ট্রিবিকা পার্ক এবং গ্লোবাল কনসালটেশন ডার্মাটোলজিস্ট এম.ডি স্কিন কেয়ার স্পেশালিস্ট মেঘান ওব্রায়েনের মতে, “এই মুহুর্তে, এটি নিশ্চিত করে যায় না যে COVID-১৯ বীজাণু কোনও নির্দিষ্ট সারফেসের ওপরে যেমন কার্ডবোর্ড, ধাতু এবং প্লাস্টিকের মতো উপকরণগুলিতে কয়েক ঘন্টা অবধি আবার ৩/৪ দিন থেকে যেতে পারে,” তাই
১) আপনার মেক আপ বাক্স আর তার সব উপকরণ স্প্রে স্যানটিজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে
২)আপনার সমস্ত প্যালেটগুলি স্যানিটাইজার দিয়ে স্প্রে করুন এবং একে নষ্ট হতে দিন; এটিকে টিস্যু বা আঙ্গুল দিয়ে ঘষবেন না /
৩) তুলি ,ব্রাশ প্রতিবার ব্যবহার করার আগে হ্যান্ডওয়াশ অথবা ডিশ ওয়াশিং ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে তবে ব্যবহার করুন
৪) স্পঞ্জ গুলোতেও একই ভাবে পরিষ্কার করে ব্যবহার করুন
৫) সব ধরণের কাজল ও অন্যান্য পেন্সিল একবার করে শার্প করে তবেই ব্যবহার করুন
৬) মাস্কারা এখন আর কিছুদিন ব্যবহার না করে ভালো ,যদি করতেই হয়, মাস্কারার ব্রাশ পরিষ্কার করে ব্যবহার করে আবার পরিষ্কার করে তবেই খাপে ঢোকান
তথ্য ঋণ : সেলিয়া এলিনবার্গ
শেয়ার করুন :