গ্লসি ল্যামিনেটস হল একধরণের ডেকোরেটিভ সারফেস মেটেরিয়াল যা সারফেসে একধরণের মসৃণ ঝকমকে ফিনিশে মুড়ে দেয়।এটি মাল্টিপল লেয়ারের পেপার অথবা ফেব্রিকের সঙ্গে জুড়ে রেজিনে চুবিয়ে হাই প্রেশার এবং হিট দিয়ে কম্প্রেস করা হয়।এই পদ্ধতিতে একটি দুর্দান্ত শক্তিমান,টেকসই গ্লসি মেটেরিয়াল তৈরি হয় যা ডেকোরেটিভ স্পেসের জন্য অত্যন্ত জনপ্রিয়।
বাড়ির ইন্টেরিয়র ডিজাইনের জন্য ল্যামিনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।এর দৌলতে বাড়ি হয়ে ওঠে দৃশ্যত নান্দনিক এবং অন্যান্য দারুন সুবিধেজনক।ল্যামিনেটস খুব সহজে পরিষ্কার করা যায় এবং যে কোনো সারফেসে ব্যবহার করা যায়।এর মেন্টেনেন্সের ঝামেলা কম হওয়ায় বাড়ির মালিকদের কাছে খুব পছন্দের মেটেরিয়াল।এখানে আমরা ল্যামিনেটসের পৃথিবী নিয়ে আলোচনা করব।
গ্লসি ল্যামিনেটস Glossy Laminates আপনার ইন্টেরিয়র ডিজাইনে আধুনিকতার ছোঁয়া আনে।আপনার বাড়ির হোম ডেকরে গ্লসি ল্যামিনেটস চাকচিক্য,কার্যকরী, ফ্যাশনেবল ও সুরুচিপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।এখানে গ্লসি ল্যামিনেটস দিয়ে বাড়ি সাজানোর কিছু পরামর্শ দেওয়া হল :
- কিচেন কাউন্টারটপ্স: কিচেনে প্রচলিত স্টোন সারফেসের পরিবর্তে এখন গ্লসি ল্যামিনেটস জমকালো স্টাইলিশ আর কার্যকরী।প্রচুর ভ্যারাইটির রং আর ডিজাইনে পাওয়া যায় যার থেকে আপনার সাধের কিচেনের স্টাইলের জন্য মানানসই বেছে নিন।
- ক্যাবিনেট ফ্রন্টস : তাড়াতাড়ি এবং কম খরচে কিচেন মেকওভার করতে আপনার কিচেনের ক্যাবিনেট ডোরস গুলো গ্লসি ল্যামিনেটস দিয়ে বদলে দিন। সেটা এখনকার ডেকোরের সঙ্গে তাল মিলিয়ে অথবা নানান রঙের এবং ফিনিশের সম্ভার থেকে সম্পূর্ণ নতুন সতেজ সপ্রতিভ স্টাইলে কিচেন সাজিয়ে তুলুন।
- ফার্ণিচার: আপনার ফার্ণিচারে আধুনিক ট্রেন্ডি মেকওভারের জন্য গ্লসি ল্যামিনেটস অত্যন্ত উপযুক্ত।কফি টেবিল,বুক কেস অথবা মিডিয়া কনসোলে গ্লসি ল্যামিনেটসের প্রয়োগ আপনার লিভিং রুমকে প্রাণবন্ত,পরিপাটি ও পরিচ্ছন্ন রাখবে।
গ্লসি ল্যামিনেটসের সুবিধে :
বহু উপযোগিতার কারণে গ্লসি ল্যামিনেটস ইন্টেরিয়রে নানান ধরণের প্রয়োগের জন্য জনপ্রিয়।এখানে কিছু বিশেষত্বর হদিশ রইল :
- টেকসই : বাড়ির অথবা কাজের জায়গায় যেখানে জনবহুল সেখানে চোট -আঘাত প্রতিরোধী গ্লসি ল্যামিনেটস দারুণ উপযোগী।এছাড়া ময়েশ্চার রেসিস্টেন্ট বলে স্যাঁতস্যাঁতে ,ভেজা জায়গার পক্ষে মোক্ষম।
- স্বাস্থ্যবিধি :গ্লসি ল্যামিনেটস খুব সহজে ব্যবহার ও পরিষ্কার করা যায়,শুধু একটি কম ভেজা কাপড় অথবা লাইট ক্লিনজার দিয়ে মুছে নিলেই নতুনের মরণ ঝকমক করে ওঠে।তাই ব্যস্ত বাড়ি ও কাজের জায়গার জন্য খুব ভালো।
- ডিজাইন ফেক্সিবিলিটি : গ্লসি ল্যামিনেটসের সম্ভারে আছে বিভিন্ন বৈচিত্রের রং,ডিজাইন আর ফিনিশ যার দৌলতে আপনি আপনার রুচিসম্মত প্রয়োজনীয় ল্যামিনেট পছন্দ করে নিতে পারেন।আপনার আপনার রুচি ও পছন্দমত গ্লসি ল্যামিনেটস পাবেন যেমন চিরন্তন ঐতিহ্যশালী অথবা আধুনিক ,একটু বেপরোয়া এবং ট্রেন্ডি।
নানা রকম গ্লসি ল্যামিনেটস
ল্যামিনেট শিটস নানান ডিজাইনে পাওয়া যায়।আপনার প্রয়োজন আর পছন্দ অনুযায়ী আপনি কোন ধরণের গ্লসি ল্যামিনেটস কিনবেন সেটা ঠিক করে নিতে হবে।আপনার রুচি আর পছন্দ অনুযায়ী ঠিক গ্লসি ল্যামিনেটস পেয়ে যাবেন ,সেটা হতে পারে হাই সাইন গ্লস অথবা কিছুটা কোমল,পরিশীলিত ম্যাট ফিনিশ।আজকের গ্লসি ল্যামিনেটসের দুনিয়ায় আপনি প্রচুর বৈচিত্রের সম্ভার পাবেন যা তাদের নিজস্ব গুণমান আর বৈশিষ্টে ভাস্বর।
হাই গ্লস ল্যামিনেটের High Gloss Laminates বৈশিষ্ট তাদের উজ্বল ঝকমকে রূপের বর্ণিল বিভার সৌজন্যে যেটা ল্যামিনেটের সারফেসকে সুনিপুণ চকচকে পালিশের দক্ষতার কারণে।এই ল্যামিনেটস সেখানে ব্যবহার করা হয় যেখানে ঝকমকে আধুনিক অন্দরসাজ প্রয়োজন যেমন রিটেল আউটলেট অথবা খুব দামি ফার্ণিচারে।
হাই গ্লস ল্যামিনেটসের তুলনায় জৌলুসে কম সফ্ট গ্লসি ল্যামিনেটস,যা স্যাটিন গ্লস ল্যামিনেটস নামে পরিচিত।এদের দেখতে উজ্বল হলেও একটু কম ঝলমলে আর দৃশ্যত কিছুটা প্রচ্ছন্ন।এই ল্যামিনেটস সেখানে বেশি ব্যবহার করা হয় যেখানে দৃশ্যত আড়ম্বরের চেয়ে আভিজাত্য,নম্রতা বেশি প্রাধান্য পায়।
শেয়ার করুন :