পুজোর ঢাকে কাঠি পড়ার আগে থেকে যে পুজো আসছে আর দু বছর অতিমারি আর লকডাউনের পর পুজো শপিং জমে উঠেছে।দক্ষিণাপণের দীর্ঘদিনের মান্য সুপ্রতিষ্ঠিত এম পি হ্যান্ডলুম এম্পোরিয়ামের মৃগনয়নীর নতুন ট্রেন্ডসেটিং সম্ভারে ফ্যাশনিয়েস্তা হয়ে উঠুন।
সাদা,নীলের প্রিন্টেড বোট নেক টপের সঙ্গে ম্যাচিং এ লাইন স্কার্ট।সেজে বেরোলে ট্র্যাফিক জ্যাম হতে পারে।
লাল কালো কম্বিনেশনের এথনিক কুর্তার সঙ্গে ম্যাচিং হোয়াইট বাটনড স্ট্রেট প্যান্ট।কাজলের টিপ পরে বেরোনো বাঞ্ছনীয়।
প্যাচওয়ার্ক ক্রপ টপের সঙ্গে স্ট্রেট প্যান্ট।ঠাকুর দেখা,পার্টি,হ্যাং আউটে নজরকাড়া।
সাদা কালো আর লালের ঝিলিক কম্বিনেশনে প্রিন্টেড এথনিক স্কার্ট টপ সেট।‘ও কেন এত সুন্দরী হল,এমনি করে ফিরে তাকালে’ মুগ্ধ হলে দোষ দেওয়া যাবে না।
ঠিকানা মনে আছে তো ?২ গড়িয়াহাট রোড সাউথ,ঢাকুরিয়া,দক্ষিণাপণ। ফোন -২৪২৩৬৭১৫ আর উল্টোডাঙার কাছে উত্তরাপন ফোন-২৩৫৫০৬৬৬
বিশদে জানতে- https://www.mrignayanikolkata.com/
শেয়ার করুন :