আনন্দ বসন্ত সমাগমে এই মধুমাসে ভ্যালেন্টাইন প্রেমের উৎসব,যেখানে ভালোবাসা সোচ্চারে না হলেও নিবিড় নীরব ইশারা ইঙ্গিতে সতেজ,সপ্রতিভ হয়। সেনকো গোল্ডের এই এক্সপ্রেশন অফ লাভ ক্যাম্পেনে এবারের নিবেদন আইস কিউব কালেকশন- যেখানে প্রিন্সেস কাট সলিটেয়ার অনুপম নৈপুণ্য আর কারুশিল্পের অনন্য সম্ভার।এই প্রেমের সময় সেই সম্ভারের কিছু ঝলক :

রেয়ার স্প্লেন্ডার ডায়মন্ড রিং : এই ০.২২ ক্যারেট প্রিন্সেস কাট ডায়মন্ড রিং সংযত লাবণ্যের ও চিরিকালীন সৌন্দর্য্যের প্রতীক।দু ধারে দুটি দীপ্তিমান ডায়মন্ড কাট পরিশীলিত দ্যুতির শোভা বাড়িয়েছে।
https://sencogoldanddiamonds.com/jewellery/rare-splendour-diamond-ring

গ্লিমিং লাভ ডায়মন্ড ইয়ারিংস : এই ০.৬২ ক্যারেট ডায়মন্ড ইয়ারিংস ১৪ ক্যারেট ইয়েলো গোল্ড দিয়ে তৈরি,ডায়মন্ড এনক্রাসটেড অক্টাগন ডিজাইনে সেন্টার্ড প্রিন্সেস কাট সলিটেয়ার ডায়মন্ডে প্রদর্শিত।এই জুড়ি অপূর্ব উজ্বলতার আলো ছড়ায় যা আপনার সম্পর্কের প্রভার ছটার প্রতিফলন।
https://sencogoldanddiamonds.com/jewellery/gleaming-love-diamond-earrings

হুইস্পারিং স্পার্কল ডায়মন্ড রিং : এই ০.২২ ক্যারেট ডায়মন্ড রিং যা ১৪ ক্যারেট ইয়েলো গোল্ডে নিপুণ ভাবে তৈরি আপনাকে পোশাকে প্রেমের ঝলক এবং দ্যুতির পরশ আনবে। ছোট ছোট ৪টি হিরে দিয়ে ঘেরা এই সেন্টার্ড প্রিন্সেস কাট ডায়মন্ড যা গ্রেসফুল ক্রস প্যাটার্ন ডিজাইনে সাজানো।যে কোনো অকেশনে রুচিস্নিগ্ধ অথচ নজরকাড়া।
https://sencogoldanddiamonds.com/jewellery/whispering-sparkle-diamond-ring

স্পার্কলিং হ্যালো ডায়মন্ড ইয়ারিংস : এই ০.৭৯ ক্যারেট ডায়মন্ড ইয়ারিংস যা ১৪ ক্যারাটে ইয়েলো গোল্ডে প্রিন্সেস কাট সেন্টার স্টোন খচিত,সুচারু ও মার্জিতভাবে ফ্রেম করা হয়েছে চমৎকার স্পার্কলিং কাট ডায়মন্ডসের বর্ণিল বিভায়।এই ওপেন সার্কল ডিজাইন আধুনিকতার মধ্যে আবহমান কারুশিল্প।
https://sencogoldanddiamonds.com/jewellery/sparkling-halo-diamond-earrings

পার্পেচুয়াল পয়েজ ডায়মন্ড রিং : এই অনুপম ১.০৬ ক্যারেটের হীরের আংটি যা ১৮ ক্যারেটের ইয়েলো গোল্ডে খচিত তা মনোমুগ্ধ কুশলী দক্ষতার প্রকাশ।এর ওভারল্যাপিং ডিজাইন প্রঙ সেটিঙে প্রিন্সেস কাট ডায়মন্ডের দীপ্তি,অত্যুজ্বল প্রভা বহুগুণ বাড়িয়ে তুলেছে।এই আংটি সেই নারীর জন্য যার আত্মপ্রত্যয়ের প্রভা দীপ্তিময়ী আর এই আংটি আপনার সম্পর্কের চিহ্ন।
https://sencogoldanddiamonds.com/jewellery/perpetual-poise-diamond-ring
আনন্দের খবর ,সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সম্প্রতি তাঁদের ১৭২ তম নতুন শো রুম উদ্বোধন করলেন ডানলপে।এই অনুষ্ঠানে উজ্বল উপস্থিতি ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
শেয়ার করুন :