শ্যামসুন্দর জুয়েলার্স এর অনন্য কীর্তি -

শ্যামসুন্দর জুয়েলার্স এর অনন্য কীর্তি

ত্রিপুরা জেলায় একটি ছোট্ট গ্রামের নাম  ওয়ারিঙবারি যেখানে বিলুপ্তপ্রায় রিয়াং উপজাতিদের বসবাস ,যাদের বর্তমান জনসংখ্যা মাত্র ৩০৩ এ এসে ঠেকেছে। এই অতিমারী করোনার কোরাল গ্রাসে তাদের অস্ত্বিত্ব ভয়ঙ্করভাবে বিপন্ন হয়ে দাঁড়িয়েছে ।

এই সংকটকালে এদের পাশে এসে দাঁড়ালেন  শ্যামসুন্দর জুয়েলার্স  এর  কর্ণধার শ্রী রূপক সাহা  তার সৃষ্ট স্বর্ণগ্রাম প্রকল্পের মাধ্যমে যার শুরু ২০০৯ সাল থেকে/ ব্যবস্থা করলেন নিত্যপ্রয়োজনীয় চাল,ডাল,আলু, পেঁয়াজ,ডিম্,তেল ইত্যাদির । শ্যামসুন্দর জুয়েলার্স , শ্রী রূপক সাহা এবং স্বর্ণগ্রাম প্রকল্প এই দুঃসময়ে আর্তের সাহায্যে যেভাবে এসে পাশে দাঁড়ালেন তা এই ওয়ারিংবাড়ির রিয়াং উপজাতি আর সাধারণ মানুষ তাঁদের প্রানভরে আশীর্বাদ করছেন ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *