ওয়াই এম সি এ কলেজ ব্রাঞ্চ ইন্টার অ্যাকাডেমি টেবিল টেনিস টুর্নামেন্ট -

ওয়াই এম সি এ কলেজ ব্রাঞ্চ ইন্টার অ্যাকাডেমি টেবিল টেনিস টুর্নামেন্ট

এশিয়ার প্রাচীনতম ওয়াই এম সি এ কলেজ ব্রাঞ্চে আয়োজিত এই প্রথম ইন্টার অ্যাকাডেমি টেবিল টেনিস টুর্নামেন্ট হল ১৫ই থেকে ১৭ই জানুয়ারি। এই টুর্নামেন্টে কলকাতা ,হাওড়া ,বালির নামি অ্যাকাডেমির অনুর্ধ ১১ ওঅনুর্ধ ১৩ বয়েসীদের নিয়ে এই প্রতিযোগিতায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী প্রত্যেকটি অ্যাকাডেমির ছোট ছেলেমেয়েদের দুর্দান্ত দক্ষতা, শুধু ম্যাচ নয় এক একটি পয়েন্ট জেতার জন্য ক্ষিপ্রতা,আগ্রাসন ,নৈপুণ্য ও পটুতা উপস্থিত সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শকদের বিমুগ্ধ করে তুলেছিল।

 অনুষ্ঠানের প্রধান অতিথি  সম্প্রতি দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত ও ১৫টি ন্যাশনাল চ্যাম্পিয়ন তৈরি করা কোচ শ্রী জয়ন্ত পুশিলালকে সম্বর্ধিত করা হয়। উনি বলেন আজকের টেবিল টেনিসে বায়ো মেকানিকের,হাওয়ার ভারসাম্য,বল,ব্যাট আর পায়ের সঙ্গে ফ্লোরের ঘর্ষণের  গুরুত্বের প্রয়োজনীয়তা।  

উপস্থিত ছিলেন ওয়াই এম সি এ কলকাতার সেক্রেটারি নীলাদ্রি রাহা,ভাইস প্রেসিডেন্ট সুবীর মল্লিক, ভূতপূর্ব বেঙ্গল ও ইন্ডিয়া খেলোয়াড় দীপক ভট্টাচার্য্য প্রমুখ ।

অনুর্ধ ১৩ ছেলেদের চ্যাম্পিয়ন এ আরসিটিসির শুভায়ন ঘোষ,উশান নস্কর,অভিসায়ন ভাওয়াল ও ধ্রুব ঘোষ।

অনুর্ধ ১৩ ছেলেদের রানার্স আপ বিবেকানন্দ ক্লাবের প্রিয়াংশু মন্ডল,সৌম্যজিৎ কুন্ডু ,কৃশ কুমার।

অনুর্ধ ১৩ মেয়েদের চ্যাম্পিয়ন এআরসিটিসির দীপ্তি দাস,আরুষি মান্না,শ্রীজিতা মিত্র,রুদ্রানী গোপ।

অনুর্ধ ১৩ মেয়েদের রানার্স আপ অন্নপূর্ণা বয়ান সমিতির সৌজন্যা খাঁড়া,আর্শিয়ানা চক্রবর্তী।

 অনুর্ধ ১১ ছেলেদের চ্যাম্পিয়ন সিঁথি কোরাসের শ্রীহম চৌধুরী,আয়ুষ্মান ঘোষ,সিঞ্চন চৌধুরী।

 অনুর্ধ ১১ ছেলেদের রানার্স আপ এআরসিটিসির ধ্রুবাঙ্ক ঘোষ,হার্দিক রায়,আবির ঘোষ,অর্ক ঘোষ।

মোস্ট প্রমিসিং প্লেয়ার পুরস্কার: ঋধাংশু ব্যানার্জি,সমাদৃতা চ্যাটার্জি,প্রিয়াংশু মন্ডল,সিঞ্চিতা দত্ত।  

 ৪ দিনের প্রতিযোগিতায় রেফারিংয়ের সুনিপুণ দায়িত্বে ছিলেন  বিশ্বজিৎ দাস ও সুপর্ণা প্রামানিক।

মাননীয় অতিথিদের অভ্যর্থনা জানান কলেজ ব্রাঞ্চ সেক্রেটারি সুরজিৎ স্যাম্পসন। সঞ্চালনায় ছিলেন ভূতপূর্ব বেঙ্গল কোচ অভিজিৎ দাস এবং ভোট অফ থ্যাংকস জানান কোর অ্যাক্টিভিটি কমিটির অবৈতনিক সেক্রেটারি শুভ্র রঞ্জন মল্লিক।

৪ দিনের এই প্রতিযোগিতাকে সাফল্যমন্ডিত করার নিরলস প্রয়াসে অবৈতনিক সেক্রেটারি কৌশিক রায় কোচ শ্যামল বসু,অভিজিৎ রায়চৌধুরী,পিনাকী রঞ্জন ব্যানার্জি,মিহির ঘোষ,অরিন্দম করার,গোপাল মল্লিক,প্রবীর দত্তর ভূমিকা অনস্বীকার্য।

অনুষ্ঠানের স্পনসর ছিলেন সেন্ট জন স্কুল কালিকাপুর ,চায় রোজানা ও দেব সাহিত্য কুটির।     

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *