ল্যামিনেটস আমাদের বাড়ির সদস্য হয়ে উঠলো কী করে? -

ল্যামিনেটস আমাদের বাড়ির সদস্য হয়ে উঠলো কী করে?

সুবিধে,স্থায়িত্ব,সুলভ,সাশ্রয়ী,ভ্যারাইটি,বেস্ট কোয়ালিটি।

আজকাল ল্যামিনেটসের ব্যবহার শুধু সাধারণ কাঠের ডিজাইনেই সীমাবদ্ধ নয়,জটিল,শৈল্পিক এবং সৃষ্টিশীল ডিজাইনেও সমাদৃত,ধীরে কিন্তু নিশ্চিতভাবে আজকাল ল্যামিনেটস আমাদের বাড়ির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে ।হোম ডেকোরের ক্ষেত্রে সঠিক ল্যামিনেটেড ডিজাইন পছন্দ করতে এখানে অজস্র রুচিশীল সম্ভার আছে।এখানে আমরা ল্যামিনেটসের সুফল ও সুবিধে নিয়ে আলোচনা করব।

ল্যামিনেটসের সুবিধে

দ্রুত ও শীঘ্র : মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ল্যামিনেটস ইনস্টল করা যায়।আপনাকে শুধু সঠিক ল্যামিনেট আর ডিজাইন পছন্দ করে নিলেই হল।একবার পছন্দ হয়ে গেলে আপনি আশ্চর্য হয়ে দেখবেন যে কত তাড়াতাড়ি আপনার বাড়িতে ল্যামিনেট ডেকর ইনস্টল করা হল।যে কোনো স্পেসের সৃষ্টিশীল সৌন্দর্য্যের লেয়ার যোগ করে সুদৃশ্য করে তোলে।

একেবারে নিজের পছন্দের মতন বানিয়ে নেওয়া :এই ল্যামিনেটসের গুণপনা হল নানা ধরণের প্যাটার্ন আর ডিজাইনে পাওয়া যাওয়ার কারণে নিজের পছন্দনুযায়ী কালার ডিজাইন আর প্যাটার্নে আপনার ল্যামিনেটস বানিয়ে নিতে পারেন।প্রত্যেক বাড়ির একটা নিজস্ব স্টাইল আর গড়ন বিন্যাস থাকে।ল্যামিনেটস সেই অনুপম অনন্যতা বাড়িয়ে তোলে।

স্থায়িত্বের শক্তি :ভালো জিনিস কেনার সময় সবচেয়ে আগে দেখে নিতে হয় সেটা কতটা টেকসই।দীর্ঘদিন ভালো থাকলে তার জন্য কম খরচ হয়। ঠিক করে লাগালে ল্যামিনেটস বহু বছর টেকসই থেকে আপনার ঘরের সৌন্দর্য্যবৃদ্ধি করে।

স্কাফ রেসিস্টেন্ট : এমন একটা প্রোডাক্ট যেটায় কোনো স্ক্র্যাচ,ঘষার দাগ পড়েনা সেটা বাড়ির জন্য  দুর্দান্ত এটা স্বীকার করতেই হয় কারণ বাড়িতে ডিশ বা অন্যান্য জিনিস থেকে স্ক্র্যাচ পড়ে যাওয়া হামেশাই হয়ে থাকে।জেনে স্বস্তি পাবেন প্রায় সব ল্যামিনেটসই স্ক্র্যাচ প্রুফ হয়।

স্টেইন রেসিস্টেন্ট : বাড়িতে বাচ্চা থাকলে অথবা আপনি যদি অন্যমনস্ক ও অগোছালো স্বভাবের হন সেক্ষেত্রে ল্যামিনেটস আপনার পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারে।এর স্টেইন রেসিস্টেন্ট বৈশিষ্টের জন্য যে কোনো দাগ ময়লা নিমেষে মুছে পরিষ্কার করে নেওয়া যায়।

হিট প্রুফ : ল্যামিনেটস দীর্ঘক্ষণ গরমের সংস্পর্শে থাকার কারণে এই হিটপ্রুফ বৈশিষ্ট্য একটি উপকারী উপাদান।এই কারণেই বেশিরভাগ কিচেন ক্যাবিনেট ডিজাইনে ল্যামিনেটস ব্যবহার করা হয়।

কম মেন্টেনেন্স : ল্যামিনেট ডেকর মানেই কম মেন্টেনেন্সের সুবিধে আর সহজেই  ঝকঝকে পরিষ্কার রাখা যায়। একবার একটু মুছে ডাস্টিং করে নিলেই আবার নতুনের মতন ঝকমকে হয়ে ওঠে।

সুলভ ও সাশ্রয়ী: বাড়ি সাজানোয় সবসময়ে মনে রাখতে হবে এমন কিছু যা সুন্দর এবং একই সঙ্গে সাশ্রয়ী। নান্দনিক অভিজাত  বাড়ি সাজাতে অনেক খরচ করার প্রয়োজন নেই। তুলনামূলকভাবে ল্যামিনেটস অনেক কম দামে কার্যসিদ্ধি করে আর অন্দরসাজে  অনন্য আকর্ষণীয় রূপমাধুর্য আনে।

ভ্যারাইটি : বাজারে ল্যামিনেটসে প্রচুর বৈচিত্র উপলব্ধ।আপনার মনের মতন পছন্দ করে নিলেই হল । ল্যামিনেটস বাছাই করতে তার গুণমান আর বৈচিত্রের প্রতি সতর্ক থাকবেন।বাড়ি সাজাতে  ল্যামিনেটস  খুঁজতে গিয়ে প্রকৃত ভালো ল্যামিনেটসের বিশ্বাসযোগ্যতা পরখ করে নেওয়া জরুরি ।

কিচেন ক্যাবিনেট ডিজাইনের জন্য ল্যামিনেটস পছন্দের সময় খেয়াল রাখতে হবে যে এই ল্যামিনেটসের দীপ্তি যেন অন্য ডেকরের ঔজ্বল্যকে ম্লান না করে সমস্ত পরিবেশ  অনুপম দৃষ্টিনন্দন করে তোলে।এছাড়া এই ডেকোর যেন কার্যকরী হয়ে ওঠে যাতে এর প্রয়োজনীয়তা নিশ্চিত করা যায়।ধরা যাক যে জায়গার জন্য ল্যামিনেট পছন্দ করছেন সেখানে দাগ ময়লা লাগার প্রবণতা খুব বেশি তাই সেখানে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট ল্যামিনেট ব্যবহার করুন।আবার যেখানে খুব গরম থাকে সেখানে হিট রেসিস্টেন্ট ল্যামিনেট ব্যবহার করুন।

পরিশেষে

ভারতে প্রচুর ধরণের ল্যামিনেটস পাওয়া যায় যা খাঁটি,বিশ্বাসযোগ্য এবং গুনমানে সমৃদ্ধ। এর সঠিক নির্বাচন মাঝে মধ্যে একটু কঠিন হয়ে দাঁড়ায় তাই উৎকৃষ্ট ল্যামিনেটস কেনার সময় পরখ করে নিন বিশ্বস্ত ব্র্যান্ডের সেরা এবং সাশ্রয়ী জিনিস। সেঞ্চুরি ল্যামিনেটস শুধু সবচেয়ে ভালো দেখতে আর নিজের মতন কাস্টমাইজ করে নেওয়া যায় বলে নয় এর ওপরে অত্যন্ত সাশ্রয়ী ও কার্যকরী। অন্দরসাজের নিয়ম মেনে ঘর সাজাতে আলোর প্রতি নজর দিন।আদর্শ ডেকর হল যা আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সৌন্দর্য্যে অভিজাত নান্দনিকতা আনে তাই বেস্ট কোয়ালিটি ল্যামিনেটসের জন্য সেঞ্চুরি ল্যামিনেটসই পছন্দ করুন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *