সেঞ্চুরি ভিনিয়ের্স আপনাকে আপনার স্বপ্নের ইন্টেরিয়রের জন্য যা যা চেয়ে এসেছেন তার পছন্দের উপাদান এনে হাজির করেছে। ন্যাচারাল এবং রিকনস্টিটিউটেড দু ধরণের ভিনিয়র্সে উপলব্ধ,এই পুরস্কার জিতে নেওয়া ভিনিয়ের্স বহু দুর্দান্ত সুন্দর বাড়ির অন্দরসাজ সমৃদ্ধ করেছে তাই এর বিপুল সম্ভার আপনার ইন্টেরিয়রের স্বপ্নের সৃজন ও সৃষ্টিশীলতায় উৎসাহ বাড়িয়ে তুলবে।

সেঞ্চুরি প্লাইয়ের ভিনিয়ের্স শিটস ন্যাটজুরা উডস,সেনজুরা স্টাইলস,প্রজেত্ত উড আর ডার্ক ফরেস্ট ভ্যারাইটিতে পাওয়া যায়,বাড়ির যে কোনো জায়গার মেকওভারে এই আকর্ষণীয় রেঞ্জের মধ্যেই  আপনার নান্দনিক রুচির পছন্দসই ভিনিয়ের্স পেয়ে যাবেন।এই বিষয়ে আরও বিশদে জানতে :

https://www.centuryply.com/centuryveneers/




শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *