মুখ দিয়ে যায় মানুষ চেনা ? মুখের স্কিনের/ত্বকের যত্নে ৫ টি টিপস
১) ধুলো ময়লা মেকাপের ফলে রোমকূপ বুজে যায় । ফলে দিনে দুবার -একবার সকালে (কাজের জন্য রোজ মেক আপ করতে হলে ) আর রাতে শুতে যাওয়ার সময় ত্বকের ক্লিনজিং ,টোনিং আর ময়শ্চারাইজিং খুব জরুরী ।
২)ক্লিনজিংয়ের সময় প্রথমে গরম জলে মুখ ধুয়ে নিন ,এতে বুজে যাওয়া ছিদ্র খুলে যায় ,এবার আপনার স্কিন অনুযায়ী ক্লিনজার লাগিয়ে ম্যাসাজ করুন আর পরে ভেজা তুলো ব্যবহার করে মুখ ধুয়ে ফেলুন ।
৩)কড়া নয়, লাইট ক্লিনজার ব্যবহার করুন ।
৪) ক্লিনজিংয়ের সময় স্কিনের প্রাকৃতিক পি এইচ লেভেল বদলে যায় যেটা ফিরিয়ে আনতে সাহায্য করে টোনার । এছাড়াও ক্লিনজিং এর ফলে যে ছিদ্রগুলো খুলে যায় টোনার সেগুলোকে টোনার বন্ধ করে ।
৫) ত্বকের হারিয়ে যাওয়া আদ্রতা কে ফিরিয়ে আনতে ত্বক অনুযায়ী মোয়েশ্চারাইসার ব্যবহার করা দরকার ।
শেয়ার করুন :