ভারতীয় বনেদি বাড়ির অন্দরমহলে ঢুকলে দেখা যায় প্রায় দীর্ঘদিন টেকসই থাকে বলে বেশিরভাগ ফার্ণিচার সলিড কাঠের তৈরী।ঠিক তেমনি আপনি যদি এমন বাড়ি চান যার সৌন্দর্য্য অসীম তাহলে ইন্টেরিয়রে এমন মেটেরিয়াল ব্যবহার করতে হবে যা দীর্ঘস্থায়ী।এমনই একধরণের ডেকোরেটিভ মেটেরিয়াল বাজারে পাওয়া যায় যাকে ভিনিয়ের বলা হয়।যেহেতু এটি ভেঙে,চটে,মুচড়ে যায়না তাই ইন্টেরিয়রের দীর্ঘস্থায়িত্বের জন্য এটি আদর্শ মেটেরিয়াল।এটি শুধু বাড়ির অন্দরসাজ সমৃদ্ধ এবং সৌখিন করে তোলেনা বরং সহজে মেন্টেন করা যায়।
সারা দেশের বিখ্যাত ডিজাইন প্রফেশনালসদের প্রথম পছন্দ হল সেঞ্চুরি ভিনিয়ের্স,যারা অসাধারণ ইন্টেরিয়র সাজাতে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে যা অত্যন্ত কার্যকরী, নান্দনিকতায় স্নিগ্ধ এবং অদ্বিতীয় অনন্য।
ইন্টেরিয়রে কীভাবে সবচেয়ে ভালোভাবে ভিনেয়ের ব্যবহার করবেন –
১) ওয়াও – ড্রোবস:আজকাল ইন্টেরিয়রে ভিনেয়ের্ড ওয়াড্রোবস থাকতেই হবে এর সর্বজনীন চাহিদা আর দুর্দান্ত দেখতে বলে।খুব সহজে পালিশ করা যায় বলে একে বিভিন্ন শেডে রি-পলিশ করে আপনার দেওয়ালের শেডের সঙ্গে কন্ট্রাস্ট করে সাজানো যায়।
২)ক্যাবিনেটস -ফার্নিচারের বেস্ট পিস্ -ক্যাবিনেট :ফার্ণিচারের সবচেয়ে দরকারি জিনিস হল ক্যাবিনেট,যাকে বুকশেল্ফ,এক্সট্রা স্টোরেজ,টিভি প্লেস আর আপনার মেমেন্টো আর ট্রফি রাখার বেস্ট জায়গা।উডেন ভিনিয়ের্ড ক্যাবিনেটে সুদৃশ্য শোপিসের সমাহার আপনার ইন্টেরিয়রকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
৩)নাগালের মধ্যে সাইড টেবল – সাইড টেবল আপনার ইন্টেরিয়র অ্যাক্সেসরিজের জন্য খুব দরকারি,যা প্রায় সব জায়গায় ব্যবহার করা যায়,বেডরুম,এমনকি লিভিং রুমেও ছোটখাটো জিনিস যেমন ওয়ালেট,ফোন হাতের কাছে রাখার জন্য ফার্ণিচারের বেস্ট পিস হল এই সাইড টেবল।এই সাইড টেবলে সেঞ্চুরি ভিনিয়ের্সের লেয়ার লাগিয়ে নিয়ে অভিজাত সৌখিন করে তুলুন।
৪)রুচিশীল কিচেন ইন্টেরিয়র:উডেন কিচেন ইন্টেরিয়র স্টাইলের মহিমা চিরকালীন।কিচেন ইন্টেরিয়রের জন্য হালকা দেওয়ালের রঙের কন্ট্রাস্টে ডার্কার শেডের ভিনিয়ের ব্যবহার করলে তার জৌলুসে চমকে যাবেন। কিচেনে ভিনিয়ের ব্যবহার করার সময়ে মনে রাখবেন ভিনিয়ের শুধুমাত্র টপ ক্যাবিনেটে ব্যবহার করবেন আর স্ল্যাবসে ব্যবহার করবেন না কারণ স্ল্যাবসে প্রচুর দাগ,ছোপ,উপচে পড়া আর অন্যান্য ধকল সহ্য করতে হয়।
৫)মনোযোগের জন্য স্টাডি টেবল- কখনো জরাজীর্ণ,বেহাল টেবিলে বসে পড়াশোনা, কাজকম্মো করার কথা ভেবেছেন?এতে কখনো সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা যায় ?যায় না তো,তাই আপনার স্টাডি/ওয়ার্ক টেবিলের ডিজাইনে খুব যত্ন নিতে হয়।টেবিলে দীর্ঘস্থায়ী,টেকসই সেঞ্চুরি ভিনিয়ের লাগিয়ে দেখুন আপনার মনোযোগ আর বুদ্ধির ঝিলিক দিচ্ছে।
৬)শান্তিতে ঘুমোনোর বিছানা – সারাদিনের খাটা খাটনির পর ইচ্ছে করে পৃথিবীর সবচাইতে শান্তির জায়গায় ফিরে যেতে -বেডরুমে।ভেবে দেখেছেন দিনের শেষে একটি একটা বিশ্রী বেডরুমে ফিরছেন যাতে আপনার মুড পুরো বিগড়ে দেবে। বেডরুমে ফাইন ফিনিশ সমৃদ্ধ সেঞ্চুরি ভিনিয়ের লাগিয়ে নিন,সঙ্গে সমতুল্য সাইড টেবিল আর সারাদিনের কঠোর পরিশ্রমের পর আরামের স্বর্গে ফিরে আসুন।
৭) দুর্দান্ত দীপ্তিমান দরজা:এখন ভিনিয়ের্ড ডোরস খুব জনপ্রিয় তার কারণ একে দেখতে দুর্দান্ত সুন্দর।যদি আপনি রিনোভেশন প্ল্যান করেন তাহলে অবশ্যই দরজায় এক লেয়ার সেঞ্চুরি ভিনিয়ের্স ব্যবহার করে দেখুন সবাই চমকে যাবে।
পুনশ্চ: আজকাল রেডিমেড ভিনিয়ের্ড ডোরস কিনতে পাওয়া যায়,সেঞ্চুরি ডোরসের ডেকোরেটিভ রেঞ্জ দেখে নিতে পারেন।
৮) বইপ্রেমী আপনার বুকশেল্ফ: যারা আপনাকে মহামূল্য জ্ঞান দেয়,তাদের রাখতে একটা উষ্ণ মনোরম জায়গা উপহার দিন।সেঞ্চুরি ভিনিয়ের্স দিয়ে বুকশেল্ফের সৌন্দর্য্য বাড়িয়ে রোজ পড়ার সময় বাড়িয়ে নিন কারণ সময়বিশেষে এই নতুন সাজের বুকশেল্ফের সৌন্দর্য্যে আকর্ষিত হবেনই।
৯) ভিনিয়ের্ড ওয়ালে ট্রেন্ডসেটার: ভিনিয়ের্ড ওয়াল যে দুর্দান্ত দেখতে লাগে এই নিয়ে কোনো কথা হবে না।নতুন বাড়ি ডিজাইন করতে অবশ্যই ভিনিয়ের্ড ওয়ালের সম্ভার দেখে নেবেন।এর মাধুর্য এমন আকর্ষণীয় যে আপনি যেখানেই যান,বাড়ি ফিরে আসতে ইচ্ছে করবে। আপনার ইন্টেরিয়রে এর সৌন্দর্য্যের উষ্ণতা,আভিজাত্য বাড়িকে ভালোবাসা আর আনন্দের প্রাসাদ বানিয়ে তুলবে।
১০) আধ্যাত্মিকতার সতেজতা: মন্দিরে এবং আধ্যাত্মিক বুকশেলফে উডেন ইন্টেরিয়রের প্রচুর ব্যাবহার,তাই সেঞ্চুরি ভিনিয়ের্সের লাবণ্যে আপনার বাড়ির আধ্যাত্মিক স্থান সাজিয়ে তুলুন এবং সর্বদা ঈশ্বরের অনুগ্রহ আর আশীর্বাদ পেতে থাকুন।
পরিশেষে
নিঃসন্দেহে ভিনিয়ের আপনার ইন্টেরিয়রের জন্য বেস্ট ডেকোরেটিভ মেটেরিয়াল,বিশেষত ভিনিয়েরকে একাধিক কাজে ব্যবহার করা যায় বলে যে কোনো ক্ষেত্রে এর উপযোগিতা আছে।প্রথাগত ডিজাইন আইডিয়া ছেড়ে কন্ট্রাস্টিং শেডস নিয়ে মুক্তচিন্তায় সৃষ্টিশীল হয়ে সেঞ্চুরি ভিনিয়ের্স দিয়ে আজই আপনার ইন্টেরিয়র ডিজাইন করুন।
এর বিশাল রেঞ্জ দেখতে এখানে ক্লিক করুন – : https://www.centuryply.com/centuryveneers/
শেয়ার করুন :