১) গরমজলে ২০ মিনিট রোজমেরি ভিজিয়ে রাখুন। ঠান্ডা হলে একটা ডিম ভেঙে ফেটিয়ে নিন ।চুলে ভালো করে ম্যাসাজ করে ৫/১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ।
২) নারকেল ,অলিভ আর আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন ।দু ঘন্টা রেখে দিন ।এরপর হাল্কা কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন ।
৩) ৩ টেবিল চামচ অলিভ অয়েল আর ১ টেবিল চামচ মধুতে ৩ টি ডিম আর একটু টকদই মিশিয়ে এই মাস্কটাকে চুলে ভালো করে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে থেকে আধ ঘন্টা পরে ধুয়ে ফেলুন ।
৪) দু টুকরো পেঁপে চটকে নিন ।এর মধ্যে দু চামচ টকদই মিশিয়ে নিন ।মিক্সচার ভালো করে স্ক্যাল্পে আর চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে (যাতে ময়েশ্চার না বেরিয়ে যায়) আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন ।
৫)শ্যাম্পু করার সময় চার কাপ কুসুম গরম জলে দু টেবিল চামচ মধু মিশিয়ে চুলে মেখে নিন ,ধোবেন না কিন্তু ,একটু চ্যাট চ্যাট করলেও কন্ডিশনার হিসেবে মধুর জুড়ি মেলা ভার।