ইন্টেরিয়র ডেকরে কেন সেঞ্চুরি ভিনিয়ের্স জরুরি জানেন? -

ইন্টেরিয়র ডেকরে কেন সেঞ্চুরি ভিনিয়ের্স জরুরি জানেন?

ইন্টেরিয়র ডেকর বাজারে দীর্ঘকাল ভারত শ্রেষ্ঠ,সেরা মান,পরিবেশ বান্ধব,অভিজাত রুচিসম্পন্ন।

ভিনিয়ের্স হল একধরণের পাতলা কাঠের আস্তরণ যা ক্যাবিনেট,ওয়ার্ডরোব,দরজা ইত্যাদিতে একটা পরিশীলিত,অভিনব ফিনিশিং তৈরি করে।এটি যে কোনো ফার্ণিচার কাঠামোর ওপরে ল্যামিনেট অথবা প্রেস করে লাগালে সেই স্ট্রাকচারকে সম্পূর্ণ বদলে নতুন, দৃশ্যনন্দন ও ঝকঝকে করে তোলে।  

এখনকার ট্রেন্ড অনুযায়ী ক্রেতারা অভিনব রুচির বাড়ি সাজাতে একটা নিভৃত,গ্রাম্য ডেকর সমৃদ্ধ ক্যাবিনেটস আর ওয়ার্ডরোব পছন্দ করছেন।যদিও এই ট্রেন্ডের দাবি অনুযায়ী আসল কাঠের কমপ্লিট হার্ডউডই শ্রেয় কিন্তু অত্যাধিক দামের জন্য ভিনিয়ের্সই এখনকার একমাত্র মডার্ন সলিউশন।অন্যান্য কাঠের ডেকরের তুলনায় অনেক সুবিধাযুক্ত আর একদম যেমন চান তেমন পাওয়ার গ্যারান্টি থাকছে।

ভিনিয়ের্সের উপযোগিতা

অন্দরসাজে সবার প্রিয় ভিনিয়ের্স পছন্দের মূল কারণগুলি :

১) দামে সাশ্রয়ী :ভিনিয়ের্স আসল মহার্ঘ কাঠের গড়ন ও গঠনের মতন হুবহু একরকম চেহারা সৃষ্টি করে যাতে প্রিমিয়াম উডের বিপুল খরচ বেঁচে যায় আর  সেই একইরকম অভিজাত রুচিসম্পন্ন দেখতে লাগে। সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী মেটিরিয়াল একটি পরিচ্ছন্ন ডিজাইনে ভিনিয়ের্স দারুণ ফিট করে যায়।দামে এতটাই কম যে মাত্র ৫০টাকা প্রতি স্কোয়ার ফিটে পাওয়া যায় যা সুলভ দামে পাওয়া যাওয়ার কারণে বাজারের সবচেয়ে পপুলার ট্রেন্ড হয়ে উঠেছে।

২) অনুপম দৃষ্টিনন্দন :আজকাল ডেকরেটিভ ভিনিয়ের্স বাজারে সবচাইতে জনপ্রিয়।আসল কাঠের সুক্ষ অভিজাত কারিকুরি সহজেই ভিনিয়ের্স অবিকল প্রতিরূপ করে তুলতে পারে যাতে ফার্ণিচারের চেহারা সম্পূর্ণ বদলে যায়।স্লিক ডিজাইন থেকে মডার্ন প্রিন্ট আর রঙের বিপুল বৈচিত্রে ভিনিয়ের্সের বিশাল সম্ভারকে প্রায় অসীম করে তোলে।বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনারদের নিজস্ব সৃষ্টিশীলতা প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম ডেকরেটিভ ভিনিয়ের্স।

 ৩)পরিবেশ বান্ধব : আসল কাঠের ফার্ণিচারের থেকে ভিনিয়ের্স তৈরিতে অপেক্ষাকৃত অনেক কম কাঠের প্রয়োজন হয়।পরিবেশের ক্ষতি নিয়ে  সারা পৃথিবীর ক্রমবর্ধমান উদ্বেগ আর আশঙ্কা,ক্লাইমেট চেঞ্জ,ডিফরেস্টেশন এইসব উদ্বেগের প্রতিরোধে পরিবেশ বান্ধব হয়ে ওঠা সবার ভাবনায় প্রথম হয়ে দাঁড়িয়েছে।এক্ষেত্রে ভিনিয়ের্স ব্যবহারের অবদান সেদিক থেকে ছোট মনে হলেও এর সর্বজনীক ব্যবহার পরিবেশ রক্ষায় অপরিসীম সাহায্য করতে পারে।

৪) ক্লাইমেট সহনশীলতা – দেখতে কাঠের পাতলা আস্তরণ হলেও এই শিটস জলবায়ুর প্রখর শীততাপ সহ্য করতে সক্ষম।চরম আবহাওয়াতে আংশিক সংকোচন ও সম্প্রসারণের কল্যাণে দরজা আটকে যাওয়ার ভয় থাকেনা।আদ্রতা শুষে নেওয়ার শতাংশ কম হওয়ায় মৌসুমী বায়ু আবহাওয়াতে স্বচ্ছন্দ।বছরের প্রতিটি সময় আবহাওয়া বদলের সময়ানুযায়ী প্রতিরোধী বলে ইন্টেরিয়র ডেকরে চিরস্থায়ী বন্দোবস্ত।          

ভিনিয়ের্সের ধরণ ধারণ

ন্যাচারাল ভিনিয়ের্স- যে ভিনিয়ের্স সরাসরি অকৃত্রিম ভাবে শুধু নির্দিষ্ট গাছের কাঠ থেকে আহরণ করা হয় তাকেই ন্যাচারাল ভিনিয়ের্স বলে।বিভিন্ন ধরণের কাটিং আর স্লাইসিং ছাড়া অন্য কোনো নির্মাণ পদ্ধতির মধ্যে দিয়ে একে যেতে হয়না।এর অকৃত্রিম প্রামাণ্যতার জন্য অভিজাত মহলে কদর বেশি কারণ কখনো হুবহু একরকম প্রিন্টের দুটো শিটস হয়না।পরিবেশ বান্ধব প্রাকৃতিক ইন্টেরিয়রের ন্যাচারাল ডিজাইনের জন্য প্রাকৃতিক চেহারার ন্যাচারাল ভিনিয়ের্স সবচাইতে মানানসই।     

রিকন্সটিউটেড ভিনিয়ের্স –ন্যাচারাল প্রসেসে ভিনিয়ের শিটস সংগ্রহ করে তারপর তাতে মডার্ন ডিজাইন টেকনিক যেমন লেসার কাটিং আর ইমপ্রিন্টিং পদ্ধতিতে তৈরি এই রিকন্সটিউটেড ভিনিয়ের্স।পর্যাপ্ত কিউরিং করার পরেই তৈরি হয় রিকন্সটিউটেড ভিনিয়ের্স।ডাইং আর লেসার টেকনোলজিও এই ভিনিয়ের্স নির্মাণের অন্যতম পদ্ধতি।অত্যাধুনিক নির্ভুল  প্রযুক্তির কল্যাণে  হুবহু একরকমের মাল্টিপল কপি তৈরি করা হয়। 

ম্যানুফ্যাকচারিং টেকনিকের ওপর ভিত্তি করে ভিনিয়ের্সের  আরও শ্রেণীবিভাগ আছে :

  • ন্যাচারাল ভিনিয়ের
  • ফাইন -লাইন ভিনিয়ের
  • শপ -শন ভিনিয়ের
  • স্লাইসড উড ভিনিয়ের
  • 3D  ভিনিয়ের  

এছাড়া আরও আছে ।কাঠের ধরণের ওপর এই শ্রেণীবিভাগ করা হয় যেমন চেরি,বার্চ,নাট ,পাইন এমন।

কেন ইন্টেরিয়র ডেকরে একমাত্র সেঞ্চুরি ভিনিয়ের্সই কিনবেন ? 

ইন্টেরিয়র ডেকর বাজারে দীর্ঘসময় ধরে ভারতের শ্রেষ্ঠ,স্বনামধন্য ভিনিয়ের্স নির্মাতা সেঞ্চুরি ভিনিয়ের্স।সেঞ্চুরি ভিনিয়ের্সের সুনাম আর খ্যাতির দৌলতে উন্নত জীবনচর্যায় অত্যাধুনিক সেরা মানের ডিজাইন এবং দৃষ্টিনন্দন সৌন্দর্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

কার্যত সেরা মান এবং নান্দনিক সৌন্দর্যানুরাগ সেঞ্চুরি প্লাইয়ের উৎকর্ষের ভিত্তি।চমৎকার জমকালো অনুভব যা একইসঙ্গে সুলভ মূল্যে উপলব্ধ ,এই কারণে ইন্টেরিয়র ডেকরে  ভিনিয়ের্সের দুনিয়ায় অদ্বিতীয়।সুতরাং আপনার কিচেন মেকওভার হোক অথবা আরও ভালো ওয়ার্ডরোব সাজানোয় সেঞ্চুরি ভিনিয়ের্সই  সর্বোত্তম।   

পরিশেষে

আপনার বাড়ির অন্দরসাজ সৃষ্টিশীল এবং সেরা মানে ডিজাইন করতে ভিনিয়ের্স অত্যন্ত কার্যকরী। দামে সাশ্রয়ী,পরিবেশ বান্ধব এবং দীর্ঘসতাহযি হওয়ার কারণে আপনার বাড়ির জন্য আদর্শ।এর বিপুল ট্রেন্ডি ডিজাইন সম্ভারের কল্যাণে আপনি আপনার অভিজাত রুচিসম্মত ঠিক যেমন চাইছেন তেমন ডিজাইন পাবেন।একথা নির্দ্বিধায় বলা যায় আপনার সমত ভিনিয়ের্স প্রয়োজনের একমাত্র ঠিকানা সেঞ্চুরি ভিনিয়ের্স।তাহলে আর দেরি না করে এখনই সেঞ্চুরি ভিনিয়ের্সের  শোরুমে চলে আসুন ।   

    

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *