বাড়িতে সহজে হেয়ার কেয়ার ?৫ টি প্রয়োজনীয় টিপস -
5 Hair Care Tips

বাড়িতে সহজে হেয়ার কেয়ার ?৫ টি প্রয়োজনীয় টিপস

১)  গরম তেল : মা ঠাকুমার ছোটবেলার ঘরোয়া যত্ন মনে পড়ে ? ঠিক ধরেছেন ,চুলে গরম তেল চুলের গোড়া মজবুত করে, ড্যানড্রাফ তাড়ায়,চুলের প্রোটিন যোগায় এবং বৃদ্ধি তে সাহায্য করে। ব্যবহার করতে পারেন নারকোল, ক্যাস্টর,ভৃঙ্গরাজ  তেল।

২) ভাতের ফ্যান শ্যাম্পু :অবাক হলেন ? চিনের প্রাচীন ঘরোয়া এই প্রথায় ভাতের ফ্যান দিয়ে শ্যাম্পু করে থাকেন, ওখানে ওঁরা বিশ্বাস করেন এতে চুলের সুস্বাস্থ্য দীর্ঘদিন বজায় থাকে,চুলের প্রোটিন বৃদ্ধি হয় আর চুল দীর্ঘদিন কালো থাকে অর্থাৎ পাক ধরেনা । 

৩) ডিম্ :এগ মাস্ক চুলের যত্নের  জন্য খুব জরুরি।  ভিটামিন B ,B1 (থিয়ামিন),B2 (রিভফ্লাবিন),এবং B5 (প্যান্টোথেনিক ) থাকায় চুলের পুষ্টি আর অকালপক্কতা রোধ করে ।

দুটো ডিম্ একটা পাত্রে নিয়ে ভালো করে ফেটিয়ে সেই মিশ্রণ চুলে ১০/১৫ মিনিট মেখে রেখে তারপর রেগুলার শ্যাম্পু করে নিন ।

৪) পেঁয়াজের রস : চুলের যত্নে দারুন উপকারী। এর আন্টি ব্যাকটেরিয়াল আর আইনটি ফাংগাল উপাদানের জন্য চুল ইনফেকশন মুক্ত থাকে এবং চুল ভেঙে যাওয়া রোধ করে । 

তিনটি পেঁয়াজ থেঁতো করে তাতে একটু দু তিন ফোটা ল্যাভেন্ডার তেল দিয়ে সেই মিক্স চুলে ৫ মিনিট  লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন ।

 ৫) আমলকি : জানেন কি চুলের সমস্ত কসমেটিক্স প্রোডাক্টস এর উপাদানে আমলকি অপরিহার্য ?কারণ এর ভিটামিন সি কোলাজেন  প্রোটিন তৈরী করে আর চুলের কোষ অর্থাৎ সেল জেনেরেশনে সাহায্য করে। এতে ৮০% ময়েশ্চার আর হাইড্রেটিং প্রপার্টি থাকার জন্য ন্যাচারাল স্কাল্প ক্লিনজার হিসেবে অত্যন্ত কার্যকরী ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *