বিদিশা রায় ,ম্যানহাটন


৫ মার্চের পর ৯ জুন. ঠিক তিন মাস চার দিন পর স্টেশনের বাইরে বেরিয়ে যে অনুভূতি হলো তাকে কী বলবো? সাধু ভাষায় বললে বলতে হয় স্তম্ভিত কিংবা শীর্ষেন্দু ধার করলে – এক গাল মাছি!! করোনাক্রান্ত বাইরের দুনিয়ার ছবিটা যে তিন মাসে লন্ডভন্ড হয়ে গিয়েছে তা খানিকটা মালুম হয়েছিল পাতাল প্রবেশের পরেই. যে পাথ ট্রেনকে আমরা বনগাঁ লোকাল বলে ডাকি, উঠতে গেলে কলকাতা কনুই এর পারদর্শিতা যারপরনাই কাজে লাগে, সেই ট্রেনের বিশাল কামরায় আমি ছাড়া আর একজন মাত্র মাস্ক শোভিত যাত্রী! কিন্তু সদা গর্বিত, সদা জাগ্রত, সদা উদ্ধত নিউ ইয়র্ক সিটি – তার এই হাল?
সেই ছাদখোলা লাল বাসগুলো কই যারা সারা দুনিয়া থেকে আসা পর্যটক নিয়ে শহরের গুণকীর্তন করতে করতে ছুটে বেড়াতো? কোথায় সেই চতুর্দিকে ম ম করা রাস্তার খাবারের গন্ধ যা এক টুকরো কলকাতা এনে দিতো ঝলকে? কোথায় সেই পাগলপারা ভিড় যা মনে করাতো যে এই শহর পার্মানেন্ট ইনসমনিয়ার রুগি? শহরটার প্রাণভোমরাই চলে গেছে অতল জলের তলায়. রাজপুত্তুর তুমি কোথায়?
শেয়ার করুন :