ফেস্টিভ স্পেশাল আলাদা রং বেরঙের জেল্লা আনে সাজের বাহারে।এই অতিমারির নিস্তেজ নিরালা জীবন ফেলে রেখে মন উড়ে যায় নীলদিগন্তে।আমাদের উৎসব স্পেশাল ফ্যাশনে এবারের প্রজ্বল প্রত্যুষা আর শ্রমণা।
প্রত্যুষার সাজে ফ্যাশানিয়েস্তা বুটিকের লাল কালো হ্যান্ডলুম শাড়ির সঙ্গে সিলভার ওভারসাইজড এথনিক রিংস আর ব্ল্যাক সিলভার ব্যাঙ্গলস।
শ্রমণার ফ্যাশন রেড অ্যান্ড ব্ল্যাক ঘিচা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে ম্যাচিং ডোকরার গয়না।
প্রত্যুষার ফ্যাশন কোশেন্ট ফ্লোরাল প্রিন্ট গ্রিন টপ আর সাসফরাস ব্ল্যাক প্যারালাল প্যান্টস/ পিওর সিলভার স্লিক অ্যাকসেসরিস আর ক্লাসিক সলিংব্যাক স্ট্র্যাপ ব্ল্যাক হিল।
শ্রমণার পরনে উৎসার রেড অ্যান্ড ব্লু ইক্কত কুর্তির সঙ্গে সিলভার জুয়েলারি।
প্রত্যুষার সাজে মায়ের আলমারির ট্র্যাডিশনাল কাঁথা স্টিচ শাড়ির সঙ্গে পি সি চন্দ্রের সোনার আর মুক্তের ঝুমকো।
শ্রমণার ফ্যাশনে রেড কটন সিল্ক শাড়ির সঙ্গে গোল্ড অক্সিডাইস্ড ঝুমকা।
শেয়ার করুন :