এবারে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একদিনে ।বাঙালির চিরকালীন ভ্যালেন্টাইন ডে এই সরস্বতী পুজো। এই ভ্যালেন্টাইন ডে প্রেমের সময় প্রখ্যাত সেনকো গোল্ড হাজির করেছে ডায়মন্ড জুয়েলারির ফেস্টিভ্যাল অফ লাভ ‘২০২৪ দুর্দান্ত,নজর কাড়া কালেকশন।সেই বিশাল বর্ণিল সম্ভার থেকে কিছু বাছাই করা জুয়েলারির হদিশ রইল যা আপনার প্রিয়তমাকে উপহার দিলে প্রেমদিবসের মাধুর্য মর্মস্পর্শী হয়ে থাকবে সেই বিষয়ে নিঃসন্দেহ থাকতে পারেন।

https://sencogoldanddiamonds.com/products/romantic-arrow-diamond-chain-pendant
রোমান্টিক অ্যারো ডায়মন্ড চেন পেন্ডেন্ট -কিউপিডের তীর দ্বারা অনুপ্রাণিত এই 0.11 ক্যারেট ডায়মন্ড চেন পেন্ডেন্ট প্রেমের চেতনার উন্মেষ আনবে। হার্ট শেপড রুবি সহ 14K রোজ গোল্ডে তৈরি পেন্ডেন্টের রূপমাধুর্য চিরস্থায়ী। মনে রাখবেন – আসল গয়নার ডাইমেনশন কিছুটা আলাদা হতে পারে।

https://sencogoldanddiamonds.com/products/romantique-duo-diamond-necklace
রোমান্টিক ডুও ডায়মন্ড নেকলেস – এই 2.03 ক্যারেট হিরের নেকলেস দিয়ে প্রেমের উষ্ণ আবেগ জাগিয়ে তুলুন, আপনার প্রেমিকার জন্য পছন্দসই পার্টি অ্যাকসেসরি ৷ 14K সোনায় ঘেরা প্রাণবন্ত সেমি প্রেশাস স্টোনের এই গয়না অনুপম ভালবাসাকে মূর্ত করে এবং আপনার প্রিয়জনকে মনোমুগ্ধ করবে। মনে রাখবেন – আসল গয়নার ডাইমেনশন কিছুটা আলাদা হতে পারে।

https://sencogoldanddiamonds.com/products/affectionate-heart-diamond-ring
অ্যাফেকশনেট হার্ট ডায়মন্ড রিং-আপনার প্রেমিকার জন্য উষ্ণ ভালোবাসার উপহার, এই 0.14 ক্যারেটের হিরের আংটিটি প্রতিদিনের ব্যবহারের জন্য হালকা ওজনের ডিজাইনের সাথে 18K রোজ গোল্ডে তৈরি। এই আড়ম্বরপূর্ণ অপূর্ব প্রেমময় উপহারে আপনার হৃদয়ের অনুভূতি প্রকাশ করুন আর এই ঝলমলে হিরে আপনার প্রেমের চিরস্থায়ী প্রতিশ্রুতি হয়ে উঠুক। মনে রাখবেন – আসল গয়নার ডাইমেনশন কিছুটা আলাদা হতে পারে।

https://sencogoldanddiamonds.com/products/adorable-poise-diamond-drop-earrings
অ্যাডোরেবল পয়েজ ডায়মন্ড ড্রপ ইয়ারিংস -অত্যাশ্চর্য ডিম্বাকৃতি প্যাটার্নের 14K রোজ গোল্ডে কারুকাজ করা এই মনোহরণ 0.41 ক্যারেট ডায়মন্ড ড্রপ ওভাল প্যাটার্ন কানের দুল বন্ধু বান্ধব আর প্রতিবেশীদের ঈর্ষার উদ্রেক করতে সক্ষম । এই রঙিন সেমি প্রেশাস স্টোনের গয়নায় সেজে পার্টি করতে প্রলুব্ধ করে।মনে রাখবেন – আসল গয়নার ডাইমেনশন কিছুটা আলাদা হতে পারে।

https://sencogoldanddiamonds.com/products/love-poise-diamond-ring
লাভ পয়েজড ডায়মন্ড রিং -আপনার ভালোবাসার নারীর জন্য 18K সোনায় তৈরি এই 0.15 ক্যারেটের হিরের আংটি আধুনিক রোম্যান্স আর চিরকালীন লাবণ্যের মেলবন্ধন । হাই গ্লস ফিনিশ এবং ঝলমলে দুটি হার্ট মোটিফ একে অপরের পাশে ঠিক আপনাদের প্রেমের বন্ধনের মতন জুড়ি বেঁধে নিয়েছে।মনে রাখবেন – আসল গয়নার ডাইমেনশন কিছুটা আলাদা হতে পারে।
সেনকো গোল্ডের এই ‘ফেস্টিভ্যাল অফ লাভ ২০২৪’ বর্ণিল বৈচিত্রের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন –https://sencogoldanddiamonds.com/products/category/all-products
শেয়ার করুন :