ভিনিয়ের শিটস কাঠের পাতলা শিট থেকে তৈরি হয়। বাড়ির ফার্ণিচারে একটি সুরুচিপূর্ণ নান্দনিক রূপ সৃষ্টি করে।বিভিন্ন ধরণের গাছের কাঠ থেকে এই ভিনিয়ের তৈরি হয়।যেমন ওক, বাঁশ, মেহগনি,মেপল আরো নানা ধরণের গাছের কাঠ থেকে তৈরি করা হয়।
এটি খুব পাতলা হওয়ার কারণে ক্রেতাদের রুচি আর পছন্দসই ডিজাইন আর টেকশ্চারে পাওয়া যায়। ভিনিয়ের যেমন সাশ্রয়ী তেমনি ফার্ণিচারে অভিজাত মার্জিত রুপটান আনে।এখানে ভিনিয়ের শিটসের সুবিধে আর আপনার জন্য কেন দরকারি সেই বিষয়ে জেনে নিন :
১) ভিনিয়ের শিটস সাশ্রয়ী -কাঠের সমস্ত জিনিসপত্র খুব দামি হয় যেটা সবার সাধ্যে আর বাজেটের মধ্যে হয় না, কিন্তু উড ভিনিয়েরের দাম সাধ্যের মধ্যে থাকার কারণে তাই দিয়ে আপনার বাজেট অনুযায় ফার্ণিচারে একটা দুর্দান্ত উডেন ডেকরে সাজিয়ে তুলতে পারেন। ফার্ণিচারে এই ভিনিয়ের শিটসের লেয়ার হাই কোয়ালিটি উডের আড়ম্বর,আভিজাত্য আনে।এই কারণে যারা বেশি দামের জন্য উডেন প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না তাদের জন্য বেস্ট চয়েস হল এই ভিনিয়ের।
২) ভিনিয়ের শিটস টেকসইতা বাড়ায়- ফার্ণিচারের স্থায়িত্ব বাড়াতে এবং দীর্ঘদিন অমলিন থাকতে ভিনিয়ের শিটসের জুড়ি মেলা ভার।এর ফাইবারবোর্ডসে ময়েশ্চারের আক্রমণ আর অন্যান্য ক্ষতির প্রবণতা থাকে কিন্তু ভিনিয়ের শিটসের এক্সট্রা লেয়ার প্রটেকশন তা রুখে দেয়।এই কারণে ফার্ণিচারের ভেতরে ময়েশ্চার ঢুকতে দেয় না আর তাই ফার্ণিচার সুরক্ষিত রাখে।এছাড়া টেবলকে সূর্যের প্রখর এলো আর অন্যান্য দাগ থেকে রক্ষা করে। এক কথায় বলতে হলে ভিনিয়ের শিটস যেমন দৃঢ় এবং টেকসই তেমনই এর সৌন্দর্য লাবণ্যময় ও নান্দনিক।
৩) ভিনিয়ের শিটস দূষণ মুক্ত নন-টক্সিক-সাধারণত ল্যামিনেটসে টক্সিক কেমিক্যাল থাকে আর সুখের কথা ভিনিয়েরে সেই উপদ্রব থেকে মুক্ত।এটি ন্যাচারাল প্রোডাক্ট আর এতে নন- টক্সিক অ্যাডেসিভ ব্যবহার করা হয়,সেই কারণে পরিবেশে ক্ষতিকারক অর্গানিক কম্পাউন্ড দূষণ করে না।
৪) বিভিন্ন ডিজাইন টেকশ্চার আর প্যাটার্নে ভিনিয়ের শিটস পাওয়া যায়- ভিন্ন ধরণের কাঠের স্লাইস থেকে ভিনিয়ের শিটস তৈরি করা হয়। এই কারণে ভিনিয়ের শিটস বিপুল বৈচিত্রের টেকশ্চার ,প্যাটার্ন আর স্টাইলে পাওয়া যায়।এমনকি একই গাছের কাঠের লেয়ারের প্যাটার্ন আলাদা হয়ে থাকে।এইভাবে ভিনিয়ের শিটসের বিপুল রেঞ্জের কারণে বিভিন্ন রুচির বিশাল সংখ্যক ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম।এছাড়া ল্যামিনেটসের মতন নয় কারণ ভিনিয়ের শিটস দিয়ে বার্নিশ আর পালিশ করা যায়। এই পদ্ধতির কারণে এই শিটসের সর্বাঙ্গীণ সৌন্দর্য বাড়িয়ে আরও আকর্ষণীয় আর আড়ম্বরপূর্ণ করে তোলে।
৫) ভিনিয়ের শিটস পরিবেশ বান্ধব – প্রতি বছর মানুষের প্রয়োজনে কাঠের ফার্ণিচার তৈরি করতে ১০ লক্ষের বেশি গাছ কাটা হয় যা পরিবেশের পক্ষে অমঙ্গল আর আমাদের চারপাশ এই কারণে ক্ষতিগ্রস্ত হয়। নির্মল বাতাসের ক্ষতি হয়ে পরিবেশ দূষণ বেড়ে যায়। এর জন্য দ্রুতহারে গাছ এবং বনাঞ্চল ধ্বংস হয়। কিন্তু ভিনিয়ের শিটস সে অর্থে পরিবেশ বান্ধব।মাত্র একটি লগ থেকে অনেক পাতলা ভিনিয়ের শিটস তৈরি করা যায়।এই কারণে অপেক্ষাকৃত ছোট গাছ কাটার কারণে প্রকৃতি আবার সেই আঘাত কাটিয়ে সজীব আর সতেজ হয়ে ওঠে।
এছাড়া ভিনিয়ের শিটসকে রিসাইকেল করা যায়।একে রিসাইকেল করে মিডিয়াম ডেনসিটি ফ্লিপবোর্ড (MDF) তৈরি হয়।সেই কারণে যখনই আপনি ভিনিয়ের শিটস কিনছেন তখন আপনি পরিবেশের রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য উজ্বল ভবিষ্যৎ নিশ্চিত করছেন।
উপরিউক্ত কারণগুলি আশাকরি যথেষ্ট এটা বোঝাতে যে কেন ভিনিয়ের শিটস আপনার এবং আপনার ফার্ণিচারের জন্য বেস্ট চয়েস।এই ডেকোরেটিভ ভিনিয়ের শিটস আপনার ফার্ণিচার তথা বাড়ির রুপটান অভিজাত আর রুচিশীল করে তোলে।আপনার বাড়ির অন্দরসাজ হয়ে ওঠে নজরকাড়া।কাঠের এই পাতলা ভিনিয়ের শিটস বিশ্বস্ত,টেকসই আর সাশ্রয়ী।
বেস্ট ভিনিয়েরের বিশাল সম্ভারের জন্য ক্লিক করুন : : https://www.centuryply.com/centuryveneers
শেয়ার করুন :