১৯০৬ -২০.১২.১৯৭৯
সুকন্ঠী,শাস্ত্রীয় সংগীতশিল্পী । পৈতৃক পদবী সিংহ ,জন্ম বিহারের ঝরিয়া শহরে। মাত্র ১০ বছর বয়েসে তার অপূর্ব সংগীত নৈপুণ্যে মুগ্ধ হয়ে তৎকালীন ঝরিয়ার রাজা তাকে সভাগায়ক কে মল্লিকের কাছে সংগীত শিক্ষার আয়োজন করেন ।পরে তিনি দীর্ঘকালীন তালিম নেন আর বিখ্যাত ওস্তাদ জমিরউদ্দিন খান সাহেব,ওস্তাদ উজির খান সাহেব কাছে এবং ণর বাঁধেন পন্ডিত শ্রীনাথ দাসের কাছে ।সংগীতজগতে দিকপাল কাজী নজরুল ইসলাম,তুলসী লাহিড়ী,ও.কে,মল্লিকের সান্নিধ্যে প্রথম রেকর্ড ‘প্রিয় যেন প্রেম ভুলো না ও মিনতি করি হে’ তাকে খ্যাতির শিখরে প্রতিষ্ঠিত করে ।তাঁর সংগীতজীবনে বাংলা,হিন্দি,উর্দু ,মারাঠি,পাঞ্জাবি,ভাষায় এইচ,এম ভি,কলম্বিয়া ,মেগাফোন,পাইওনিয়ার ও অন্যান্য কোম্পানি থেকে ৪০০ র ওপর দেশীয় লোকসংগীত,দাদরা,ঠুমরি,গজল গানের রেকর্ড প্রকাশিত হয়েছিল । ১৯৩০ সালে এইচ এম ভি তে প্রথম রেকর্ড করে সেই সময় ৬৫ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কমলা ঝরিয়া নামকরণের পেছনে এক আশ্চর্য ঘটনা/সেই সময়ে উনি রেকর্ড করে ঝরিয়া ফিরে গিয়েছিলেন,কিন্তু রেকর্ড প্রকাশকালে দেখা গেল ওনার পদবী কেউ জানে না ,তখন স্থির হলো মিস কমলা নামে রেকর্ড প্রকাশিত হবে কিন্তু মুস্কিল হল ওই সময়ে মিস কমলা নাম আরো একজন শিল্পী থাকায় যেহেতু উনি ঝরিয়া নিবাসী তাই রেকর্ডে নাম হল কমলা ঝরিয়া ।পরে সংগীতশিল্পী তুলসী লাহিড়ীর সঙ্গে প্রেম ও বিবাহ । আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন/আল ইন্ডিয়া রেডিওর সুবর্ণা জয়ন্তী উৎসবে ওনাকে সম্বর্ধিত করা হয়,সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সত্যজিৎ রায় ও শ্রী ঋত্বিক ঘটক ।
ঋণ :ডক্টর জ্যোতিপ্রকাশ গুহ (আই এম ডি বি )
স্মরণীয় বরণীয় (সংবাদ প্রতিদিন)
শেয়ার করুন :