২০টি সকাল সন্ধ্যের এক্সপার্ট মেক আপ টিপস -

২০টি সকাল সন্ধ্যের এক্সপার্ট মেক আপ টিপস

প্রখ্যাত স্টাইলিস্ট অম্বিকা পিল্লাই, অনিরুদ্ধ চাকলাদার,প্রিয়া কাপুরের পরামর্শ।

এখনকার সময় ফ্যাশন এবং স্টাইলিংয়ের প্রধান সমস্যা হল ফ্যাশন,স্টাইল আর সঠিক মেক আপের প্রাথমিক জ্ঞানের অভাব আর সেটা যে কোনো অনুষ্ঠানে সবার সামনে প্রকট আর ব্যঙ্গ বিদ্রুপের কারণ হলে সেই অপরিসীম অপমানের অভিঘাত মারাত্মক হয়ে দাঁড়ায়।কার চেহারায় কোন মেক আপ আর পোশাক কোন অকেশনে মানাবে,কোনটা ওভার ড্রেস্ড ফর দ্য অকেশন আর কোনটা আন্ডার ড্রেস্ড ফর দ্য অকেশন,কোন মেক আপ সকালের আর কোনটা সন্ধ্যের সেই নিয়ে বিখ্যাত মেক আপ এক্সপার্টদের টিপস-  

সকাল

  • ঠান্ডা জলে মুখ ধুয়ে বরফ ঘষে নিলে রোদে ঘুরলেও মেক আপ বেশি সময়ে স্থায়ী হবে ।
  • বেস মেক আপের সময় মুখে দাগ থাকলে বেশি যত্ন নিতে হবে।ব্লেমিস বাম,ফেস প্রাইমার, ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন।
  • ত্বকের প্রকৃতি ও রং অনুযায়ী শেড বেছে নিতে হবে।
  • শুধু মুখে নয়,গলা,পিঠ,হাত ও শরীরের খোলা অংশে মেক আপ করতে ভুলবেন না।
  • ব্রাশ নয়,ফাউন্ডেশন লাগাতে আঙ্গুল ব্যবহার করুন।
  • সকালের জন্য ফ্রেশ মেক আপ টোন বাছুন,উজ্বল দেখাবে।
  • মার্চ মাসে ঠান্ডা চলে গেলেও চামড়ার টান ভাব যায় না তাই লিকুইড ফাউন্ডেশনের সঙ্গে সামান্য ওয়াটার বেসড ময়েশ্চারাইজার মিশিয়ে নিলে এই সমস্যা এড়ানো যাবে।
  • ব্রাশে অল্প কম্প্যাক্ট নিয়ে গোটা মেখে বুলিয়ে নিয়ে ব্লাশ লাগান। সোনারঙা ত্বকে উজ্বল হলুদ,গমরঙা ত্বকে গোলাপি,মাজা গায়ের রঙে অলিভ বা অ্যাম্বর শেড,চাপা রঙে গোলাপির কাছাকাছি রং।
  • রোজ পিঙ্ক ব্লাশ সবাইকে মানায়।তবে সন্ধ্যে বেলার পার্টি ছাড়া সিমার না লাগানোই ভাল।
  • ব্লাশার আর হাইলাইটারস দিয়ে মুখের গঠন আরো আকর্ষণীয় করতে হয়।এটির ওপর নির্ভর করে মুখের কোন অংশ আকর্ষণীয় দেখাবে।জ লাইন ঠিক করতে ব্লাশার খুব কাজে লাগে।গাল ভারী থাকলে ভারী চোয়ালের ওপর থেকে কানের পাশে ব্লাশার তুলি দিয়ে টানুন।ফোলাভাব কম দৃশ্যমান হবে।
  • দিনের বেলা কাজল লাগালে সুন্দর দেখায়।অন্য লুক আনতে ট্র্যাডিশনাল কালোর বদলে নীল,বেগুনি,মরচে রঙের কাজল ব্যবহার করতে পারেন।
  • সকালের সাজে ব্রোঞ্জ রঙের আই শ্যাডো ভাল মানাবে।
  • সকালে লিপস্টিকের বদলে লিপগ্লস অথবা উজ্বল রঙের লিপব্লাম ভাল দেখায়।

সন্ধ্যা

  • সন্ধ্যের পার্টিতে উজ্বল রং বেশি মানায়।
  • চোখে ক্রিম বেসড শ্যাডো লাগালে সারারাত পার্টি করলেও নষ্ট হওয়ার ভয় থাকে না।তবে এই শ্যাডো লাগানোর আগে চোখের পাতায় কম্প্যাক্ট ব্রাশ করে নিতে হবে।
  • খুব ভাল মানের ফেস প্রাইমার ব্যবহারের সুবিধে হল একটা স্মুথ টেক্সচার যাতে মেক আপ দীর্ঘক্ষণ ঠিক থাকে। এমন অনেক প্রোডাক্ট আছে যাতে ‘লং স্টে’ উল্লেখ করা থাকে।
  • মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন  অবাঞ্ছিত দাগ ও ছোপ থেকে আড়াল রাখে।
  • স্মোকি আইজ করতে প্রথমে আইলাইনার।মেন সাপোর্ট লাইন কালোই থাক যেটা ভেতরের দিক থেকে সরু হয়ে বাইরে চওড়া হয়ে যাবে। এরপর হালকা ধূসর রঙের আইশ্যাডো পাতায় আর্চার আকারে লাগিয়ে মিশিয়ে দিন যাতে সব জায়গায় সমান টোন তৈরি হয়। কালো পেন্সিল দিয়ে আইল্যাশের একদম ভেতরে সরু লাইন টেনে স্মাজ করুন। ম্যাট সিলভার পাউডার বা শ্যাডো চোখের কোনায় লাগিয়ে শেষ মাস্কারা লাগান। এক্সপেরিমেন্ট করতে পারেন উজ্বল রঙে।বেগুনির সঙ্গে ডার্ক পাম শ্যাডো মিশিয়ে লাগালে সুন্দর দেখাবে।
  • সন্ধ্যের পার্টিতে চেহারায় গ্ল্যামার আনতে হাইলাইটার ব্যবহার করতে পারেন।এটি গালের হাড়ের ওপরে নিচে থেকে ওপরের দিকে করে ব্যবহার করুন ও পরে নাকের ব্রিজ আর ভুরুর সন্ধিস্থলে।পিচ বা রোজ শেড ব্যাবহার করতে পারেন।
  • ঠোঁট সাজাতে প্রথমে লিপ বাম ব্যবহার করুন।লিপস্টিক ব্যবহারের আগে লিপ লাইনার লাগান ।বোল্ড লিপস্টিক শেড এখনকার ট্রেন্ড। আপনার পছন্দ ও মানানসই সফ্ট ক্রিমি বুলেট লিপস্টিক অথবা বোল্ড ম্যাট লিকুইড লিপস্টিক বেছে নিতে পারেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *