৭টি ডেকরেটিভ ল্যামিনেট কিচেন ডিজাইন টিপস -

৭টি ডেকরেটিভ ল্যামিনেট কিচেন ডিজাইন টিপস

আপনার ফার্ণিচার আর আপহোলস্ট্রিকে  একদম অবিচল  ও অপরিবর্তনীয় সৌন্দর্যে ভরিয়ে তোলে।

ল্যামিনেট তৈরি হয় পাতলা কাঠের ভিনিয়েরের স্তরগুলো একটার ওপর একটা চেপে বসিয়ে। ভেতরে থাকে শক্ত গঠন, আর বাইরে থাকে একটা অ্যাপ্লিক লেয়ার, যেটা হতে পারে টেক্সচার্ড বা চকচকে। এই বাইরের লেয়ারটা আপনার পছন্দমতো ডিজাইন করানো যায়। কিচেনের ক্যাবিনেটের জন্য এগুলো বেশ অনেক কাজের কাজী , কারণ সহজেই ঘরের জৌলুশ বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, রান্নাঘরের কাউন্টারটপেও এগুলো লাগানো যায়, যাতে আপনার কিচেন ফার্ণিচার, দরজা আর প্যানেলগুলোয় স্মার্ট আর স্টাইলিশ ফিনিশের জেল্লা আনে।

তাহলে কি কিচেনের স্পেসে Kitchen Design নতুন রূপটান আনতে ল্যামিনেট ব্যবহার করে দেখতে চান?চলুন, দেখে নিন বেস্ট ৭টি ডিজাইন আইডিয়া, যেগুলো মেনে চললে আপনার কিচেন হয়ে উঠবে অভিজাত সৌন্দর্যে দৃষ্টিনন্দন।

রঙিন ল্যামিনেট ঠিকমতো বেছে নিলে গৃহকর্তার মনে যেমন প্রতিক্রিয়া আনার কথা, ঠিক তেমনটাই আনতে পারে,শর্ত একটাই, সেটা যেন তাঁর পছন্দের রঙের সঙ্গে মেলে। ডেকোরেটিভ ল্যামিনেট Decorative laminates আসলে সলিড রঙের অংশ, যা আপনার ফার্ণিচার আর আপহোলস্ট্রিকে  একদম অবিচল  ও অপরিবর্তনীয় সৌন্দর্যে ভরিয়ে তোলে।

তার উপর, এগুলো এমনভাবে কাস্টমাইজ করা যায় যাতে আপনার বাড়ি নিয়ে অনুভূতিটা সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায় সেই রঙের প্যালেট অনুযায়ী। কালার থিওরি মেনে চাইলে আপনি নিতে পারেন শান্ত সাদা বা আবেগী লাল,কোন রঙটাকে বেশি ফুটিয়ে তুলবেন, সেটা পুরোপুরি আপনার হাতে। আর হ্যাঁ, সম্প্রতি ওপেন কিচেনের কনসেপ্ট কিন্তু বেশ ট্রেন্ডে আছে।

তাই এখন দরকার এমন একটা রঙের থিম ঠিক করা, যা শুধু আপনার রান্নাঘরের জন্যই নয়, রান্নাঘরের আশপাশের জায়গাগুলোর সঙ্গেও মানানসই হবে। রঙের ইনফ্লুয়েন্স  এখন একেবারে অনিবার্য, তাই কিচেন ক্যাবিনেটের জন্য এমন ম্যাচিং রঙ বেছে নিন যা পুরো বাড়ির সঙ্গে মিল রেখে একেবারে সাদৃশ্যের সমন্বয় তৈরি করে। এই পদ্ধতি কিন্তু আপনার বাড়ির প্রতিটা কোণের ক্ষেত্রেই প্রযোজ্য।

লেমন-জেসটি কিচেন- এটা কিন্তু আপনার কিচেনের জন্য একদম মারকাটারি কম্বিনেশন। সাদা ফাঁকা জায়গার সঙ্গে দেয়ালে উজ্জ্বল হলুদের ছোঁয়া মিলে তৈরি হবে লেবু আর চিনির মতো অনন্য এক মিশ্রণ। একঘেয়ে, নির্জীব কিচেনকে মুহূর্তে বদলে তুলবে উজ্জ্বল আর প্রাণবন্ত। তার সঙ্গে ঝুলন্ত পেন্ডেন্ট লাইট যোগ করলে সৌন্দর্য হবে আরও কয়েক গুণ বাড়তি।

কান্ট্রি ভাইবস কিচেন- কিচেনের আসবাবপত্রে ডেকোরেটিভ উড ল্যামিনেট লাগান, সঙ্গে থাকুক কাঠের মেঝে আর ভিনটেজ দেওয়াল যা দেখতে একদম প্রাকৃতিক অথচ স্টাইলিশ ফিনিশ পাবেন। সঠিক অ্যাক্সেসরিজ, যেমন ল্যান্টার্ন  লাইট, আপনার কিচেনকে করে তুলবে চনমনে চটকদার।

ক্লাসিক হোয়াইট কিচেন– নীরস  নিস্তেজ  কিচেন কেউই পছন্দ করে না। একদম অভিজাত শ্বেতশুভ্র সৌন্দর্যে  আপনার রান্নাঘরে আনুন প্রশান্তির ছোঁয়া। সঠিক টেক্সচার্ড অ্যাক্সেসরিজ,যেমন ডেকোরেটিভ ল্যামিনেট কাউন্টারটপের সঙ্গে মানানসই হোয়াইট  রাগ ব্যবহার করে এই স্পেসটাকে করে তুলুন সত্যিকারের আকর্ষণীয় লিভিং এরিয়া।

হাই-গ্লস কিচেন– উজ্জ্বল ডেকোরেটিভ ল্যামিনেট দিয়ে আপনার কিচেনকে বানিয়ে তুলুন সবার নজরকাড়া এক আকর্ষণীয় কেন্দ্র। সেটা হতে পারে কোনা সাজানো কিংবা বাড়তি এক স্তরের ঝকঝকে কনট্রাস্ট যোগ করা,যেভাবেই হোক, কিচেন কাউন্টারটপে আনুন এক চিমটে প্রাণোচ্ছল গ্ল্যামার আর ঝলক।

এলিটিস্ট কিচেন-কিচেনে একটা আলাদা ব্যাঙ্কোয়েট সেটআপ আপনার স্পেসকে দেবে একেবারে পরিশীলিত আভিজাত্যের পরশ । বিরল নকশার আর প্রশান্ত স্নিগ্ধ রঙের সোফার সঙ্গে নরম থ্রো পিলোর মেলবন্ধন ঘটালেই এই সাজ সম্ভব। এমন একটা জায়গার সৌন্দর্য অপ্রতিম,অতুলনীয় যা দৃশ্যগ্রাহ্য সীমা পরিসীমার বাইরে।

বোল্ড কিচেন–  প্রাণোচ্ছল চটকদার রং সবসময়ই চোখে আনন্দ দেয়। উজ্জ্বল কিচেন অ্যাক্সেসরিজ ব্যবহার করে আপনার রান্নাঘরের আসবাবপত্রে আনুন সাহসী আর নজরকাড়া এমন এক চেহারা , যা হয়ে উঠবে সবার নজরকাড়া।

কিচেনে কোজি নুক – রান্নাঘরে একটু রিল্যাক্স করার কোণা কে-ই বা চাইবে না? কিচেনের এক আরামদায়ক, নিরিবিলি কর্নার আপনার চিন্তাগুলোকে হালকা করে দেবে। সেখানে সোফা বা চেয়ারে আলাদা করে টেক্সচার্ড বা প্যাটার্নড থ্রো পিলো সাজিয়ে দিলে সেই শান্ত কোণটার সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে তুলবে।

নীল শান্ত স্নিগ্ধ কিচেন– আপনি যদি জলপ্রেমী হন,একেবারে অ্যাকোয়াম্যান বা অ্যাকোয়াগার্লের মতো ,তাহলে কিচেনের এই কর্নারটা আপনার জন্যই। টিল রঙের রাগ বিছিয়ে বা আরও মজার ভাসমান শেলফ লাগিয়ে কিচেন ক্যাবিনেট্রিতে যোগ করুন নীলের এক বিশাল ছোঁয়া, যা আপনার ক্যাবিনেটের চেহারাকে করে তুলবে মনোমুগ্ধকর।

তাহলে কি আপনি প্রস্তুত আপনার কিচেনকে নিজের মতো করে সাজিয়ে তুলতে? যোগাযোগ করুন ভারতের শ্রেষ্ঠ  প্রিমিয়াম ল্যামিনেট প্রস্তুতকারক সেঞ্চুরি ল্যামিনেটস  Century Laminates-এর সঙ্গে,যারা আপনার কল্পনায় প্রাণ দেবে এবং আপনার কিচেনের জন্য সর্বোচ্চ মানের ল্যামিনেট।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *