ডাইনিং টেবল ডিজাইন এক্সপার্ট টিপস -

ডাইনিং টেবল ডিজাইন এক্সপার্ট টিপস

শেপ,সাইজ,মেটিরিয়াল,ট্র্যাডিশনাল,মডার্ন, বাজারে নতুন….

প্রশ্ন আসতে পারে কেন ডাইনিং টেবলকে আকর্ষণীয়,সুদর্শন আর সুশ্রী হতেই হবে ?এইজন্য কারণ এটা শুধুই বাড়ির এক কোণে রাখা একটা কাঠের ফার্ণিচার নয় যা দিনে তিনবার ব্যবহার করা হয়।ডাইনিং টেবল পরিবার,বন্ধুদের একসঙ্গে,আরও কাছাকাছি নিয়ে আসে,বিভিন্ন প্রজন্ম,পরিবেশ ও সামাজিক মর্যাদার মানুষকে একত্র করে।এখানে একে অপরের সঙ্গে প্রাণের কথা,আড্ডা,হাসি ঠাট্টায় নিজেরদের জীবনের দুশ্চিন্তা আর সমস্যা ভুলে কিছু সময়ের জন্য আনন্দের সময় কাটাতে আসে।   

 কেউ ছোট পায়া,দাগ ধরা,ভাঙা কোণের ডাইনিং টেবলে সুস্বাদু মুখরোচক খাবার খেতে পছন্দ করবেন না এটা হলফ করে বলা যায়।খাবার স্বাদ অনেকাংশে বাড়িয়ে তোলে সঠিক আবহ,পরিবেশ,সঙ্গ আর আশ্চর্য সুন্দর ডাইনিং টেবিলের ডিজাইনের কারণে।

নানা শেপে,সাইজ আর মেটিরিয়ালের ডাইনিং টেবল আছে।যেমন-

●          গোল

●          চতুস্কোণ

●          রেকট্যাঙ্গুলার 

●          ওভাল

নানান মেটিরিয়ালে,যেমন –

  • টাইলস      
  • ল্যামিনেট
  • উডেন
  • গ্লাস
  • মেটাল
  • প্লাষ্টিক
  • মার্বল

বিভিন্ন স্টাইলে যেমন –

  • ট্র্যাডিশনাল
  • মডার্ন
  • কনটেম্পোরারি
  • ইন্ডাস্ট্রিয়াল

এত রকমের টেবিল থাকলে তো তার অসংখ্য বিভিন্ন রকমের বেস থাকতে হয় যার লিস্ট করা অসম্ভব।বিভিন্ন মানুষের পছন্দ আলাদা হলেও বেশিরভাগ ক্ষেত্রে হাই গ্লস ল্যামিনেটসই পছন্দের শীর্ষে থাকে কারণ টেবল টপ্সে এর আকর্ষণীয় হৃদয়স্পর্শী সৌন্দর্য্য যা খিদে বাড়িয়ে দেয়।হাই গ্লস হল ম্যাটার,  ন্যাচারাল আর স্যাটিন ফিনিশ মেটিরিয়াল।     

ভারতের শ্রেষ্ঠ ল্যামিনেটস মানেই যে সেঞ্চুরি ল্যামিনেটস তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।এর বিশাল সম্ভারের বৈচিত্র্য বাড়াতে বাজারে নতুন আইটেম – 

  • গ্রে ক্যাস্পিও
  • সিল্ভার ক্যাস্পিও 
  • সুপার নোভা
  • স্টেলার নোভা

রকমারি ল্যামিনেটস –

  • কুল ডেলাওয়্যার
  • কিফ ডেলাওয়্যার
  • কায়ান অ্যাপল  
  • গ্রিজল মার্বল
  • টুলা ব্রাস
  • টুলা গোল্ড
  • টুলা সিলভার
  • সারদা মার্বল       
  • গথিক মার্বল  
  • সিয়েরা মার্বল
  • সামোয়া টিক
  • কেরনেল ওয়াল নাট   
  • ডায়ামানা ওক
  • ডেকো ওয়ালনাট ব্রাউন
  • আর্বান টিক                   
  • এরমানো ওয়ালনাট
  • পাইরাস অসকিউরো
  • ব্রাস মেটাল 
  • ফ্রস্ট হোয়াইট
  • ব্লু ব্লাশ
  • ব্লুইশ গ্রে
  • সেরামিক
  • ম্যাডি মাশরুম

হাই গ্লস ল্যামিনেটসের সুবিধে হল-

১) টেবলকে দেখতে দামি,আধুনিক,নান্দনিক ও আভিজাত্যের আবহ আনে।

২) সহজে দেখাশোনা করা যায় কারণ একবার মুছে নিলেই আবার ঝকঝকে।আর কোনও লিকুইড শুষে নেয়না তাই দাগ লাগা থেকে আটকায় বলে ডাইনিং টেবল টপের জন্য আদর্শ। 

৩)কম দামি ও বাজেট সাশ্রয়ী বলে সবাই সুলভে কিনে নিজের বাড়ি দুর্দান্ত সৌখিন ভাবে সাজাতে পারে।    

৪)স্কাফ বা দাগ রেসিস্টেন্ট বলে বাসনপত্রের ঘষার চিহ্ন থেকে টেবিল টপকে রক্ষা করে।

৫)বিশাল রেঞ্জের রঙের সম্ভার থেকে বাড়ির অন্দরসাজ নান্দনিকতার সঙ্গে মানানসই  এমন পছন্দ করে বেছে নিন আর এমন আশ্চর্য ভাবে সাজানো যায় যাতে আলাদা মেটেরিয়াল মনে হতে পারে।

৬)খুব সহজে ইনস্টলেশন করা যায়।বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডিশনাল অ্যাডেসিভের প্রয়োজন পড়েনা

৭)দীর্ঘদিনের টেকসই আর আর কাঠের তুলনায় বহুমুখী কার্যকরী।

বাড়ির ইন্টেরিয়র ডেকোর সুন্দর আর আকর্ষণীয় করে তুলতে সেঞ্চুরি ল্যামিনেটসই সর্বদা সবচেয়ে সেরা আর উৎকৃষ্ট আর সেটা গুণমানের সঙ্গে কোনও আপস না করে।ডাইনিং টেবিল টপ আপনার বাড়ির অন্যতম প্রধান বিষয় তাই গভীর গুরুত্ব দাবি করে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *