ওয়ার্ডরোবে ল্যামিনেটসের জাদুর ছোঁওয়ায় মেকওভার -

ওয়ার্ডরোবে ল্যামিনেটসের জাদুর ছোঁওয়ায় মেকওভার

ডিজাইন,রঙ,ম্যানুফ্যাকচারার,লেটেস্ট টেকনোলজি…

ভূমিকা

ল্যামিনেটস একধরণের ডেকোরেটিভ মেটেরিয়াল যা নতুন কাঠের ফার্ণিচার সারফেসে স্নিগ্ধ মসৃণ নান্দনিক ফিনিশ আনে।যদিও ল্যামিনেটস কী,এর উত্তর এক লাইনে হলেও কী করে এই ল্যামিনেটস পছন্দ করবেন আর আপনার ওয়ার্ডরোবে এর সঠিক সার্থক প্রয়োগ করবেন এর উত্তর বেশ বড়।তাই সিট বেল্ট বেঁধে নিন কারণ এই নিবন্ধ আপনাকে নিয়ে যাত্রা করবে যেখানে আপনি জানবেন ওয়ার্ডরোবের জন্য কী করে ল্যামিনেটস কিনতে হয় আর তা সঠিক ব্যবহার করতে হয়।

সঠিক ল্যামিনেটস বেছে নেওয়া 

ধাপে ধাপে সঠিক ল্যামিনেটস পছন্দের পদ্ধতি :

১) ডিজাইন আর রঙের সিদ্ধান্ত পাকা করা-ডিলারের কাছে যাওয়ার আগে অথবা অনলাইন সাইটে ভিজিটের আগেই আপনি কেমন অন্দরসাজ চাইছেন সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার,যেমন কোন জায়গায় সাজাবেন সেটা ঠিক করা,তার ডিজাইন এমনকি আপনার পছন্দের কালার প্যালেট ঠিক করা যেমনটি চাইছেন।এর পরের ধাপে আপনাকে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

আরও পড়ুন:

২) একজন বিশ্বস্ত ম্যানুফ্যাকচারার নির্বাচন –বাজারে কম্পিটিশন বাড়াতে চারিদিকে প্রচুর নকল,মেকি প্রোডাক্টে ছেয়ে গেছে।এইজন্য একটু  বেশি খরচ হলেও একজন বিশ্বস্ত ম্যানুফাকচারের গুরুত্ব অপরিসীম।ভারতশ্রেষ্ঠ সেঞ্চুরি প্লাই প্রতিষ্ঠানের সেঞ্চুরি ল্যামিনেটস এক্ষেত্রে অদ্বিতীয়।সেঞ্চুরিতে আমরা খাঁটি,প্রমাণিত জিনিস যা লেটেস্ট টেকনোলজি সমৃদ্ধ তাই আপনার জন্য প্রস্তুত করি যাতে আপনি নকলের ফাঁদে না পড়ে সঠিক দামে বেস্ট জিনিস পান।

৩)লেটেস্ট টেকনোলজি সন্ধান করুন  –আজকের অ্যাডভান্সড টেকনোলজির কারণে অনেক সমস্যার সমাধান হয়ে যায়,তাই আমরা আমাদের ল্যামিনেটসের জন্য রিসার্চ করে নতুনত্ব আনতে বেস্ট টেকনোলজি ব্যবহার করি যাতে সেঞ্চুরি ল্যামিনেটস দীর্ঘদিন সুন্দর আর টেকসই থাকে।আমাদের টেকনোলজির কিছু বৈশিষ্ট :    

  -বোরার এবং টার্মাইট প্রুফ : স্পেশাল গ্লু লাইন প্রটেকশন দিয়ে তৈরি সেঞ্চুরি ল্যামিনেটস বোরার এবং টার্মাইট প্রুফ।এটা শুধু ঘুণ আর উইপোকা প্রতিরোধ করেনা তাদের সম্পূর্ণ নিকেশ করে দেয়।

-ভাইরোকিল টেকনোলজি : সেঞ্চুরি ল্যামিনেটসের বৈশিষ্ট হল এটি যুগান্তকারী ভাইরোকিল প্রযুক্তি দিয়ে তৈরি।ভাইরাস,ফাঙ্গি আর ব্যাকটেরিয়া নির্মূলে  ৯৯.৯৯% কার্যকরী হওয়ার কারণে আপনার বাড়ি রোগ -জীবাণু থেকে মুক্ত থাকে। বাড়ির বাচ্চাদের ওয়ার্ড্রোব তৈরির সময়ে ১০০% নিশ্চিত হয়ে এই ভাইরোকিল সমৃদ্ধ সেঞ্চুরি ল্যামিনেটস ব্যবহার করুন।

– বয়েলিং ওয়াটার প্রুফ রেজিস্টেন্স : যে কোনো লিভিং স্পেসে তরল কিছু চলকে পড়ার সম্ভাবনা থেকেই যায় আর নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করলে আসবাবের গঠন নষ্ট হয়ে যায় তাই সেঞ্চুরি ল্যামিনেটসের এই বয়েলিং ওয়াটার প্রুফ রেজিস্টেন্স বৈশিষ্টের জন্য আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারবেন।

-কালার ফাস্টনেস : এক বিশেষ ধরণের ওভারলে টিস্যু লেয়ার দিয়ে তৈরি হওয়ার কারণে সেঞ্চুরি ল্যামিনেটসের সব ল্যামিনেটসে বহুদিন ধরে রঙের দৃঢ়তা আর উজ্বলতা বজায় রাখতে সক্ষম।

এই উপদেশগুলি মেনে চললে আপনি সবচেয়ে ভালো ল্যামিনেট কিনবেন।

ল্যামিনেটেড ওয়ার্ড্রোব ডিজাইন

২) রঙের মেলায় :ইন্টেরিয়র ডেকরে রঙের উজ্বলতা খুব সুন্দর দেখতে লাগে,বিশেষত উজ্বল রঙের সমাহার,যেমন লাল হলুদের সাহসী বিচ্ছুরণ।আবার নিচের রঙের কম্বিনেশন থেকে অনুপ্রেরণা নিতে পারেন ,যেখানে রেড ল্যামিনেটসের সঙ্গে গ্রেইশ ভিনিয়ের্সের সুন্দর সম্প্রীতি এই ওয়ার্ডরোবের ডিজাইনকে মোহময় করে তুলেছে।

৩)সহজ সরল ডিজাইন মাধুর্য : আটপৌরে সহজ সৌন্দর্য্যের মহিমা চিরকালীন।এই ওয়ার্ডরোবে ডিজাইনের সহজ সরল আভিজাত্য যেখানে এই শ্বেতশুভ্র ল্যামিনেটস এই অমলিন সাদা রঙের ঘরের মর্যাদা আর মাধুর্য্যের সমন্বয়,ঠিক যেন রাজপ্রাসাদের ঘরের মতন ।

পরিশেষে

সঠিক ল্যামিনেটস পছন্দ করা একটু মুশকিলের যেখানে বাজারে এতরকম ভ্যারাইটি আছে,কিন্তু যদি ভালো করে পরিকল্পনা করে সঠিক রাস্তা খুঁজে নেন তাহলে বেস্ট এবং স্মার্ট পছন্দের জিনিস কিনতে পারবেন।

সেঞ্চুরি ল্যামিনেটসের বিশাল সম্ভার বিশদে জানতে ক্লিক করুন –https://www.centuryply.com/centurylaminates/

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *