সেনকো গোল্ড অপরূপা সম্ভার -

সেনকো গোল্ড অপরূপা সম্ভার

এই শারদীয়া পুজোয় প্রখ্যাত সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের নতুন নিবেদন অপরূপা কালেকশন।এই অসামান্য অনন্য সম্ভারের সঙ্গে রয়েছে দুর্দান্ত আকর্ষণীয় ছাড়।প্রতি গ্রাম সোনায় ১০০ টাকা ছাড়,সোনার গয়নার মেকিং চার্জে ফ্ল্যাট ২৫% ছাড়,হিরের গয়নার মেকিং চার্জে ফ্ল্যাট ৫০% ছাড় এবং হিরের দামে ৫% ছাড়।আক্ষরিক অর্থে অপরূপা কালেকশনের কিছু ঝলক রইল:

ইন্টারনাল লুমিনেন্স ডায়মন্ড গোল্ড নেকলেস – আলোয় ভেসে উঠুন এই অপূর্ব হিরা খচিত সোনার নেকলেসে। এর ঢেউ খেলানো নকশা, যা অতুলনীয় শিল্পকলায়  ছোঁয়ায় তৈরি, ঝলমলে হিরের ঝলকানিতে মোড়া, নিখাদ আভিজাত্যের প্রতীক।মুগ্ধতা আর সুরুচিপূর্ণ লালিত্যের মেলবন্ধন এই অলঙ্কার, জমকালো সন্ধ্যার আসরে আপনাকে করে তুলবে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু।মনে রাখবেন , ফটোগ্রাফিক লাইটের জন্য ছবির সঙ্গে আসল গয়না দেখতে কিছুটা ফারাক হতে পারে।

https://sencogoldanddiamonds.com/jewellery/eternal-luminance-diamond-gold-necklace

রিগ্যালিয়া মান্ডালা পোলকি ডায়মন্ড রিং- শিল্পকলার মহিমায় ভরা এই আঙটি ঝলমল করছে উজ্জ্বল হিরের পোলকি সেটিংয়ে, যার পাশে দীপ্ত সবুজ পাথর আর উজ্জ্বল সোনার আভা। মণ্ডল-প্রেরিত নকশায় ফুটে উঠেছে মুঘল আভিজাত্যের জৌলুস, আর এর সূক্ষ্ম সামঞ্জস্য এনে দিয়েছে চমৎকার  আধুনিক লালিত্য। যুগ যুগ ধরে সংরক্ষণের মতো এক অনন্য ঐতিহ্য, অমলিন ঐশ্বর্যের প্রতীক। মনে রাখবেন,ফটোগ্রাফিক লাইটের জন্য ছবির সঙ্গে আসল গয়না দেখতে কিছুটা ফারাক হতে পারে।

https://sencogoldanddiamonds.com/jewellery/regalia-mandala-polki-diamond-ring

ডোমিনিওন গ্রেস গোল্ড ব্যাঙ্গল- ঐতিহ্যের মাধুর্যে ভরা এই সোনার চুড়িতে আছে সূক্ষ্ম কারুকাজ, গাঢ় লাল পাথরের ছোঁয়া আর দৃষ্টিনন্দন মন্দির-প্রেরিত মোটিফ।দুর্দান্ত ঝলমলে কারুশিল্প একে করে তুলেছে নজরকাড়া স্টেটমেন্ট পিস, যেখানে ঐতিহ্য আর আভিজাত্যের মেলবন্ধন। সিল্ক শাড়ি কিংবা অনারকলির সঙ্গে পরলে ফুটে উঠবে এর রাজকীয় আবেদন। মনে রাখবেন,ফটোগ্রাফিক লাইটের জন্য ছবির সঙ্গে আসল গয়না দেখতে কিছুটা ফারাক হতে পারে।

https://sencogoldanddiamonds.com/jewellery/dominion-grace-gold-bangle

সেলেস্টিয়াল পাথওয়ে ডায়মন্ড রিং – এই হীরের আঙটিতে ফুটে উঠেছে দৃপ্ত জ্যামিতিক নকশা, যেখানে রোজ গোল্ডের জালির উপর ঝলমলে হিরের সমাহার জীবন্ত করে তুলেছে ডিজাইনটিকে। গড়নদার রেখাগুলো দিয়েছে আধুনিক ছোঁয়া, আর হিরের আভা এনে দিয়েছে কোমল মাধুর্য। জমকালো লেহেঙ্গার সঙ্গে সহজেই মানিয়ে যাবে এটি,যেন ঐতিহ্যের মাঝে  ঐতিহ্যপূর্ণ বিলাসী আভা। মনে রাখবেন,ফটোগ্রাফিক লাইটের জন্য ছবির সঙ্গে আসল গয়না দেখতে কিছুটা ফারাক হতে পারে।

https://sencogoldanddiamonds.com/jewellery/celestial-pathway-diamond-ring

ম্যাজেস্টিক ফ্লোরাল গোল্ড চুড় ব্যাঙ্গল – সুক্ষ সুনিপুণ জালির প্যাটার্নের সঙ্গে স্পষ্ট ফুলেল মোটিফের মেলবন্ধনে তৈরি এই সোনার চুড়ি, যেখানে একসাথে মিলেছে আলতো সৌন্দর্য আর আভিজাত্যের ছোঁয়া। যে কোনো বিশেষ মুহূর্তে এটি এনে দেবে মাধুর্য ও মার্জিত রুচির নিখুঁত ভারসাম্য। ফ্লোইং জর্জেট গাউনের সঙ্গে পরলে তৈরি হবে এক দুর্দান্ত ফিউশন লুক, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয় ঝলমল করে উঠবে। মনে রাখবেন,ফটোগ্রাফিক লাইটের জন্য ছবির সঙ্গে আসল গয়না দেখতে কিছুটা ফারাক হতে পারে।

https://sencogoldanddiamonds.com/jewellery/majestic-floral-gold-chur-bangle

অপরূপা কালেকশনের বিশাল সম্ভারের জন্য ক্লিক করুন – https://sencogoldanddiamonds.com/jewellery/category/aparupa-collection

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *