একজিমা এক ধরণের চর্মরোগ চিকিৎসা শাস্ত্রে যার প্রচলিত নাম এটোপিক ডার্মাটাইটিস।এর লক্ষণ স্কিনে লাল ভাব,ফোস্কার মতন এবং এতে ত্বক কিছুটা শুকিয়ে ফুলে ওঠে।এমন কিছু একজিমা হয় যা ফোস্কার মতন।যদিও যে কোনো বয়সে একজিমা হতে পারে কিন্তু বাচ্চাদের মধ্যে এই অসুখের প্রবণতা বেশি দেখা যায়।কিছু ক্ষেত্রে বাচ্চাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অসুখ নিরাময় হতে পারে।
যে কারণে একজিমা অসুখ হতে পারে সেগুলি হল জেনেটিক ফ্যাক্টর ,অপর্যাপ্ত ইমিউন সিস্টেম ,শুকনো আবহাওয়া ,সেনসেটিভ স্কিন,মেন্টাল স্ট্রেস,সিনথেটিক কাপড় ইত্যাদি।
একজিমা অসুখের নিরাময় আর চিকিৎসায় কিছু প্রচলিত ক্রিম এবং ময়েশ্চারাইজার থাকলেও দীর্ঘস্থায়ী অসুখে এর সম্পূর্ণ আরোগ্য এতদিন অসাধ্য ছিল।
আনন্দের কথা সম্প্রতি একজিমা ,ইচি আর ইনফেকশাস স্কিন নিরাময়ে এসে গেছে অ্যামেরিকায় নির্মিত স্টেরয়েড ফ্রি নিস্টু হিল ক্রিম।
এযাবৎকালের মধ্যে স্টেরয়েড মুক্ত একজিমা ও ইচি ও সেনসেটিভ স্কিনের একমাত্র দুর্দান্ত সফল এই নিস্টু হিল ক্রিম।
নিস্টু হিল ক্রিমের বৈশিষ্ট :
- এটি প্রখ্যাত মেডিক্যাল কেমিস্ট ,ফর্মুলেশন সায়েন্টিস্ট ও ডার্মাটোলজিস্টদের দ্বারা তৈরি।
- একমাত্র স্টেরয়েড ফ্রি ক্রিম।
- ১১টি বায়ো অ্যাক্টিভ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি।
- এটি একটি OTC (ওভার দ্য কাউন্টার ) প্রোডাক্ট অর্থাৎ দোকানে আর অনলাইনে উপলব্ধ ।
- স্কিনে দ্রুত মিশে যায়।
- দ্রুত আরোগ্যে অসুখে মাইল্ড টু মডারেট স্বস্তি প্রদান করে।
- কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
সম্প্রতি এ দেশে এসেছে এই আশ্চর্য উপকারী নিস্টু হিল ক্রিম আর এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। যারা ইতিমধ্যে ব্যাবহার করেছেন প্রত্যেকে এর উপকারিতায় উচ্ছ্বসিত। প্রখ্যাত ডার্মাটোলজিস্ট,স্কিন স্পেশালিস্টরা প্রেসক্রিপশনে লিখতে শুরু করে দিয়েছেন।
অনলাইনে কিনতে আর ওয়েবসাইটে ক্লিক করুন।
ওয়েবসাইট – http://www.nistuheal.com/
অ্যামাজন – https://www.amazon.in/NistuHeal-Medicated-Inflammation-Irritation-Adults-29G/dp/B0CGXQ7GCG
টাটা ওয়ান এমজি – https://www.1mg.com/otc/nistuheal-medicated-skin-cream-otc909751?wpsrc=Google+Organic+Search
শেয়ার করুন :