মনোহরণ মৃগনয়নী -

মনোহরণ মৃগনয়নী

ঋতু পরিবর্তনের সময় ফ্যাশন আর স্টাইল সেন্সেরও বদল হয়।এখন যখন শীত বিদায় নিচ্ছে আর বসন্ত আসছে এই সময়ে দক্ষিণাপণের এম পি হ্যান্ডলুমের ঐতিহ্যশালী মৃগনয়নীর মনোহারী সম্ভার-   

চান্দেরী কটন- শতাব্দী প্রাচীন এই বুনন শৈলী টি চকচকে স্বচ্ছতা এবং নিছক টেক্সচার এর জন্য পরিচিত। উজ্জ্বল গোল্ডেন জড়ির পারের আবির রাঙা এই শাড়ী যেকোনো অনুষ্ঠান বা পুজোতে আপনার সঙ্গী হতে পারে, সাথে চাই হাল্কা গয়না, ছোট্ট টিপ আর ম্যাচিং গোল্ডেন চান্দেরী বা ব্রকেড ব্লাউজ।

মাহেশ্বরী শাড়ী -সিল্ক বা সুতির সুতো দিয়ে বোনা হয় তাই এর টেক্সচার খুব আরামদায়ক আর নরম হয়ে থাকে।এই সময় আর ট্রেন্ডের সঙ্গে ইন্ডিগো ব্লু এই মহেশ্বরী শাড়ী পারফেক্ট ফিট করে,এই শাড়ির সঙ্গে ম্যাচিং বা কনট্রাস্ট ব্লাউজ, হাল্কা রুপোর গয়না বা সুন্দর ঝুমকো আপনাকে আরো সুন্দর করে তুলবে।

মাহেশ্বরী প্রিন্টেড সিল্ক – মধ্যপ্রদেশের এই বিখ্যাত শাড়ী তার  জিওমেট্রিকাল মোটিফের জারিবর্ডার এর জন্য প্রসিদ্ধ। এর অসাধারণ বুনন আর আধুনিক ফ্লোরাল ও বার্ড মোটিফের ব্যবহার একে অন্যদের থেকে আলাদা করে তোলে। মানানসই কানের দুল, হাল্কা খোলা চুলে আপনিও উজ্জ্বল হয়ে উঠবেন।

মাহেশ্বরী সিল্ক – আগামী বসন্তের রঙে রঙিন হওয়ার জন্য এর থেকে ভালো কম্বিনেশন হয়তো পাওয়া যাবে না, একদিকে ভীষণ ইজি টু ওয়্যার অন্যদিকে ভীষণ ট্রেন্ডি, হাল্কা সিলভার গয়না আর গ্লাসস্লিভ ওয়ান কালার ব্লাউজ থাকলে আপনার থেকে চোখ ফেরানো কঠিন।

ফ্লোরাল মোটিফের এই শ্যাওলা সবুজ প্রিন্টেড মাহেশ্বরী সিল্ক শাড়ী কনট্রাস্ট ব্ল্যাক ব্লাউজ হেভি মেটাল ঝুমকা স্মার্ট বালা আর আংটি দিয়ে পড়লে কি পরে পার্টি বা যে কোনো গ্যাদারিংয়ে আপনি  সুন্দরী হৃদিরঞ্জন হয়ে উঠবেন।

আরো অজস্র শাড়ি,রেডিমেড,হ্যান্ডিক্রাফ্টস,ব্লাউজ,বেডকভারের বর্ণিল বিপুল সম্ভার প্রতক্ষ্য করে কিনে ফেলতে চলে আসুন গোলপার্কের কাছে দক্ষিণাপণের মৃগনয়নীতে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *