অন্দরসাজে কোন ৩টি কারণে উড ভিনিয়ের্স সলিড উডের থেকে অনেক ভালো জানেন ? -

অন্দরসাজে কোন ৩টি কারণে উড ভিনিয়ের্স সলিড উডের থেকে অনেক ভালো জানেন ?

সুলভ দাম,সুদৃশ্য,দীর্ঘদিন মজবুত,পরিবেশ বান্ধব….

নানান বৈশিষ্টের কারণে উড ভিনিয়ের্স সলিড উডের থেকে ভালো কিন্তু সেটা জানার আগে সলিড উড আর উড ভিনিয়ের্সের বিষয় জানা দরকার।

সলিড উড কে চিহ্নিত করা হয় মূলত দু ধরণের কাঠের পার্থক্যর জন্য ,যেমন এক ধরণের কাঠ যা গাছে থেকে কাটা হয় আর যার মধ্যে কোনো ফাঁপা বা ফাঁকা শূন্যস্থান নেই আর ইঞ্জিনিয়ার্ড উড যা  ফাইবার আর অ্যাডেসিভ সমৃদ্ধ।সলিড উড সাধারণত পরিণত গাছ যেমন মেপল,অ্যাশ,চেরি ,বিচ ,রেডউড ,রোজউড,মেহগনি,ওক আর টিক থেকে সংগ্রহ করা হয়। সলিড উড মূলত  ফার্ণিচার,ফ্লোরিং ,ক্যাবিনেট্রি আর কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করা হয়।সলিড উড ফার্ণিচারের  স্টাইলে,লালিত্যের একটি অসামান্য আভিজাত্য আনে যা অন্য মেটেরিয়ালের থেকে স্বতন্ত্র।

উড ভিনিয়ের

ন্যাচারাল হার্ডউডের পাতলা চাঙড় বা টুকরো যা ফাইবার বোর্ডের কোর প্যানেলে ইমপ্লান্ট করা হয় তাকে উড ভিনিয়ের বলা হয়।এই ইমপ্লান্টেশনের কারণে স্প্লিট আর ক্র্যাক হওয়ার সম্ভাবনা হার্ডউডের তুলনায় খুব কম হয়।ন্যাচারাল হার্ডউড,যা বেশ দামি আর দুর্লভ,কম ব্যবহার হওয়ার কারণে উড ভিনিয়ের দাম সুলভ। নানান ধরণের উড ভিনিয়ের্স নানার কাজের জন্য ব্যবহার করা হয় যেমন 2  প্লাই (উড ও উড ডেকোরেটিভ উড ),রিকন্সটিউটেড ভিনিয়ের , ফেনোলিক ব্যাকড (আর্টিফিসিয়াল উড ভিনিয়ের্স ),লেড আপ (র ভিনিয়ের ),পেপার ব্যাকড (কম ক্র্যাক হওয়া)।

উড ভিনিয়েরের বৃত্তান্ত

উড ভিনিয়ার্সের সুবিধে অনেক।এটি অনেক বেশি পরিমাণে কার্বন স্টোর করে,নন টক্সিক যদিও ইমপ্লান্ট করতে তুলনামূলক ভাবে কম ন্যাচারাল হার্ডউড ব্যবহার যে কারণে ভিনিয়ের ব্যবহারে কম খরচ হয়।কোনো ক্ষতি বা আঘাত লাগলে তা সারাতে  অন্যান্যদের তুলনায় ভিনিয়ের রিপেয়ারে খরচ বেশি।যে ফার্ণিচার উড ভিনিয়ের্স দিয়ে বানানো রিয়েল উডের চাঙ্কস যা গ্লু দিয়ে ফাইবারবোর্ডে লাগানো হয় সেই কারণে ভিনিয়ের টেক্সচারের গ্রেন প্যাটার্নসের কারণে সমান্তরাল ও সুদৃশ্য লাগে।  

ভিনিয়ের শিটসের অদ্ভুত আড়ম্বরপূর্ণ আকৃতির কারণ এতে সলিড মেটেরিয়ালের একটি থিন লেয়ার (মাত্র 0.8  থেকে ১ এম এম থিকনেস) গ্লু দিয়ে জোড়া হয়,যা সাশ্রয়ী এবং বাড়ি আর অফিস ফার্ণিচারের জন্য বহু ব্যবহৃত।উড ভিনিয়ের্সের বিশাল ডিজাইন প্যাটার্নের বৈচিত্রের সম্ভার সম্ভব এই কারণে ,সলিড উডের প্রতিতুলনায় উড ভিনিয়ের্স নিপুন সাফল্যের সঙ্গে একটি মাত্র লগ থেকে সর্বাধিক থিন শিটস নির্মাণ করতে পারে ,যা ব্রেজিলিয়ান রোজ উডের মতন দুর্মূল্য এবং বিপন্ন গাছ বাঁচিয়ে প্রকৃতিকে সংরক্ষণ করে।       

উড ভিনিয়ের্স নানা ভাবে ব্যবহার করা যায় যেমন সিলিংস ,আর্ট ওয়ার্কস,ইয়াচ বা শিপের ইন্টেরিয়র আর্কিটেকচারে (শুধু মাঝারি বাজেটের জন্য নয় ওজনে হালকা বলে) কেসওয়ার্ক (কার্বন ফুটপ্রিন্ট কমাতে ),আর বাণিজ্যিক পরিবেশ সংক্রান্ত প্রয়োগে যেখানে ওয়াল প্যানেলিংয়ের কাজ সবচেয়ে বেশি হয়। উড ভিনিয়ের্স নান্দনিক সৌন্দর্য্য ও বলিষ্ঠতা  বাড়াতে  MDF (মিডিয়াম ডেনসিটি ফায়ারবোর্ড) আর IGP ( ইন্ডাস্ট্রি গ্রেড পার্টিকলবোর্ড ) এ ব্যবহার করা হয়।  

এই ৩টি কারণে উড ভিনিয়ের্স সলিড উডের থেকে ভালো –

১) উড ভিনিয়ের ব্যবহারের সবচেয়ে বড় সুবিধে একে রিসাইকেল করা যায় আর পরিবেশ সম্পদ  রক্ষায় কার্যকরী এবং ন্যাচারাল  হার্ডউড কম রোপন করার কারণে উড ভিনিয়ের সাশ্রয়ী আর সহজে মেন্টেন করা যায় (ধুলো ময়লা পরিষ্কার করতে শুধু ভিজে বা শুকনো কাপড়ই যথেষ্ট ) ,এছাড়া সব জায়গায় পাওয়া যায় যেখানে সলিড উড দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য।   

২) উড ভিনিয়ের্স অত্যন্ত টেকসই আর দীর্ঘদিন মজবুত থাকে।পরিবেশ বান্ধব আর সলিড উডের তুলনায়  একটি লগ থেকে আবার ব্যবহার করা যায় এই প্রযুক্তিতে প্রাকৃতিক সম্পদ রক্ষা করে।উড ভিনিয়ের্স আসবাবে স্থায়িত্ব আনে এর কম গতি আর চলনের কারণে যা প্যানেলকে সমান এবং নিজে থেকেই ভাসমান রাখে।

৩)সলিড উডের তুলনায় উড ভিনিয়ের ফাইনাল প্রোডাক্ট অর্থাৎ যার ওপর এই ভিনিয়ের লাগানো হয় তার শক্তিবৃদ্ধি করে। যে হালকা ফার্ণিচার ,প্রোডাক্টকে সহজে সরানো ,অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় আর দাম বাজেটের মধ্যে তার জন্য উড ভিনিয়ের্স আদর্শ।উড ভিনিয়ের্সের অসামান্য কর্মক্ষমতায় যেমন এর ব্যবহার,গুণমান আর পুনর্ব্যবহারের গুণপনায় সলিড উডের থেকে অনেক এগিয়ে থাকে। 

পরিশেষে

এটা মনে রাখা দরকার যে যদিও উড ভিনিয়ের্স কাজের দিক থেকে ,পরিবেশ রক্ষা আর অন্যান্য সুবিধাযুক্ত এর পাশাপাশি আসল কাঠের আভিজাত্য আর মর্যাদা আনতে কাঠের স্তরে গ্লুয়িং পদ্ধতি যা ধাপে ধাপে তৈরি করতে হয় আর যেটা খুব সহজে হয়না।এছাড়া উড ভিনিয়ের্সে সহজে স্ক্র্যাচ পড়ে ,আর ওয়াটারপ্রফ না হওয়ার কারণে বেশি গরমে ক্ষতি হতে পারে তাই উড ভিনিয়ের্স ব্যবহারে আর মেন্টেনেন্সে যত্নের প্রয়োজন হয়।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *