সেঞ্চুরি ভিনিয়ের্স দিয়ে বেস্ট অ্যাপার্টমেন্ট রিমডেল -

সেঞ্চুরি ভিনিয়ের্স দিয়ে বেস্ট অ্যাপার্টমেন্ট রিমডেল

অভিজ্ঞ পেশাদার ইন্টেরিয়র ডিজাইনারদের টিপস।

আপনার বাড়িকে বিলাসবহুল,প্রাচুর্য্যপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে ভিনিয়েরকেই বেস্ট সলিউশন গণ্য করা হয়ে থাকে। এর মসৃণ সারফেস আর সুরুচিপূর্ণ স্টাইল অতুলনীয় সৌন্দর্য্যসৃষ্টি করে।বেশিরভাগ ইন্টেরিয়র ডিজাইন স্পেশালিস্টরা ইন্টেরিয়র ডিজাইনে চমৎকার ধ্রুপদী ফিনিশের জন্য  উড ভিনিয়ের্স পছন্দ করেন। সেই কারণে বাড়িকে নতুন করে সাজিয়ে প্রাণবন্ত করে তুলতে আপনাকে এই ভিনিয়ের্স পছন্দ করতেই হবে।   

এই নিবন্ধে ভিনিয়েরের অদ্বিতীয় ,অনুপম গুণপনা এবং কি করে এই ভিনিয়েরের সাহায্যে আপনার বাড়িকে অভিজাত নান্দনিক করে তুলবেন সেই বিষয়ে সুপরামর্শ দেওয়া হচ্ছে।

কেন হোম ডেকরে ভিনিয়েরই প্রথম পছন্দ জানেন ?

ভিনিয়ের হল একটি পাতলা উডেন শিট যা মেহগনি,ব্ল্যাক চেরি,ওক,মেপল,অ্যাশ,আর বাঁশ দিয়ে তৈরি হয়।সেই কারণে ফার্ণিচারে যেমন ক্যাবিনেট ,ডোরস,কাবার্ডের সৌন্দর্য্যবৃদ্ধি করে।

নিম্নলিখিত ভিনেয়েরের বৈশিষ্টের কারণে হোম ডেকোরের প্রথম পছন্দ এই ভিনিয়ের : 

  • হার্ডউড ফার্ণিচারের তুলনায় ভিনিয়ের সাশ্রয়ী।যেমন যদি আপনি একটি ওক উড টেবিল চান তার জন্য আপনাকে অনেক বেশি খরচ করতে হবে কিন্তু যদি আপনি একটি ওক ভিনিয়ের টেবল চান সেইটা দামের তুলনায় অত্যন্ত সাশ্রয়ী হবে এবং যা দেখতে হুবহু একরকম।
  • এর নান্দনিক আভিজাত্য ছাড়াও ভিনিয়ের শিট ফার্ণিচারকে অনেক টেকসই রাখে কারণ এটি প্রখর তাপ এবং আদ্রতা প্রতিরোধী।
  • উড ভিনিয়ের একটি ন্যাচারাল প্রোডাক্ট যা আদতে নন টক্সিক,এছাড়া এর  অ্যাডেসিভ  ক্ষতিকারক অর্গানিক কম্পাউন্ড ছড়ায় না।

নতুন করে বাড়ি সাজিয়ে তুলতে কি করে ভিনিয়েরের ব্যবহার করবেন ?

বাড়িকে নতুন করে রিনোভেশন করতে সারা দেশ জুড়ে অভিজ্ঞ পেশাদার ইন্টেরিয়র ডিজাইনারদের প্রথম পছন্দ এই সেঞ্চুরি ভিনিয়ের।এই ভিনিয়েরের সাহায্যে ওনারা এমন অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন সৃষ্টি করেন যা একইসঙ্গে দুর্দান্ত কার্যকরী এবং নান্দনিক রুপে প্রীতিকর।

ভিনিয়ের উড দিয়ে পুরোনো অ্যাপার্টমেন্ট রিমডেল করার টিপস :

১)ভিনিয়ের ওয়ার্ডরোব স্টাইলাইজেশন

এখনকার ফ্যাশনে ভিনিয়ের ওয়ার্ডরোব স্টাইল আর আধুনিকতায় যাকে বলে লেটেস্ট ট্রেন্ড। এছাড়া আপনার দেওয়ালের রঙে আর টেকশ্চারের সঙ্গে সাযুজ্য রেখে একে বিভিন্ন শেডে রিপলিশ করা যায়। সেইজন্যে ভিনিয়ের ওয়ার্ডরোবের সাহায্যে খুব সহজে এবং নিচিন্তে আপনার ঘরের চেহারা আর রং বদলে ফেলতে পারেন।

২) সাইড টেবলস 

লাউঞ্জ আর বেডরুমের জন্য ইন্টেরিয়র ডিজাইন অ্যাক্সেসারিতে অত্যন্ত জরুরি এই সাইড টেবল। ওয়ালেট ,ফোন এইসব দরকারি জিনিস রাখতে এর জুড়ি মেলা ভার।রিনোভেশনের সময় এই সাইড টেবলের ওপর সেঞ্চুরি ভিনিয়ের লেয়ার লাগিয়ে ঝকমকে শৌখিন করে তুলুন।

৩) ভিনিয়ের ক্যাবিনেট

ফার্ণিচারের ক্ষেত্রে ক্যাবিনেট সবচাইতে জরুরি কারণ এতে দরকারি জিনিসপত্র যেমন বই,টিভি স্টোরেজ ,মূল্যবান আলংকারিক শিল্প সামগ্রী রাখতে ব্যবহৃত হয়।সেইজন্য ক্যাবিনেটের নান্দনিক সৌন্দয্যবৃদ্ধিতে আপনি সেঞ্চুরি ভিনিয়েরের একটি লেয়ার লাগালে এই ক্যাবিনেটই আপনার লিভিং রুমের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

৪) কিচেন ইন্টেরিয়রকে সুস্বাদু খাবারের মতন তৃপ্তিকর করে তুলুন

কিচেন বাড়ির মধ্যে এমন একটি জায়গা যাতে উন্নত সৃজনশীলতা আর সুশৃঙ্খল দক্ষতার প্রয়োজন।একে আলট্রা মডার্ন করে তুলতে কন্ট্রাস্টিং কালার ভিনিয়ের আর ফ্লোটিং তাক ব্যবহার করুন।কিন্তু  একে স্ল্যাবসে ব্যবহার করবেন না কারণ তাতে দাগ লেগে, তরল ছড়িয়ে ক্ষতি হতে পারে।

৫) নিশ্চিন্তে ঘুমের জন্য বিছানাকে নতুন করে সাজানো

আপনাকে আগামীকালের লড়াইয়ের জন্য আরাম,প্রশান্তি এবং প্রস্তুত করে তোলে যে একমাত্র বস্তু তা হল আপনার আরামদায়ক বিছানা। যদি আপনি দিনের শেষে ক্লান্ত  হয়ে বাড়ি এসে শোয়ার সময়   একটি অবিন্যস্ত,মামুলি বিছানায় ঘুমোতে যান তাহলে একটি সুন্দর বিছানা বদলের চিন্তাতেই ঘুমের ব্যাঘাত আর তাতে দুশ্চিন্তা বেড়ে যায়। সুতরাং এই দুরাবস্থা বদলাতে সেঞ্চুরি ভিনিয়ের দিয়ে বিছানাকে সুখকর আর সুসজ্জিত করে আরামে ঘুমোন। এর পরে আপনাকে আপনার  সাধের বিছানা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।   

৬) উন্নত মনোসংযোগের জন্য ভিনিয়ের স্টাডি টেবল

স্টাডি টেবল বেঁকাচোরা,গর্ত বা ছিদ্র থাকলে মনোসংযোগের ব্যাঘাত ঘটে, আর এতে কাজের মান কমে যায়।এর বিপরীতে যদি স্টাডি টেবলকে সেঞ্চুরি ভিনিয়ের কভারে ঢেকে দেন তাহলে এই রিনোভেশনের কারণে সব অন্যমনস্কতা চলে যাবে আর কাজে সঠিকভাবে মনোসংযোগ করা যাবে।  

৭)এমন  দরজা যা স্বাগত জানায়

যদিও বাড়ির দরজা বেছে নিতে সবাই বিশেষ মনোযোগী হন কিন্তু তাতেও দেখা যায় কিছুদিনের মধ্যে পুরোনো হয়ে বাড়ির সৌন্দর্য্য ম্লান করে তোলে।এই কারণে যখন আপনি বাড়ি রিনোভেশন করতে চাইবেন তখন দরজায় একটি সুন্দর সেঞ্চুরি ভিনিয়ের লেয়ার লাগান এবং পাড়া প্রতিবেশী অভ্যাগতদের চমকে দিন।

৮) আপনার ওয়ালকেই নিজের সওয়াল করতে দিন

একটা একরঙা সাধারণ দেওয়াল কি কোনো গল্প বলতে পারে ?সেইজন্য যখন আপনার বাড়ি রিনোভেশনের কথা হচ্ছে তখন রূপটানে ভিনিয়ের শিট ব্যবহার করতেই হবে।এটা শুধু আপনার বাড়িকে অভিজাত করে তুলবে না এছাড়া ছবির মতন নিখুঁত একটি ব্যাকগ্রাউন্ড আর আপনার রুচিমাধুর্য্যের স্বাক্ষর হয়ে উঠবে।  

পরিশেষে

উড ভিনিয়ের্স যে বাড়ি রিনোভেশনের জন্য বেস্ট ডেকোরেটিভ মেটেরিয়াল এই বিষয়ে আপনি নিঃসন্দেহে থাকতে পারেন।এছাড়া এটি অন্যান্য মেটেরিয়ালের থেকে সাশ্রয়ী এবং আপনার বাড়ির অন্দরসাজে বৈভব আর প্রাচুর্য্য আনে। সেই কারণে বাড়ি রিনোভেশনের প্রস্তুতি নেওয়ার সময়েই সেঞ্চুরি ই- শপে চোখ রাখুন আর বিশাল রেঞ্জের ভিনিয়ের্স থেকে আপনার মনের মতন ভিনিয়ের পছন্দ করে নিন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *