অ্যাপোলো হসপিটালসে পূর্বভারতে প্রথম ইন্টারস্টিশল লাং ডিজিজ ক্লিনিক -

অ্যাপোলো হসপিটালসে পূর্বভারতে প্রথম ইন্টারস্টিশল লাং ডিজিজ ক্লিনিক

পূর্ব ভারতের একমাত্র বিশ্বমানের জেসিআই (JCI) অ্যাক্রেডিটেড অ্যাপোলো হসপিটালসের আর একটি যুগান্তকারী পদক্ষেপ।

পূর্ব ভারতের একমাত্র বিশ্বমানের জেসিআই (JCI) অ্যাক্রেডিটেড অ্যাপোলো হসপিটালসের আর একটি যুগান্তকারী পদক্ষেপ ইন্টারস্টিশল লাং ডিজিজ অসুখে এই অত্যাধুনিক কম্প্রিহেন্সিভ ক্লিনিকের উদ্বোধন।গত ১৪ই মার্চ ওবেরয় গ্র্যান্ডে ইন্টারস্টিশল লাং ডিজিজে এই ক্লিনিকের গুরুত্ব ও অগ্রণী ভূমিকার ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উজ্বল  উপস্থিতি ছিল সিইও ইস্টার্ন রিজিওন শ্রী রানা দাসগুপ্ত,ডিরেক্টর মেডিক্যাল সার্ভিস ডঃ সুরিন্দর ভাটিয়া,রিউমেটোলজিস্ট ডঃ শ্যাম্যাশিস বন্দোপাধ্যায়,পালমোনোলজিস্টস ডঃ অশোক সেনগুপ্ত,ডঃ শুভাশিস ঘোষ,ডঃ অরিন্দম মুখার্জি,ডঃ দেবোপম চ্যাটার্জি,ক্রিটিকাল কেয়ার এক্সস্পার্ট ডঃ সুরেশ রামাসুব্বান ও ডঃ আসিফ ইকবাল,অ্যাল্যার্জি অ্যান্ড ইমিউনোলজি স্পেশালিস্ট ডঃ শৈবাল মৈত্র এবং কার্ডিয়াক অ্যান্ড রেসপিরেটোরি ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্ট অ্যান্ড ইকমো ফিজিশিয়ান ডঃ অর্পণ চক্রবর্তীর।

ILD হল বৃহৎ পরিসরে অস্বাভাবিক পরিস্থিতি যা লাংসের ইনফ্লেমেশন আর ক্ষতসৃষ্টি করে।এর সাধারণ উপসর্গ প্রচন্ড অনবরত কাশি আর ক্রমাগত স্বাসকষ্টের অবনতি।ILD র প্রাথমিক মৃদু লক্ষণ 

দেখা দিলে ধূমপান ছাড়লে তার আরোগ্য সম্ভব আবার না হলে এই উপসর্গ বাড়লে অসুখ বাড়তে থাকে।   

সিইও ইস্টার্ন রিজিওন- অ্যাপোলো হসপিটালস গ্রূপ শ্রী রানা দাসগুপ্ত বলেন,’ কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস শুধু নতুন টেকনোলজি আর দৃষ্টান্তমূলক প্রযুক্তি উদ্ভাবন নয় এর সঙ্গে ক্রিটিকাল কেসে কম্প্রিহেন্সিভ কেয়ার চিকিৎসায় অগ্রণী ভূমিকা নিয়ে থাকে।এই ILD ক্লিনিকের সূচনা যার স্বাক্ষ্য।ILD রোগীদের সবচেয়ে বেশি ভুগতে হয় ভুল চিকিৎসা নির্ণয়ের কারণে ,তাই ILD  সুচিকিৎসায় প্রয়োজন বেশিমাত্রায় সচেতনতা।এই কম্প্রিহেন্সিভ ক্লিনিক ILD  এবং সংকটাপন্ন রোগীদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় পদক্ষেপ।’

ILD অসুখে আক্রান্তদের লাংসের একটি অংশ যা অক্সিজেনকে রক্তে প্রবেশ করতে সাহায্য করে সেই টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।এছাড়া লাংসের ওপর স্কারিং অর্থাৎ দাগ পড়াও নিঃস্বাস প্রস্বাসে বাধা দেয়/এর ক্ষতি বেড়ে উঠলে অসুখের জটিলতা বেড়ে যায়।

 এই ILD অসুখে একটি মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল টিমের গুরুত্বের বিষয়ে ডিপার্টমেন্ট অফ পালমনোলোজির সিনিয়র কনসালটেন্ট ডঃ অশোক সেনগুপ্ত বলেন,’ILD রোগীদের জন্য মাল্টি ডিসিপ্লিনারি ক্লিনিক অতীব উপশম আর পরিত্রাণের পদ্ধতি এবং এর সাহায্যে আমরা রোগীদের কষ্ট কমিয়ে কিছু ক্ষেত্রে নতুন জীবন দান করতে পারি।’

এই ILD ম্যানেজমেন্ট প্রোগ্রাম ক্লিনিকের একটি প্রধান বৈশিষ্ট্য যা অসুখের কষ্ট থেকে মুক্তি ,অসুখে বেড়ে যাওয়ার গতিরোধ এবং সার্বিক ভাবে সুস্থ ও জীবনের মানোন্নয়ন করে তোলে।প্রতিমাসে দু’বার

এই সেশনে ILD স্পেশালিস্ট দক্ষ পালমোনজিস্টদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। 

ILD ক্লিনিকের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মাল্টিডিসিপ্লিনারি ডিসকাশন (MDD ) ক্লিনিক,যেখানে বিশেষজ্ঞ দলের মধ্যে থাকেন পালমোনোলজিস্টস,ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্টস,প্যাথোলজিস্টস আর সুদক্ষ নার্সিং স্টাফ।সাব স্পেশালিস্টসদের সঙ্গে প্রগতিশীল আলোচনায় এই কম্প্রিহেন্সিভ ডায়াগনোসিসের সুবাদে রোগীর আরোগ্য ও শুশ্রূষায় দ্রুত ও অব্যর্থ সিদ্ধান্ত নেওয়ার সুবিধে পাওয়া যাবে।

 এই প্রসঙ্গে ডিপার্টমেন্ট অফ পালমোনোলজির সিনিয়র কনসালটেন্ট ডঃ অরিন্দম মুখার্জি বলেন, ‘রেসিপিরেটোরী হেলথের দুনিয়ায় রোগের সঠিক সনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।ক্রনিক রেসপিরেটরি কন্ডিশনের অসুখে রোগ ও চিকিৎসা নির্ণয়ে বিভ্রান্তির কারণে রোগীর হতাশা আর অসুখ বেড়ে সঠিক চিকিৎসা আর নিরাময়ের বাধা হয়ে দাঁড়ায়।অ্যাপোলোতে এই ILD প্রোগ্রামের দৌলতে সঠিক রোগ নির্ণয়ে আর চিকিৎসার উপযোগী অত্যাধুনিক ব্যবস্থার প্ল্যানের দৌলতে প্রত্যেক রোগীর সঠিক চিকিৎসার জন্য দায়বদ্ধ।মাল্টিডিসিপ্লিনারি কোলাবরেশন আর বিশ্বমানের  অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে আমরা ILD তে আক্রান্তদের জন্য  লাং কেয়ার অসুখে যুগান্তকারী পরিবর্তন আনছি।’

সিনিয়র কনসালটেন্ট ,রিউমেটোলজি অ্যান্ড ইন্টারনাল মেডিসিন ডঃ শ্যামাসিস বন্দোপাধ্যায় বলেন ,’রোগীর সম্পূর্ণ আরোগ্য এবং সুস্থতার চেয়ে বড় পরিতৃপ্তি আর কিছুতে হয়না আর সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।বিশ্বমানের উৎকৃষ্ট চিকিৎসা সর্বত্র উপলদ্ধ হওয়া জরুরি।’

ILD মাল্টিডিসিপ্লিনারি ক্লিনিকের সূচনা লাংসের অসুখের বিরুদ্ধে যুদ্ধে  চিকিৎসাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।বিশ্বমানের অত্যাধুনিক স্বাস্থ্যসেবার উৎকর্ষে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস দায়বদ্ধ যার সাক্ষ্য এই ILD ক্লিনিক যা রোগীদের আরোগ্য আর শুশ্রূষার উন্নতির প্রতি উৎসগীকৃত।  

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *