YMCA সামার ক্যাম্প ক্লোজিং সেরিমনি -

YMCA সামার ক্যাম্প ক্লোজিং সেরিমনি

সম্প্রতি মহা জনসমারোহে ও সাফল্যের সঙ্গে সামার ক্যাম্পের ক্লোজিং সেরিমনি অনুষ্ঠিত হল YMCA কলেজ ব্রাঞ্চে গত ১৪ই জুনে।

দেড় মাস ব্যাপী এই সামার ক্যাম্পে কারাটে,বাস্কেটবল ও টেবিল টেনিসে প্রশিক্ষণ নিয়েছে এক ঝাঁক  শিশু-কিশোরের দল।এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক,নতুন পুরোনো মেম্বারদের স্বতঃস্ফূর্ত যোগদান, উজ্বল মান্য উপস্থিতি ছিল  YMCA কলেজ ব্রাঞ্চের চেয়ারম্যান রাইট রেভারেন্ড শ্রী প্রবাল কান্ত দত্ত,প্রেসিডেন্ট জন নেলসন আলী,কলকাতা YMCA ট্রেজারার শ্রী শুভ্র বিশ্বাস,জেনারেল সেক্রেটারি শ্রী নীলাদ্রি রাহা ও সেক্রেটারি শ্রী সুরজিৎ স্যামসনের।

প্রথমে বাস্কেটবল ডেমোন্সট্রেশনে এক ঝাঁক শিক্ষার্থী তাদের সপ্রতিভ দক্ষতায় যখন বল বাস্কেট করে সবার মন জয় করে নিয়েছিল।এর পর দুর্দান্ত ক্যারাটে ডেমোন্সট্রেশন করেন সিন্টু শোনকার,সুমিত পোদ্দার,বিশ্বজিৎ শোনকার,সুধী জয়সওয়াল,সৃজন দে।

এর পরে কোর এক্সিকিউটিভ কমিটির জয়েন্ট সেক্রেটারি শ্রী শুভ্র রঞ্জন মল্লিক (এস আর এম) মান্য বিশিষ্টদের মঞ্চে আহ্বান জানান।                       

ওয়াই এম সি এ কলেজ ব্রাঞ্চের চেয়ারম্যান রাইট রেভারেন্ড প্রবাল কান্ত দত্ত বলেন,’ আমি যখন চেয়ারম্যান হয়ে এখানে এলাম তখন শুনতাম আগে এটা হত ওটা হত।সেই শুনে আমার মনে হয়েছিল এখন কেন আবার সেই কর্মকান্ড শুরু করা যায় না।আমার আজ এখানে এত প্রাণচঞ্চল শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের উৎসাহ আর যোগদান দেখে মনে হচ্ছে এই সামার ক্যাম্প প্রচেষ্টা সার্থক।এই প্রচেষ্টার প্রধান স্থপতি হল এই ব্রাঞ্চের উদ্যোক্তা আর বিশেষত কোচেরা যারা দু মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এদের নিবিড় অনুশীলনে মগ্ন রেখেছেন। সামার ক্যাম্প শেষ মানে নতুন উদ্যমে খেলাধুলোর শুরু।এবারের এই সামার ক্যাম্পের বিশাল সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত।‘

প্রেসিডেন্ট জন নেলসন আলী বলেন যুগ যুগ ধরে YMCA ক্রীড়া ও সুস্থ মানসিক গঠনের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক কাজ করে চলেছে যার নিদর্শন এই দেড় মাস ধরে সাফল্যের সঙ্গে চলা সামার ক্যাম্প।

এর পরে সম্বর্ধিত করা হয় মান্য কোচেদের,ক্যারাটে সেন্সেই শ্রী সোনা ঘোষ,বাস্কেটবলে শ্রী কিশোর মুখার্জি,টেবিল টেনিসে শ্রী শ্যামল বসু।

এর পরে শিক্ষার্থীদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন গার্জেন আর নতুন পুরোনো মেম্বারদের উল্লাসে ও উদ্দীপনায় জমে উঠেছিল।

শেষ হইয়াও হইল না শেষের ভোট অফ থ্যাঙ্কস জানালেন কোর এক্সেকিউটিভ কমিটি জয়েন্ট সেক্রেটারি শ্রী কৌশিক রায়।

সমগ্র অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রী দেবাশীষ ভট্টাচার্য্য।              

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *