সেঞ্চুরি ল্যামিনেটস দিয়ে বেস্ট অ্যাপার্টমেন্ট রিমডেল -

সেঞ্চুরি ল্যামিনেটস দিয়ে বেস্ট অ্যাপার্টমেন্ট রিমডেল

অ্যাপার্টমেন্টে নতুন প্রাণসঞ্চার,আশ্চর্য্য সুন্দর ল্যামিনেট ডিজাইন।

প্যানডেমিকের সময় দীর্ঘদিন ঘরে থাকার সময় অনেক কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার সময় পাও গিয়েছিল।আমাদের মধ্যে কেউ কেউ তার ফেলে আসা শখ পূরণ করেছে ,আবার কেউ কেউ নতুন শখ আত্মস্থ করেছে। লকডাউনের সময় নানা বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।

আমাদের মধ্যে কেউ কেউ আবার তাদের অ্যাপার্টমেন্ট রিমডেল করার কথাও ভেবেছেন,যেমন একটা ঘর বানানো,লিভিং রুমের ওয়ালপেপার চেঞ্জ করা,ডাইনিং রুমে প্লাইউড দিয়ে সাজানো।কিন্তু অ্যাপার্টমেন্ট রিমডেলিং এমন একটা বিষয় যা দুম করে ভেবে বসে সঙ্গে সঙ্গে ঘটিয়ে ফেলা সম্ভব নয়। 

এর জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে,এক্সপার্টদের পরামর্শ নিতে হবে এবং প্রফেশনালসদের দিয়ে কাজ করাতে হবে।কারণ এটা আপনার বাড়ি যার ইন্টেরিয়র বদলের কথা হচ্ছে যেখানে কোনো কিছু ভুল করে করা যাবে না আর একবার করার পর ভুল হলে তাকে আবার শোধরানো খুব মুশকিল।

অ্যাপার্টমেন্ট রিমডেলের কী প্রয়োজন ?

১) ফার্ণিচার মেন্টেনেন্স আর মেরামতি ,সারানোর বেশি খরচ কমায়।

২) অ্যাপার্টমেন্টে নতুন প্রাণসঞ্চার করে এবং পুরোনো ক্লান্তিকর বাড়িকে নতুন করে তোলে।

৩) আপনার লাইফস্টাইল বাড়িয়ে তুলে আরও সুরক্ষা,আরাম আর আনন্দের অনুভব আনে।

৪) আপনি ল্যান্ডলর্ড হলে অ্যাপার্টমেন্ট রিমডেল করলে বেশি ভাড়া পাবেন।

৫) রিনোভেটেড  অ্যাপার্টমেন্ট অনেক প্রশস্ত ,বেশি কার্যকরী,বাড়তি স্টোরেজ স্পেস ,জায়গার ভালো সদ্ব্যবহার করতে পারে।

৬) রিমডেলের সময় ঘরের সাজসজ্জার বিন্যাস বদলে বেড আর ফার্ণিচারের জন্য নতুন স্পেস তৈরি করে নিতে পারেন।    

৭) রিমডেল অ্যাপার্টমেন্টের মূল্য আর মর্যাদা বাড়িয়ে তোলে বলে বিক্রি আর ভাড়া দেওয়ার সময় বেশি দাম পাওয়া যায়।    

সেঞ্চুরি ল্যামিনেটস আপনাকে কীভাবে সাহায্য করতে পারে ?

সেঞ্চুরি ল্যামিনেটস তাদের ক্রেতাদের শ্রেষ্ঠ মানের পরিষেবা দেয়।এর অদ্ভুত আশ্চর্য্য সুন্দর ল্যামিনেট ডিজাইন শুধু অনন্য,অনুপম নয়,আপনার ইন্টেরিয়রের আভিজাত্য বাড়ায়।এদের ডিজাইনের বেস্ট বন্ডিং প্রপার্টিস আর হায়ার কালার ফাস্টনেস যে কোনো স্টাইল আর ট্রেন্ডের পক্ষে উপযুক্ত। 

এই প্রতিষ্ঠানের দুর্দান্ত ল্যামিনেটস রেঞ্জের মধ্যে জনপ্রিয় হল লুকবুক,ষ্টারলাইন, মোনাকোর,1MM আর 8MM।আপনার প্রয়োজন আর পছন্দ অনুযায়ী ডেকোরেটিভ ল্যামিনেটস কিনে ফেলুন।এই ল্যামিনেটস উৎকৃষ্ট কারুশিল্পে তৈরি যাতে স্পেশাল রেজিন থাকায় বেশি শক্তিশালী আর টেকসই থাকে এবং এগুলি দাগ ,স্ক্র্যাচ প্রতিরোধী।      

ইন্টেরিয়রে চটকদার, পরিপাটি পরিবেশ অথবা গ্লসি ইন্টেরিয়র  তৈরিতে  ডেকোরেটিভ ল্যামিনেটসের জবাব নেই। সেঞ্চুরি ল্যামিনেটসের বিশাল সম্ভারে প্রত্যেক ক্রেতাদের রুচি আর পছন্দসই রেঞ্জ আর বৈচিত্র পাওয়া যায়।   

সেঞ্চুরি প্লাইয়ের ল্যামিনেটস সম্ভার

১) লুসিডা ল্যামিনেটস : এই ল্যামিনেট স্ক্র্যাচ,দাগ ,ঘষা ইত্যাদি থেকে চরম প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া কম মেন্টেনেন্স আর সুরুচিপূর্ণ আর এর মিরর ফিনিশ দীর্ঘদিন ঝকমকে দীপ্তি ধরে রাখে। এর সুব্যবহার কিচেন ,ডাইনিং রান ,কনফারেন্স রুম,রেস্টুরেন্টস ,লিভিং রুম ইত্যাদিতে। 

২)সিল্ক টাফ : এই ধরণের ল্যামিনেটস পাতলা আর পরিশীলিত।এর অ্যান্টি ভাইরাল আর অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে লিভিং রুম,বেডরুম,ডাইনিং টেবল,কিডস রুম,অফিস কিউবিকলসের পক্ষে আদর্শ। 

৩) ষ্টার লাইন :এই ল্যামিনেটসের বৈশিষ্ট্য 0.8  এম এম ভ্যারিয়েন্ট,দুর্দান্ত দাগ,ঘষা থেকে রেসিস্টেন্ট .বেস্ট বন্ডিং সাবস্ট্রেস্টস ,দারুণ কালার ফাস্টনেস।ডেস্ক ড্রয়ারসের ফ্লিপ সাইডে.ক্লোসেটে,স্কুল আর অফিস ফার্ণিচারে,ক্যাবিনেটসের পক্ষে মানানসই আর উপযুক্ত।    

৪) অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট : নামেই বোঝা  যাচ্ছে এই ধরণের ল্যামিনেটসে সারফেসে  ফিঙ্গারপ্রিন্ট মার্কস রাখে না।খুব সহজে পরিষ্কার করা যায় বলে হসপিটাল,কিচেন ,রিসেপশন এরিয়া,অফিস ডেস্কে আর টয়লেটসের জন্য উপযোগী। 

৫)মোনাকোর : এই ধরণের ল্যামিনেটসকে একরকম দেখতে হয় তার কারণ এর কোর লেয়ার আর ডেকোরেটিভ সারফেসের রং এক।কমার্শিয়াল স্পেসের জন্য আদর্শ। 

সেঞ্চুরি ল্যামিনেটসের বৈশিষ্ট্য

১) অ্যান্টি ভাইরাল আর অ্যান্টি ব্যাকটেরিয়াল: সেঞ্চুরি ল্যামিনেটস ভারতের একমাত্র ল্যামিনেটস নির্মাতা যারা অ্যান্টি ভাইরাল আর অ্যান্টি ব্যাকটেরিয়াল সারফেস সলিউশন্স বানায়।এই ভাইরাকিল টেকনোলজি সমৃদ্ধ ল্যামিনেটস ইন্টেরিয়রের স্বাস্থ্যবিধির খেয়াল রেখে ৯৯.৯% ব্যাকটেরিয়া,জার্ম্স আর ভাইরাস নিকেশ করে।

২) BWR :BWR অর্থাৎ বয়েলিং ওয়াটার রেসিস্টেন্ট।ভারতে BWR প্রযুক্তিতে সেঞ্চুরি প্লাই পথিকৃৎ।এই ল্যামিন্টেস ওয়াটার আর ময়েশ্চার রেসিস্টেন্ট.সেইজন্য মৌসুমী আবহাওয়ায়  সারফেস ফুলে ,মুচড়ে ,দুমড়ে যাওয়া থেকে নিশ্চিন্ত থাকা যায়। 

৩) বোরার আর টার্মাইট রেসিস্টেন্ট :সেঞ্চুরি ল্যামিনেটস বোরার আর  টার্মাইট রেসিস্টেন্ট কারণ এতে স্পেশাল অ্যাডেসিভ আর অ্যাডিটিভস ব্যবহার করা হয়।এই কারণে ল্যামিনেটস  দীর্ঘমেয়াদি আর টেকসই থাকে। 

এই বৈশিষ্ট্য গুলি ছাড়াও আগে উল্লেখিত বিশেষত্ব যেমন ফিঙ্গারপ্রিন্ট রেসিস্টেন্ট ,স্টেন আর স্কাফ রেসিস্টেন্ট এবং ৭ বছরের ওয়ারেন্টি থাকে।

পরিশেষে

সেঞ্চুরি ল্যামিনেটস নিঃসন্দেহে ভারতের বেস্ট ল্যামিনেটস প্রস্তুতকারক। উৎকৃষ্টমানের ল্যামিনেটস সাশ্রয়ী এবং বাজেটের মধ্যে উপলব্ধ।ক্রেতাদের সুরক্ষা আর স্বাস্থ্যবিধির জন্য নির্মাণে বেস্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ব্যবহার করা হয়।সেই কারণে আপনার রুচি আর ডিজাইন খুঁজতে সেঞ্চুরি ল্যামিনেটসে চলে আসুন  আর সেঞ্চুরি ল্যামিনেটসের সাহায্যে বেস্ট  অ্যাপার্টমেন্ট রিমডেল করে নিন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *