পূর্ব ভারতে একমাত্র আন্তর্জাতিক JCI অ্যাক্রেডিটেড অ্যাপলো মাল্টিস্পেশালিটি হসপিটালস, ইন্ডিয়ান সোসাইটি ফর স্টাডি অফ পেন (ISSP) এর সঙ্গে জোট বেঁধে কম্প্রিহেন্সিভ পেন ক্লিনিক চালু করেছে।প্রচন্ড ও দীর্ঘস্থায়ী সব ধরণের ব্যাথার জন্য পেন ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা ছিল।এই পেন ক্লিনিকে এক ছাদের নিচে অঙ্কোলজি, অর্থোপেডিক,নিউরোলজি,নিউরোসার্জারি,গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, রিউম্যাটোলজি, ইন্টার্নাল মেডিসিন সব ধরণের রোগীদের ব্যাথা উপশমের জন্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের একত্রিত করেছে যাতে সব ধরণের রোগীরা এই বিশ্বমানের ক্লিনিকে শুশ্রুষা পেতে পারে।
এই উপলক্ষ্যে অ্যাপলো মাল্টিস্পেশালিটি হসপিটালস,ইস্টার্ন রিজিওনের সিইও শ্রী রানা দাসগুপ্ত বলেন,’পেন ম্যানেজমেন্ট প্রোগ্রাম একটি নতুন দ্রুতভাবে উন্নত সুপার স্পেশালিটি।ISSP ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের কাছে এই পেন মেডিসিনের এন্ডোর্সমেন্টের জন্য চেষ্টা করছে । অ্যাপলো মাল্টিস্পেশালিটি হসপিটালসে অঙ্কোলজি,অর্থোপেডিক্স,নিউরোলজি,নিউরোসার্জারি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল,রিউম্যাটোলজি,ইন্টার্নাল মেডিসিন,ফিজিক্যাল মেডিসিন বিভাগে আসা সমস্ত ধরণের রোগীদের পেন ম্যানেজমেন্টের প্রয়োজন।এই কম্প্রিহেন্সিভ পেন ক্লিনিক পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটি মাল্টিডিসিপ্লিনারি পথ দেখাবে যেখানে এর সঙ্গে রিহ্যাবিলিটেশন মেডিসিন আর ফিজিওথেরাপি জুড়ে পেন ম্যানেজমেন্ট প্রটোকল তৈরী হবে।অন্যান্য স্পেশালিটির সঙ্গে নিত্য যোগাযোগ আর AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কে রিসার্চ ডেটা প্রদান করবে।‘
অ্যাপলো মাল্টিস্পেশালিটি হসপিটালস,কলকাতার ডিএমএস (ডাইরেক্টর,মেডিক্যাল সার্ভিস)ডঃ সুরিন্দর ভাটিয়া বলেন,’এই স্পেশাল প্রসিজিওর সবসময়ে আরও ভালো ফল দেয় যা তীব্র ও দীর্ঘস্থায়ী দু ধরণের ব্যাথার জন্যেই কার্যকরী।এই পেন ক্লিনিক পোস্ট অপারেটিভ পেন,পোস্ট ট্রমাটিক পেন আর দ্রুত ছড়িয়ে পড়া ম্যালিগনেন্সির চিকিৎসার জন্য সাহায্য করবে।ক্রনিক ব্যাক পেন,ফাইব্রো মায়ালজিয়া,হিপ আর্থারাইটিস,হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস,নিউরোপ্যাথিক কন্ডিশন,ক্রনিক ক্যান্সার পেন,হারপিস,শিংগলস, ট্রাইজেমিনাল নিউরোলজিয়ার রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী হবে।’
অ্যাপলো মাল্টিস্পেশালিটি হসপিটালস,কলকাতার স্পাইন সার্জারির ডিরেক্টর ডঃ আবরার আহমেদ বলেন’ এই কোভিড অতিমারির কারণে বহু সংখ্যক মানুষ বাড়ি থেকে কাজ করছেন (WFH)।দুর্ভাগ্যবশত এর সবচেয়ে ক্ষতিকারক দিক হল খারাপ অস্বাস্থ্যকর ভঙ্গিতে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা আর অলস জীবন যাপন যা শরীরের পক্ষে খুব ক্ষতিকর।এর সঙ্গে দ্রুত বেড়ে চলেছে ওবেসিটি আর LBP লো ব্যাক পেন তাই এই উপসর্গ বা লক্ষণ দেখা গেলেই সঙ্গে সঙ্গে অ্যাপলো পেন ক্লিনিকে যোগাযোগ করতে হবে।’
অ্যাপলো মাল্টিস্পেশালিটি হসপিটালস,কলকাতার অ্যানেস্থিয়ার এইচওডি ডঃ তন্ময় দাস বলেন, ‘মডার্ন মেডিসিনে পেন ম্যানেজমেন্টকে সুপার স্পেশালিটি হিসেবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করেছে। পেন ক্লিনিক এই পরিষেবার মেরুদন্ড আর কেন্দ্রবিন্দু।স্পেশাল ট্রেনিং নেওয়া ডাক্তারেরা প্রথমে রোগীর ব্যাথার কারণ খুঁজে সেই ভিত্তিতে ট্রিটমেন্ট শুরু করেন প্রথমে মেডিকেশন আর পরে ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট টেকনিক পদ্ধতির দ্বারা চিকিৎসা করেন।ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট অত্যন্ত স্পেশালাইজড প্রসিজিওর যা মিনিমালি ইনভেসিভ পদ্ধতি অর্থাৎ শরীরের খুব কম অংশ অপারেট করে ব্যবহার করা হয়।এই অত্যাধুনিক পেন ম্যানেজমেন্ট পদ্ধতিতে অন্যান্য ইন্টারভেনশনাল অপারেশনের তুলনায় সাফল্যের হার খুব বেশি আর অত্যন্ত সুরক্ষিত আর জটিলতার হার অনেক কম বলে রোগীদের জন্য খুবই উপকারী।’
শেয়ার করুন :